![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ের ভালবাসা
.
.........ফাইয়াজ ইসলাম ফাহিম
.
বউ! বউ! ও গো বউ শুনছো
- কি গো এ্যাত্ত সকালে ডাকতেছ ক্যান?
- আর কও না গো বউ! আমার কিছু টাকা লাগবে
তো তোঅঅ তোঅঅঅঅ তোমার মানে আমার মা অসুস্থ( আমতা আমতা করে)
বিছানা থেকে উঠতে পারছে না প্রচন্ড জ্বরে আক্রান্ত হইছে
দাওনা গো পাঁচশ ট্যাকা
ঐ তোতলার বাচ্চা এ্যাত্ত ট্যাকা নিয়া কি করবি ৫০ ট্যাকা নে
আর তাড়াতাড়ি ফিরে আসিস!
- আরে বউ কি কচ্ছ তুমি ৫০ টাকায় ঔষধ কিনা যাবি!
আমার মা বলে কথা!
- আমাকে হারাতে চাও নাকি!
এ্যাত্ত প্রশ্ন করলে বাপের বাড়ি যামু তোমার মায়েরে নিয়ে সংসার করিও!(জিসানের মা আড়াল থেকে সব শোনে)
- আরে বউ কি কচ্ছ তুমি তুঅঅঅমি আচ্ছা দেখতেছি (আমতা আমতা করে)
ঘুম থেকে উঠে আমার মায়ের মাথায় একটু পানি ঢেলে দিও তো
-দেখ আমি তোমার নতুন বউ,,
তুমি স্মার্ট হাবা- গোবা তাই তোমায় বিবাহ করেছি তোমার বাড়িতে কাজ করতে আসিনি?
বুয়াকে বলে যেও
- দেখ! বউ এটা রংপুর এটা ঢাকা নয়!
তুমি কিছু বোঝ না মানসে কি কইবে
তোমার কি তা শুনতে ভাল লাগবে?
- আরে এ্যাত্ত কথা বল কেন
জলদি যাও বুয়াকে আমি বলছি! বুয়া বুয়া......
(বুয়ার দেখা নেই জিসানের বউও তার কথায় কর্ণপাত করলো না ওদিকে তার মায়ের অবস্থা গুরুতর)
- বউ! বউ ও বউ মা জিসানের বউ একটু তাড়তাড়ি এসো তো
মাথাটা বেশ জ্বলছে!
আসছি আম্মা! ফেসওয়াশ করতেছি! পাঁচ মিনিট অপেক্ষা করুন!
(৫০ মিনিট হয়ে গেল জিসানের বউয়ের দেখা নেই
জিসান একটু মদখোর জিসান সেদিন দৃঢ় প্রত্যয়ে ছুটছিল ঔষধ আনতে, পথে তার বন্ধু রমিজ মদ খেতে বলল ফ্রি মদ তাই ঢোক ঢোক করে খেয়ে ফেলল,,মাতাল হয়ে পড়ে রইল)
-জিসানের মা রেগে- মেঘে আগুন,তার বউয়ের কার্যলাপ দেখে! আমার জন্য জিসানের সংসারের শান্তি নেই, বউ আমার ছেলে কে দাম দেয়না হয়তো আমার জন্য!
আমি বুড়ো হয়তো তাই,,কাজ- কর্ম করতে পারি না
( মনে মনে ভাবতেছে )
- জিসানের বউ দিব্যি আনন্দে ভারতীয় চ্যানেল স্টার জলসার মিলন তিথি দেখতে বিভোর বাইরের কোন আওয়াজ আর সে শুনতে পেয় না!
-ওদিকে জিসানের মা আত্মহত্যা করল গলায় দড়ি দিয়ে জিসানের শান্তির জন্য
( জিসানের মা ৬০ বছর বয়সের বুড়ি তবে উচ্চ শিক্ষিতা আই.এ পাশ ছোট্ট একটি চিরকুট লিখে যায় জিসানের জন্য)
- জিসানের বউ হুমায়রা ভাবে!
মা তো এখনো তো ডাকতেছে না,,কি হল দেখে আসি একটু
- জিসান আরে আমি তো ঔষধ নিব মাঠে কেন আমি পড়ে আছি জলদি যাই দেখি মায়ের কি অবস্থা?
ডাকতে ডাকতে জিসান বাড়িতে গেল বউ বউ!
মা কেমন আছে রে আমার!
তার বউ আঙ্গিনায় বসে কাঁদতেছে
-জিসান তোমার মা আত্মহত্যা করেছে
-ফাজলামি করছো
- আরে সত্যি তোমার মা আত্মহত্যা করেছে
জিসান তার মায়ের হাতে একটা চিঠি দেখতে পেল
সেখানে লেখা,,,,
বাবা জিসান আমি চলে গেলাম এই পৃথিবী ছেড়ে আমার জন্য তোমার সংসারের অশান্তি হোক তা চাই না!
তোমার বউ কে খুশি রেখ!
তবে তোমার অশান্তি চাই না তোমার বউয়ের খেয়াল রাখবে!
মায়ের এমন শোকাবহ চিঠিে দেখে জিসানের দর্জ্জাল বউ হুমায়রা ডুকরে ডুকরে
কাঁদতে লাগল মা মা মা আমায় মাফ করে দিও আমার ভুল হয়েছে!!!
জিসান কোন রা করলো না শুধু তার চোখ থেকে অনর্গল জল প্রবাহিত হতে লাগল
আর আকাশের পানে চেয়ে রইল পাগলের মতো করে..........
লেখকঃ ফাইয়াজ ইসলাম ফাহিম
©somewhere in net ltd.