নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Primo RH3-4G Enabled স্মার্টফোন হ্যান্ডস অন রিভিউ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২



আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশে 4G Network এর সূচনা হয়েছে। যদিও প্রাথমিক ভাবে জেলা শহর গুলোতে 4G চালু হয়েছে যা পরবর্তীতে আরো বিস্তার লাভ করবে। এতো গেলো 4G Network এ কথা। কিন্তু জানেন কি 4G Speed পেতে 4G স্মার্টফোন লাগে? যেহেতু আমাদের দেশে ইতিপূর্বে 4G ছিলোনা, তাই বেশিরভাগ স্মার্টফোন গুলো শুধু মাত্র 3G Enabled ছিলো। 4G শুরু হবার সাথে সাথেই দেশীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ও বাজারে লঞ্চ করেছে বেশ কিছু 4G Smart phone. আজকে আমরা রিভিউ করবো 4G Enabled Primo RH3 নিয়ে। আলোচনার শুরুতেই দেখে নিন Primo RH3-তে কি কি রয়েছ:
** ৫” এইচ ডি ডিসপ্লে
** ২.৫ ডি কার্ভড গ্লাস
** ২ জিবি র‌্যাম
** ১৬ জিবি বিল্ট ইন মেমোরী
** ১.২৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
** Supports 4G
** 2600 mAh Battery
** ৯,৬৯০ টাকা বাজার মূল্য।

শুরুতেই আনবক্সিং:
Primo RH3 এর সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন:
** Standard Ear phone.
** ট্র্যান্সপারেন্ট ব্যাক কভার
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।
** সিম ইজেক্টর


অপারেটিং সিস্টেম।
Primo RH3-তে পাবেন এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।


ডিসপ্লে/টাচ
Primo RH3-তে ব্যবহৃত হয়েছে ২.৫ ডি- ৫” এইচ ডি আই পি এস ডিসপ্লে। ডিসপ্লের রেজুল্যুশন পাবেন ১২৮০ * ৭২০ পিক্সেল। ডিসপ্লে-তে ৫ আঙ্গুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে। ইউ.আই ট্র্যানজিশেন স্পিড বেশ ভালো এবং ল্যাগ ফ্রি।

র‌্যাম এবং রম
Primo RH3-তে রয়েছে ২ জিবি DDR3 র‌্যাম এ ১৬ জিবি ইন্টারনাল মেমোরী। চাইলে মেমোরী ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo RH3- রয়েছে ১.২৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি টি৭২০ জি.পি.উ.

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
শাইনি এবং গ্লসিনেসের কারণে Primo Rh3 এর লুকস এমনিতেই প্রিমিয়াম। মেটালিক বিল্ড হওয়া ডিভাইসটির বিল্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটর।

ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস। ডিসপ্লের উপরের দিকে রযেছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
নেভিগেশন কি গুলো রয়েছে ডিসপ্লের মধ্যেই। ডিসপ্লে নিচেই রয়েছে বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সেন্সর।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের ডান পাশে উপরের দিকে।
মাইক্রো ইউ এস বি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট এবং লাউড স্পিকার রয়েছে ডিভাইসের নিচের দিকে।
ডিভাইসটির পেছনে রয়েছ শাইনি ব্যাক কভার, যা নন-রিমুভেবল। রিয়্যার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা+ফ্ল্যাশ লাইট।
Primo RH3-তে রয়েছে ২৬০০ মিলি এ্যম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। আরো রয়েছে সিম কার্ড ট্রে এবং এস.ডি কার্ড স্লট, পাবেন ডিভাইসের বাম পাশে।

ক্যামেরা
Primo RH3 এর রিয়্যার প্যানেলে রয়েছে BSI sensor যুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা সাথে রয়েছে ডুয়াল টোন এল.ই.ডি ফ্ল্যাশ লাইট। সেলফি তোলার জন্য ফ্রন্ট প্যানেলেও রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটি এবং সেন্সর
Primo RH3 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো: Accelerometer (3D), Light (Brightness) Proximity sensor, GPS with A-GPS ইত্যাদি। Primo RH3 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: Wi-Fi, Bluetooth V4, Micro USB V2, WLAN Hotspot, OTG, HSPA+ ইত্যাদি।

স্পেশাল ফিচারস
Primo RH3 এর বেশ কিছু ফিচার আমার কাছে ভালো লেগেছে। চলুন জেনে নেই ফিচার গুলো।
** Notification Light
** 4G Network Support
** Battery Saver
**Supports OTG
** Futuristic Deign

বেঞ্চমার্ক স্কোর
আমি Primo RH3 এর বেঞ্চমার্ক স্কোর করেছি। একটু স্কোর গুলো দেখে নিন।

দাম
Primo RH3 এর মূল্য রাখা হয়েছে ৯,৬৯০ টাকা মাত্র।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.