নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo NF3-HandsOnReview

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭



ফ্যাবলেট লাভার আছেন কেউ, বিশেষ করে যারা বড় ডিসপ্লের স্মার্টফোন কিনতে চান?
তার আগে জেনে নেই ফ্যাবলেট কাদের জন্য?

বড় ডিসপ্লে যাদের পছন্দ বা যারা মোবাইলের ডিসপ্লে-তে মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য মূলত ফ্যাবলেট সিরিজ। এছাড়া স্টাডি এবং বিজনেজ রিলেটেড কাজেও ফ্যাবলেট বহুল জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে।

সাধারণত ফ্যাবলেট ডিভাইসের দাম ধরাছোয়ার বাইরে থাকে, যেমন গ্যালাক্সি নোট সিরিজ।

কিন্তু আপনি চাইলে মাত্র ৭,০৯৯ টাকায় হাতের নাগালেই পাচ্ছেন দারুন একটি ফ্যাবলেট। আর এই ফ্যাবলেট-টি আপনাদের জন্য নিয়ে এসেছে ওয়ালটন। ফ্যাবলেট-টির নাম Primo NF3. আর এই ফ্যাবলেট-টি সম্পূর্ণ বাংলাদেশী প্রযুক্তিতে তৈরী করেছে ওয়াল্টন। ডিভাইসটিতে রয়েছে ৬” বিশাল স্ক্রিন। ব্যাটারি ব্যাকাপও ৩৩০০ মিলি এ্যম্পিয়ার।
Display: 6" HD Display
Resolution: 1280 X 720 P
CPU: 1.3 GHz
Chipset: Media Tek
GPU: Mali 400
Ram: 1 GB
ROM: 8 GB (32 GB Expandable)
Camera: Front: 8 MP
Rear: 8 MP
Battery: 3300 MaH

ডিসপ্লে
Primo NF3 ফ্যাবলেট-টিতে রয়েছে HD ডিসপ্লে। ডিসপ্লের রেজুল্যুশন হলো 1280 x 720 Pixel. ডিসপ্লেতে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। টাচ রেসপঞ্ছও দারুণ এবং ৫ আংগুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে।

র‌্যাম এবং রম
Primo NF3-তে হয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী রয়েছে। এছাড়া ইন্টারনাল মেমোরী ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo NF3- তে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর এবং মালি ৪০০ জিপিউ ব্যবহার করা হয়েছে।

আনবক্সিং
Primo NF3 এর সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন:
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।

বিল্ড কোয়ালিটি

প্ল্যাষ্টিক মেইড ফ্যাবলেট-টির ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রযেছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া ৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল রয়েছে ডিভাইসের নিচের দিকে।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের ডান পাশে উপরের অংশে। মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের উপরের দিকে।
ডিভাইসটির ব্যাক কভারটি রিমুভেবল। রিয়্যার প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা উইদ ফ্ল্যাশ লাইট। ক্যামেরা বাম্প-টি একটু উচু, সো ব্যবহারের ডিভাইসটি ফ্ল্যাট রাখার সময় ক্যামেরা বাম্পে যেন ঘষা না লাগে সে বিষয়ে নজর দিতে হবে। ব্যাটারি ব্যাকাপ রয়েছে ৩৩০০ মিলি এ্যম্পিয়ার, ফ্যাবলেট হিসেবে ব্যাটারি ব্যাকাপ আমার কাছে একটু কম মনে হয়েছে। ব্যাটারির উপরের দিকে রয়েছে ২টি সিম কার্ড এবং মেমোরী কার্ড স্লট।

অপারেটিং সিস্টেম
Primo NF3 এ রয়েছে এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।

ক্যামেরা
Primo NF3 এ ফ্রন্ট এবং ব্যাকপার্টে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি পর্যায়ের।


কানেক্টিভিটি এবং সেন্সর
Primo NF3 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, Compass ইত্যাদি। Primo NF3 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V2, Micro USB 2.0, OTA, WLAN Hotspot ইত্যাদি।

বেঞ্চমার্ক স্কোর
Primo NF3 এর বেঞ্চমার্ক স্কোর গুলো দেখে নিন।

দাম
Primo NF3 এর মূল্য রাখা হয়েছে ৭,০৯৯ টাকা মাত্র।








মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.