নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo GF6-Hands On review

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯



বাজেট বান্ধব স্মার্টফোন কিনতে চাইলে যে স্মার্টফোনের কথা সবার আগে মাথায় আসে সেটি হলো Walton Primo GF6.
৫,৩৯০ টাকার স্মার্ট ফোনটিতে রয়েছে ৫” ডিসপ্লে, ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম এবং ২০০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি। এছাড়া ডিভাইসটিতে আরো একটি স্মার্ট ফিচার রয়েছে, তা স্মার্ট জেশ্চার। এটা নিয়ে আমরা রিভিউ এর শেষের দিকে আলোচনা করবো। চলুন একনজের Primo GF6 এর কনফিগারেশন একটু দেখে নেই।

ডিসপ্লে
Primo GF6 এ রয়েছে ৫” IPS FWVGA Screen. ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট্য ভালো এবং ডে লাইট ভিজিবিলিটিও চমৎকার।

র‌্যাম এবং রম
ডিভাইসটিতে রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী যা চাইলে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo GF6 এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর। জি.পি.ইউ পাবেন মালি ৪০০.

আনবক্সিং
Primo GF6 এর সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন:
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।


বিল্ড কোয়ালিটি

Plastic Made ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল রয়েছে ডিভাইসটির নিচের দিকে।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের ডান দিকে উপরের অংশে। মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের উপরের দিকে।
ডিভাইসটির ব্যাক কভারটি সম্পূর্ণ কার্ভ। রিয়্যার প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা উইদ ফ্ল্যাশ লাইট।
ব্যাকপার্ট-টি রিমুভেবল। ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২০০০ মিলি এ্যম্পিয়ার। ব্যাটারির উপরের দিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরী কার্ড স্লট।


অপারেটিং সিস্টেম
Primo GF6 এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন এ্যন্ড্রয়েড নোগাট ৭.০

ক্যামেরা
Primo GF6 এ ফ্রন্ট এবং ব্যাকপার্টে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি মান সম্মত। সেলফি ক্যামেরাটা দাম অনুযায়ী একটু বেশি-ই ভালো।


স্পেশাল ফিচারস
ডিভাইসটির স্পেশাল ফিচার বলতে গেলে বলতে হয় স্মার্ট জেশ্চার। ডিভাইসটি অফ থাকা অবস্থায় ডিসপ্লের উপরে আংগুল দিয়ে সাংকেতিক চিহ্ন আকলে বিভিন্ন ফাংশন অন করা যায় মোবাইল অফ থাকার পরেও।

বেঞ্চমার্ক স্কোর
স্মার্টফোনে বেঞ্চমার্ক স্কোর এখন একটা ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। তাই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলুন জেনে নেই Primo GF6 এর বেঞ্চমার্ক স্কোর গুলো।


দাম
Primo GF6 এর মূল্য রাখা হয়েছে ৫,৩৯০ টাকা মাত্র।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.