নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষা কে সম্মান দিন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

#ASO একুশের প্রবন্ধ
.
মাতৃভাষা কে সম্মান দিন?
.
বাঙলা মাতৃভাষা, আমরা বাঙলী, বাঙলা ভাষা আমাদের অহংকার।
বাঙলা ভাষা আছে বলেই আমরা নিজেকে বাঙালী ভাবতে পারি,বাঙালী শব্দ তথা বাঙলার প্রত্যেকটি অক্ষর রক্তের বিনিময়ে কিনেছি।
বুকের তাজা রক্তে রাজ পথ রঞ্জিত করেছি,সেই বাঙলা ভাষা আজ অপভ্রংশের পথে,আমরা আধুনিকতার নামে বাঙলিশ ভাষা গোত্রের সদস্য হতে চলেছি।বাঙলার সনে দুটো ইংরেজী শব্দ ব্যবহার করে,নিজেকে হামবড়া মনে করি।প্রকৃত পক্ষে আমরা বাঙলা মায়ের বক্ষে আঘাত করতেছি।
.
পৃথিবীর বুকে একটি জাতি আছে ভাষার জন্য জীবন দিয়েছে,আমরা সেই বাঙালী জাতি।কিন্তু কালক্রমে চাকুরীর আশায়,নিজেকে পশ্চিমা জাতির দাস হিসাবে নিজেকে তুলো ধরতে মত্ত হয়েছি।
.
বাঙলা ভাষার প্রধান শত্রু ইংলিশ মিডিয়া স্কুল তথা বাঙলিশ টাইপের ছেলে মেয়ে,যারা বন্ধু মহলে ইংরেজীর মাধ্যমে তাদের বন্ধুদের পর্যদুস্ত করে রাখে।
.
ইংরেজী চর্চা করা উচিৎ নিজেকে বাইরের জগতে মানিয়ে নেওয়ার জন্য
তবে নিজের গৃহে নয়।
.
আমরা বাঙালী ভারতীয় সিনেমায় বেশি আসক্ত,নিজের দেশের সিনেমা না দেখে চলচ্চিত্র শিল্প ধংসের পথে যা বাঙলা মায়ের অপমান স্বরুপ।
.
আমাদের উচিৎ নিজেদের সংস্কৃতি চর্চা করা, বাঙলা ভাষার ইতিবৃত্ত জানা,শুধু ভাষার মাসে বাঙলা কে প্রাধান্য দিলে হবে না,
বারো মাসেই বাঙলা ভাষাকে প্রাধান্য দিতে হবে।প্রতিদিন ২১ শে ফেব্রুয়ারি মনে করতে হবে।
বাঙলা ভাষার অসুরদের দমন করতে হবে
তবেই বাঙলা ভাষা তথা বাঙলার মা খুশি হবে?
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কবি,সাংবাদিক, সংগঠক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.