![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রংপুর সমাচার
রংপুরের আদি নাম জঙ্গপুর জঙ্গ অর্থ যুদ্ধ আর পুর অর্থ নগর বা শহর সদুর অতীত থেকে আন্দোলনে প্রতিরোধের মূল ঘাঁটি ছিল এই রংপুর! পরবর্তীতে রংপুরের রাজা প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নাম থেকে রঙ্গপুর নামকরণ হয় তারপর কালের বিবর্তনে এসে রংপুর নাম হয়, আমি ইতিহাসবেত্তা নই তাই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারলাম না!
.
আমদের রংপুর প্রাক্কালে অনেক উন্নত ছিল
কালের গহ্বরে হারিয়ে ফেলে রংপুর তার জ্যোতি
আমি মনে করি জ্যোতি হারানোর মূলে ছিল অলস তন্দ্রায় মগ্ন থাকা! যার দরুণ আমাদের এই পরিণতি! আজ আমাদের রংপুরা মফিজ বলে ভৎসর্না করে উপহাস করে,পুরাণ পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানী এই কথাটা সব থেকে ঢাকাস্থ রংপুর বাসী হয়তো বেশি শোনে কারণ ঢাকায় রংপুরের মানুষ অন্য বিভাগের মানুষদের তুলনায় অনেক বেশি
রংপুরের মানুষ বাগ্মী-হাস্যজ্জ্বল- রসিক আর কাজের বেলায় ভয় পায় জড়তার নিগড়ে বন্দি হয়।
.
এক সময় দক্ষিণ বঙ্গের মানুষ তথা ঢাকার মানুষ আমাদের রংপুরের কাজের জন্য আসত আজ আমাদের যেতে হয় ঢাকা তথা দক্ষিণ বঙ্গে কাজের জন্য!
পেটের জ্বালা নিবারণ করার জন্য,
নিজের পরিবার- বর্গ কে বাঁচার জন্য
মা- বাবার মুখে হাসি ফুটানোর জন্য
আর হবেই না কেন আমরা যে রসিক -হাস্যজ্জ্বল মানুষ?
.
বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহার করে
রংপুর বিভাগের লোক
সবচেয়ে বেশি টেলিভিশন - রেডিও আছে আমাদের রংপুরে বিভাগে তাই সংকোচহীন ভাবে বলা যায় যে রংপুরের মানুষ রসিক- হাস্যজ্জ্বল- আরামপ্রিয়
কাজের বেলায় পাজি?
.
কাজেই রংপুর বিভাগের মানুষদের উচিৎ আরাম প্রিয়তা কে দূর করা
কাজে মনোযোগ দেওয়া
সকল কাজ কে সমান চোখে দেখা দেখা
"কাজ কে ভাগ্য বিধাতা মনে করা ভাগ্য কে নয় নচেৎ তিঁলে তিঁলে সব কিছু হবে ক্ষয়?
রংপুরের হারানো গৌরব ফিরে আনুন
রংপুর বাসীর আমিত্ব ফিরিয়ে আনুন?
ফাইয়াজ ইসলাম ফাহিম
©somewhere in net ltd.