নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম › বিস্তারিত পোস্টঃ

কিছু সংখ্যক প্রেমিকা চাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

রম্যঃ

কিছু ঢঙ্গী প্রেমিকা চাই,যারা ঢঙ্গ করতে পারে নিমেষেই ছেলেদের বলদ বানাতে পারে, সাপের মতো এঁকে বেঁকে চলতে পারে,কাকের মত কা কা করে আই লাভ ইউ বলতে পারে,বাঁদুরের মত কোরে প্রেমিকের কাঁধ ধরে ঝুলতে পারে,দাঁত বের করে যারা হাসতে পারে,
একটুতেই যারা রেগে আগুন হতে পারে,ছেলের যারা পকেটের টাকা শেষ করতে পারে।যখন তখন ছেলেদের মন জয় করতে পারে।মিষ্টি কন্ঠস্বর থাকতে হবে।বিশ্ব সুন্দুরীর মতো আচরণ করতে হবে,আমার ৩৪ টা বিএফ আছে এ রকম চাঁপাবাজ হতে হবে।
.
কালো রাণী থেকে ধবল রাণী হওয়ার চেষ্টা চালাতে হবে।বেশি বেশি করে ফেসবুকে নাক,কান,চোখের ছবি আপলোড দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।বাংলিশ ভাষায় পারদর্শী হতে হবে।
মিথ্যা কথা বলতে হবে।পার্কে ঘুরতে যাওয়ার অভ্যাস থাকতে হবে।প্রেমিকের ক্ষতি করতে সদা তৎপর থাকতে হবে।ড্যান্স ক্লাবে যাওয়ার অভ্যাস থাকতে হবে।নাকের পানি চোখের পানি মিশিয়ে হাড়ি- পাতিল ধোঁয়ার অভ্যাস করতে হবে।
.
লজ্জা থাকা যাবে না,কথায় কথায় ঝগড়া করতে হবে প্রেমিকের বংশের সুনাম করতে হবে।কর্কশ ভাষী হতে হবে। পার্লারের যাওয়ার অভ্যাস থাকতে হবে।বিবাহ করে বাসর রাতেই সংসার ভাঙ্গার অঙ্গিকার করতে হবে এমন কিছু সুপার-ডুপার প্রেমিকা চাই।
.
আগ্রহীরা যোগাযোগ করুনঃ
প্রেম থানার বিপরীত পার্শ্বে " প্রেম টাওয়ার "দ্বিতীয় ফ্লোর...


.
-ফাইয়াজ ইসলাম ফাহিম
কবি,সাংবাদিক, সংগঠক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.