![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Walton Primo S6-Hands On review
নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি ডিভাইসের রিভিউ নিয়ে। আমাদের আজকের রিভিউ Walton Primo S6. ডিভাইসটির সম্পূর্ণ রিভিউ এ যাবার আগে বলে নেই ডিভাইসটি Walton এর “S” Series লেটেষ্ট সংযোজন।
Primo S6 এ রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর, ৩ জিবি র্যাম এবং ৪০০০ মিলি এ্যম্পিয়ার জাম্বো ব্যাটারি, এইচ ডি ডিসপ্লে সহ আরো অনেক কিছু। চলুন ডিভাইসটি সম্পর্কে একটু জেনে নেয়া যাক।
ক্যামেরা:
মোবাইল ফোন কেনার সময় সবার আগে মাথায় থাকে ডিভাইসটির ক্যামেরা কেমন হবে তা নিয়ে। তবে আশার কথা হলো ডিভাইসটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর রিয়্যার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা নিয়ে হতাশ হবেন না এটা বলতেই পারি। বিশেষ করে যারা সেলফি লাভার তারা।
হালের আধুনিক ক্যামেরায় যত ধরনের সুবিধা আছে, তার প্রায় সব গুলোই আছে Primo S6 এ।
তবে আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো প্রোট্রেইট সেলফি মোড। ডিভাইসটি দিয়ে তোলা কিছু ছবি:
বাহ্যিক লুক:
ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উইথ সফ্ট লাইট। ডিসপ্লের নিচের দিকে রয়েছে ৩ টি সফ্ট ক্যাপাসিটিভ টাচ বাটন। ব্যাক পার্ট-টি নন রিমুভেবল এবং পেছনের দিকে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সবচেয়ে ভালো লাগা দিক হলো Primo S6 এর ব্যাক প্যানেলটি সম্পূর্ণ মেটালে তৈরী। ফলে ডিভাইসটি হাতে নিলেই একটা এ্যলিগেন্ট ভাব চলে আসে।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের অংশে ডান পাশে। আর সিম ট্রে রয়েছে ডিভাইসের ঠিক বাম পাশে। ওভারঅল লুক যদি বিচার করি তাহলে ডিভাইসটিকে আমি ১০/৮ দিবো।
ডিসপ্লে:
ডিভাইসটিতে রয়েছে ৫.২” HD Display. ডিসপ্লে-তে ব্যাবহার করা হয়েছে 2.5D Curved Glass. এছাড়া Walton এর ভাস্য মতে ডিভাইসটিতে রয়েছে High Protective Scratch Proof Glass.
র্যাম: ডিভাইসটিতে রয়েছ ৩ জিবি র্যাম।
রম: বিল্ট ইন রম রয়েছে ১৬ জিবি। তবে তা ১২৮ জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যাবে।
প্রোসেসর: ডিভাইসটিতে রয়েছে ১.৪ গিগাহার্টজ কোর্টেক্স এ ৫৩ প্রসেসর।
জিপিইউ: ডিভাইসটিতে রয়েছে মালি টি৭২০ জিপিইউ।
অপারেটিং সিস্টেম: এ্যন্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম রয়েছে Primo S6 এ।
বেঞ্চমার্ক স্কোর:
Primo S6 এর আর বেশ কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি। এর মধ্যে রয়েছে এ্যন্টুটু এবং নেনামার্ক বেঞ্চমার্ক। ডিভাইসটির এ্যন্টুটু স্কোর এসেছে ৩৮,১৬৮ এবং নেনামার্ক স্কোর এসেছে ৬২.১ এফ পি এস।
ইউজার ইন্টারফেস:
স্টক এ্যন্ড্রয়েডের স্বাদ পাবেন Primo S6 এ। ইউজার ট্রানজিশন ভালই স্মুদ আর ল্যাগ ফ্রি।
স্পেশাল ফিচারস:
** রয়েছে IR BLUSTER, যা রিমোটের মত কাজ করবে।
** রয়েছে দ্রুত গতির বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সেন্সর। যা ডিভাইসের ব্যাকপার্টে অবস্থিত।
** স্ক্রিন রেকর্ডার। যা সত্যিই অনেক উপকারী একটা ফিচার।
** রয়েছে মাল্টি টাস্কিং এর সুবিধা।
দাম: Primo S6 এর মূল্য রাখা হয়েছে ১৫,৫৯০ টাকা।
©somewhere in net ltd.