নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo G8-Hands On Review

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২


Primo G8, Walton এর আরো একটি বাজেট বান্ধব স্মার্টফোন। মাত্র ৬,৯৯৯ টাকার স্মার্টফোনটির কনফিগারেশন পিলে চমকে দেবার মতই। বিশেষ করে এই দামের স্মার্টফোনে ২৭০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি দেয়ার ফলে ডিভাইসটির চাহিদা একটু হলেও বেশি।
চলুন দেরী না করে দেখে নেই Primo G8 এর কনফিগারেশনের এক ঝলক।

ডিসপ্লে: ৫.৫” HD Display
প্রোটেকশন: ইয়েস (আন স্পেসিফাইড ভার্সন)
র‌্যাম: ১ জিবি
রম: ২ জিবি
প্রোসেসর: ১.৩ গিগাহাটর্জ কোয়াডকোর প্রোসেসর।
জিপিইউ: মালি ৪০০
ব্যাটারি: ২৭০০ মিলি এ্যম্পিয়ার।

ডিসপ্লে
Primo G8 এ আপনারা পাবেন ৫.৫” HD IPS Display.

র‌্যাম এবং রম
Primo G8 এ র‌্যাম এবং রম রয়েছে যথাক্রমে ১ জিবি এবং ৮ জিবি। তবে ইন্টারনাল মেমোরী ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo G8 এ ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর। আর জি.পি.ইউ পাবেন মালি ৪০০.

আনবক্সিং
Primo G8 এর সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন:
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।


বিল্ড কোয়ালিটি

৭ হাজার টাকার ডিভাইসেও ওয়ালটন বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সেন্সর ইউজ করেছে আর এর জন্যে Walton কে সাধুবাদ না দিয়ে পারা যায়না।
Primo G8 ডিভাইসটি প্লাষ্টিক মেইড। ডিভাইসটির ডিসপ্লের উপরের দিকে রযেছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর ক্যামেরার সাথে সফ্ট ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। রয়েছে ৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল যা পাবেন ডিভাইসটির নিচের দিকে।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের বাম পাশে। আরো রয়েছে মাইক্রো ইউ এস বি পোর্ট,৩.৫ মিলিমিটার অডিও পোর্ট।

আর এই পোর্ট গুলো রয়েছে ডিভাইসের উপরের দিকে।
ডিভাইসটির ব্যাক কভারটি রিমুভেবল। মোবাইলের পেছনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উইদ ফ্ল্যাশ লাইট।

Primo G8 এ ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২৭০০ মিলি এ্যম্পিয়ার যা এই বাজেটে যে কোন স্মার্টফোনের মধ্যে সবচাইতে বেশি। ব্যাটারির উপরের দিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরী কার্ড স্লট।
অপারেটিং সিস্টেম
Primo G8 এ রয়েছে এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।

ক্যামেরা
Primo G8 এ ফ্রন্ট এবং ব্যাকপার্টে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা দিয়ে তোলা ছবি কিন্তু যথেষ্ট্য ভালো। বিশেষ করে যারা সেলফি লাভার তাদের কাছে এই ডিভাইসটি দিয়ে তোলা ছবি ভালো লাগবে।


স্পেশাল ফিচারস
Primo G8 এর আরো বিশেষ কিছু দিক রয়েছে যা না বললে রিভিউ-ই অসম্পূর্ণ থেকে যাবে।
Dura Speed: এই ফাংশন দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড এ্যপস গুলো On/off করতে পারবেন।
Multi Window: এক সাথে একাধিক উইন্ডো দিয়ে কাজ করতে পারবেন Primo G8 দিয়ে।
Battery Server: ব্যাটারি বেশি ড্রেইন করছে? টেনশন নেই। এই সার্ভিস-টি অন করে নিন। একদম লো ব্যাটারি থাকা অবস্থায় এটা বেশ কার্যকর।

দাম:
সাধারণ ইউজারদের কথা মাথায় রেখেই ডিভাইসটির দাম ধরা হয়েছে ৬,৯৯৯ টাকা।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.