![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যের নির্মম পরিহাস! যা কহতব্য নয়, চাকুরীর খোজে, নিজের পড়াশুনা কে রক্ষা করতে,তথা সাহিত্য পাগল মন কে রক্ষা করতে ঢাকা গমন করি!
গ্রামে থাকলে সাহিত্য চর্চা হয়,
কিন্তু সাহিত্যের বিকাশ হয় না?
-
কবিতা- গল্পের সঙ্গে প্রেম থাকায় সাহিত্য পাড়ায় নিমন্ত্রণ পেয়েছিলাম/ এখনো পাই কিন্তু যেতে পারি না?
পকেটে হাত দিলে দুই টাকার কয়েন ছাড়া কিছু খুজে পাই না,
প্রিয় বাবা মারা যাওয়ার পর এই অবস্থা
প্রাক্কালে এমনটা ছিল না।
-
আগের মতো হাসি- খুশি দিন গুলো নেই
অতীত নামক ফ্রেমে বন্দি,
যা বারংবার কষ্ট দেয় যাতনা দেয়
মস্তিষ্কে কার্তুজ চালায়
তবুও ভালো থাকার অভিনয় অহনির্শ করি?
-
কিন্তু ভাল থাকতে পারি না
যতই ভাবি ততই হতাশার বিবরে পতিত হই
জীবন যে আমার ঘোর অমানিশায় আচ্ছাদিত।
-
অটেল টাকার মালিক নই যার দরুণ বড় কোন চাকুরীর আশা করিনি
ভাবলাম ছোট- মোট কোন চাকুরী করবো
পাশাপাশি পড়া-শুনা করবো এবং সাহিত্যের অঙ্গিনায় চলা- ফেরা করব?
কিন্তু তা বুঝি আর কস্মিনকালেও হবে না?
-
যেখানে যাই দূর্নীতির কালো ছাপ, সবাই টাকা চায়
অফিসের সিকিউরিটি গার্ড ও তা থেকে বাদ নেই!
কারো মামা- খালু আছে ফোন করলেই কার্য সমপন্ন হয়
কিন্তু,আমার ইট- পাথরের শহরে কেউ নেই?
-
যেদিকে তাকাই মহা তমিস্রায় আচ্ছাদিত
মনে হয় না আর সাহিত্য চর্চা করতে পারবো?
শেষ- মেষ ভেবেছিলাম টিউশনি করবো
কিন্তু,এই ইট পাথরের শহরে কোথায় খুজে পাব
কারো হৃদ্যতা নেই হৃদপুষ্ট মন নেই
শহরের অলি- গলি জানা নেই
ভাবছি আপন নীড়ে ফিরে যাব?
:
©somewhere in net ltd.