নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton primo E8s হ্যান্ডস অন রিভিউ

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০


Walton Primo E8s, বাংলাদেশে ওয়ালটনের তৈরী আরো একটি নতুন স্মার্টফোন। ডিভাইসটি যতটা না ওয়ালটনের, তার চেয়ে বেশি বাংলাদেশের, কেননা বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে ডিভাইসটি তৈরী করেছে ওয়ালটন। আর এর জন্য ওয়ালটন-কে সাধুবাদ না দিয়ে পারা যায়না।

Primo E8s আসলে সম্পূর্ণ লো-এন্ড বাজেট। মোবাইল-টি মূলত সব শ্রেনীর মানুষের ক্রয় সীমার মধ্যেই রাখা হয়েছে। দামটা বলে নেই, মাত্র ৩৯৯৯ টাকা। কি আছে Primo E8s এ, চলুন একটু জেনে নেই।

Display: 4.5” FWVGA Display
RAM: 1 GM
ROM: 8 GB (32 GB Expandable)
CPU: 1.2 GHz Quadcore Processor
GPU: MALI 400 MP
Battery: 1600 mAh
Price: 3,999 BDTডিসপ্লে

Primo E8s এ ব্যবহার করা হয়েছে ৪.৫” FWVGA Display. ডিসপ্লের রেজুল্যুশন হলো 854 x 480 Pixel. ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2.5D Curved Glass, যা এই রকম কম দামী স্মার্টফোনে ইউজ হয়না বললেই চলে।

র‌্যাম এবং রম

Primo E8s এ পাবেন ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। যদি চান তাহলে ইন্টারনাল মেমোরী ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo E8s এ রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জিপিউ. আমার জানা মতে ৪০০০ টাকার ডিভাইসে এর চেয়ে বেশি কিছু আশা করাটা ঠিক হবে না।

আনবক্সিং

Primo E8s ক্রয় করলে যে সকল কিছু পাচ্ছেন তা হলো:
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।



বিল্ড কোয়ালিটি

Primo E8s ডিভাইসটি মুলত প্লাষ্টিক মেইড। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রযেছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া ৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল রয়েছে ডিভাইসের নিচের দিকে।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের ডান পাশে উপরের অংশে। আরো রয়েছে মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট। ডিভাইসটির ব্যাক কভারটি সম্পূর্ণ রিমুভেবল এবং বেশ কার্ভ। রিয়্যার প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় ফ্ল্যাশ লাইটও রয়েছে। ডিভাইসটিতে ব্যাটারি ব্যাকাপ রয়েছে ১৬০০ মিলি এ্যম্পিয়ার।

অপারেটিং সিস্টেম

Primo E8S এ রয়েছে এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।

ক্যামেরা

Primo E8s এ ফ্রন্ট এবং ব্যাকপার্টে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবি কোয়ালিটি ফুল। তবে সেলফি ক্যামেরা কিন্তু দারুন।


কানেক্টিভিটি এবং সেন্সর

Primo E8s এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি। Primo E8s এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V2, Micro USB 2.0, OTA, WLAN Hotspot ইত্যাদি।

স্পেশাল ফিচারস
Primo E8s এর বেশ কিছু ফিচার আমার কাছে ভালো লেগেছে। চলুন জেনে নেই ফিচার গুলো।
** 2.5D Curved Glass
** Quad Core Processor, যা এই বাজেটে অকল্পনীয়।
** 3G Video call support

বেঞ্চমার্ক স্কোর

Primo E8s এর বেঞ্চমার্ক স্কোর গুলো দেখে নিন।

দাম
Primo E8s এর মূল্য রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা মাত্র।








মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.