নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo NH3i Hands On review (অল্প বেশি ফিচারস)

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪



Portrait Mode এ ছবি তুলতে চান? কিন্তু হাতের কাছে ভালো কোন স্মার্টফোন নেই। আর বেশি দাম দিয়ে স্মার্টফোন কেনার বাজেটও নেই। তাই বলে কি আর শখ পুরণ করা থেমে থাকবে?
মোটেই না।
আর এই শখ পূরনের জন্য দেশী ব্র্যান্ড ওয়ালটন আছেনা। হ্যা, আমরা কথা বলছি Walton Primo NH3i নিয়ে। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে Portrait Mode এর মোডে ছবি তোলার সুবিধা। আর দাম? সেটাও হাতের নাগালে। মাত্র ৬৬৯০ টাকা। ডিভাইসটির আরো যে সকল দিকে রয়েছে তা হলো ৫.৫” IPS Display, 1.3 GHz Quad Core Processor, 1 GB Ram, 8 GB Rom ইত্যাদি। ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২৫০০ মিলি এ্যম্পিয়ার।

ডিসপ্লে
৫.৫” IPS HD Display ব্যবহার করা হয়েছে Primo HN3i এ।

র‌্যাম এবং রম
Primo NH3i এ রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। চাইলে ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরী বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo NH3i এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ।

আনবক্সিং
Primo NH3i এর সাথে আপানার যা যা পাচ্ছেন:
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।

বিল্ড কোয়ালিটি

Primo NH3i এর বডি স্ট্রাকচার প্লাষ্টিক মেইড। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলের উপরের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া ফ্ল্যাশ লাইটও রয়েছে।

৩টি সফ্ট ক্যাপাসিটিভ টাচ প্যানেল রয়েছে ডিসপ্লের নিচের দিকে।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের ডান দিকে। মাইক্রো ইউ.এস.বি এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের উপরের দিকে।
রিয়্যার প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা উইদ ফ্ল্যাশ লাইট। রিয়্যার প্যানেলের ক্যামেরার ডিজাইনটা কিন্তু আইফোন টেন এর অনুকরণে করা হয়েছে অনেকটা।

ব্যাকপার্ট-টি রিমুভেবল এবং ব্যাটারি ব্যাকাপ পাবেন ২৫০০ মিলি এ্যম্পিয়ার। ব্যাটারির উপরের দিকে রয়েছে ২টি সিম কার্ড এবং মেমোরী কার্ড স্লট।


অপারেটিং সিস্টেম
Primo NH3i এ এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা
Primo NH3i এ ফ্রন্ট এবং ব্যাকপার্টে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় ফ্ল্যাশ লাইট থাকায় যখন তখন সেলফি তোলা যায়। তবে রিয়্যার ক্যামেরার ডিজাইন-টা ব্যক্তিমত ভাবে আমার ভালো লেগেছে এর ইউনিক ডিজাইনের জন্য। ক্যামেরা কোয়ালিটি মান সম্মত। রিয়্যার ক্যামেরায় বেশ কিছু স্পেশালিটি দেয়া হয়েছে। এর উল্ল্যেখ যোগ্য হলো পোর্ট্রেইট মোড যা এখন ফ্ল্যাগশিপ টাইপ স্মার্টফোনেই বেশি দেখা যায়। চলুন, ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি দেখে নেই।

স্পেশাল ফিচারস
ডিভাইসটির স্পেশাল ফিচার বলতে গেলে বলতে হয় স্মার্ট জেশ্চার। ডিভাইসটি অফ থাকা অবস্থায় ডিসপ্লের উপরে আংগুল দিয়ে সাংকেতিক চিহ্ন আকলে বিভিন্ন ফাংশন অন করা যায় মোবাইল অফ থাকার পরেও। এছাড়া মাল্টি টাস্কিং যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে মাল্টি উইন্ডো ইউজের সুবিধা।

বেঞ্চমার্ক স্কোর
আমরা ডিভাইসটির বেঞ্চমার্ক টেস্ট করেছি। চলুন জেনে নেই Primo NH3i এর বেঞ্চমার্ক স্কোর।

দাম
Primo NH3i এর মূল্য রাখা হয়েছে ৬৬৯০ টাকা মাত্র।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.