![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Walton Primo E8i, বাংলাদেশে তৈরী প্রথম স্মার্টফোন। ভাবতে পারেন দেশীয় কোন কোম্পানী নিজ দেশেই মোবাইল ফোন তৈরী করছে!! আর এটাকেই সম্ভব করেছে আমাদের দেশের কোম্পানী ওয়ালটন। চলুন ডিভাইসটি সম্পর্কে একটু জেনে নেয়া যাক।
ডিভাইসের নাম: Primo E8i
ডিসপ্লে: ৪.৫" FWVGA Screen
প্রোটেকশন: নেই
র্যাম: ৫১২ মেগাবাইট
রম: ৮ জিবি ( ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ: ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ: মালি ৪০০
ক্যামেরা: রিয়্যার ৫ মেগাপিক্সেল, ফ্রন্ট ২ মেগাপিক্সেল
ব্যাটারি: ১৭০০ মিলি এ্যম্পিয়ার নন রিমুভেবল
দাম: ৩৫০০ টাকা
ডিসপ্লে
Primo E8i এ ব্যবহার করা হয়েছে ৪.৫” FWVGA Screen. ডিসপ্লে’তে প্রোটেকশ নেই, যার ফলে গ্লাস প্রোটেকটর ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
র্যাম এবং রম
Primo E8i এ রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। চাইলে ৩২ জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরী বাড়ানোর যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo E8i এ প্রোসেসর রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াডকোর, এবং মালি ৪০০ জি.পি.ইউ।
আনবক্সিং
Primo E8i এর সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন:
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।
বিল্ড কোয়ালিটি
ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল রয়েছে ডিভাইসটির নিচের দিকে।
ভলিউম রকার্স, পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের অংশে, ডান পাশে। মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের উপরের অংশে।
ডিভাইসটির ব্যাকপার্ট-টি রাউন্ড রাখা হয়েছে, ফলে ডিভাইসটির হ্যান্ড গ্রিপ অনেক ভালো। ব্যাক প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা উইথ ডুয়াল ফ্ল্যাশ লাইট।
ব্যাকপার্ট-টি রিমুভেবল। ডিভাইসটিতে ব্যাটারি ব্যাকাপ রয়েছে ১৭০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।
অপারেটিং সিস্টেম
Primo E8i এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 6.0 Marshmallow.
ক্যামেরা
Primo E8i এ সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর ব্যাকপার্টে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটি এবং সেন্সর
Primo E8i এ যে সকল সেন্সর গুলোর মধ্যে রয়েছে Accelerometer (3D), Proximity ইত্যাদি। আর কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTA, WLAN Hotspot ইত্যাদি।
বেঞ্চমার্ক স্কোর
স্মার্টফোনে বেঞ্চমার্ক স্কোর এখন একটা ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। তাই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলুন জেনে নেই Primo E8i এর বেঞ্চমার্ক স্কোর।
দাম
Primo E8i এর বাজার মূল্য ৩৫০০ টাকা মাত্র।
©somewhere in net ltd.