নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম

কবি

ফাইয়াজ ইসলাম ফাহিম › বিস্তারিত পোস্টঃ

নগ্নতা

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

হে নগ্নতা তুমি সৌন্দর্যের ভিটামিন এ
তুমি আছো বলেই সৌন্দর্যের এ্যাত্ত শক্তি,
হে নগ্নতা তুমি আজ উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছো
তোমাকে নিয়ে আজ নানা গুঞ্জন
তোমাকে নিয়ে অপবাদের হলি খেলে এ অচলায়তন সমাজ।
.
তোমাকে নিয়ে আজ মামলা চলে
সৌন্দর্যের উপর হামলা চলে,
হে নগ্নতা আমি জানি না তোমার কি অপরাধ
আমি জানি না তুমি কেন ধর্মে নিষিদ্ধ
আমি শুধু এইটুকু জানি তুমি সৌন্দর্যের ভিটামিন এ
সৌন্দর্য তোমার জন্য আজ মোহিত।
.
হে নগ্নতা তোমাকে বঙ্গদেশের মানুষ
আজ ধর্ষণের বাহক মনে করে,
হে নগ্নতা আমি জানি না
কিসে আজ ছ'মাসের বাচ্চা ধর্ষণ হয়
কিসে আজ পত্রিকায় দেখি চার পায়ের জন্তু ধর্ষিত হয়
হে নগ্নতা আমি জানি কেন এমন হচ্ছে
কেন তোমায় অসভ্য বলে গালি দিচ্ছে।
.
হে নগ্নতা তুমি কি অপরাধ করেছো আমার জানা নেই
আমি শুধু জানি তুমি সৌন্দর্যের শক্তি বর্ধিত করেছো,
ভালবাসার স্পৃহা বাড়িয়েছি
মনের মাঝে ভালবাসা সঞ্চারিত করেছো
হে নগ্নতা আমি জানি না
কি তোমার অপরাধ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.