![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাশ্রয়ী দামে ভালো ব্যাটারি ব্যাকাপের পাশাপাশি যদি কোয়ারটি সম্পন্ন স্মার্টফোন কিনতে চান তো Primo HM4+ এর বিকল্প নেই। মাত্র ৯,৯৯০ টাকার ডিভাইসটিতে আপনার পাবেন ১ জিবি র্যাম, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর, ৩৮০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি। এছাড়া আরো রয়েছে OTG ক্যাবল ব্যবহারের সুবিধা। বলা চলে যদি সাধ্যের মধ্যে ভালো মানের স্মার্টফোন কিনতে চান তো Primo HM4+ এই বাজেটে বেষ্ট স্মার্টফোন। চলুন, ডিভাইসটির কনফিগারেশনের এক ঝলক দেখে নেই।
ডিভাইস: Primo HM4+
ডিসপ্লে: ৫.৫" এইচ ডি ডিসপ্লে
প্রোটেকশন: নেই
র্যাম: ২ জিবি
রম: ১৬ জিবি ( ৬৪জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ: ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ: মালি ৪০০
ক্যামেরা: রিয়্যার ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ৮ মেগাপিক্সেল
ব্যাটারি: ৩৮০০ মিলি এ্যম্পিয়ার নন রিমুভেবল
দাম: ৯,৯৯০ টাকা
ডিসপ্লে
Primo HM4+ এ ব্যবহার করা হয়েছে ৫.৫” ২.৫ডি কার্ভড এইচ ডি ডিসপ্লে। ডিসপ্লে’তে প্রোটেকশ নেই, বিষয়টা আমার কাছে খুব ভালো লাগেনি। সো ডিসপ্লের প্রোটেকশনের জন্য আলাদা ভাবে স্ক্রিন প্রোটেক্টর ইউজ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। ডিসপ্লেতে 5 Finger Multi Touch সাপোর্ট করে।
র্যাম এবং রম
ডিভাইসটির র্যাম এবং রম ম্যানেজমেন্টে রয়েছে ২ জিবি র্যাম (DDR3) এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরী। চাইলে ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo HM4+ এ ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর। এছাড়া জি.পি.ইউ ব্যবহার করা হয়েছে মালি ৪০০
আনবক্সিং
ডিভাইসটির সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন তা হলো
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** সিম ইজেক্টর
** ব্যাক কভার।
গঠন
ডিভাইসটির দাম কম হলেও ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মেটালিক বডি। ফ্রন্ট প্যানেলে ৫.৫” এইচ ডি ডিসপ্লের পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসের নিচের অংশে রয়েছ ৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে। এছাড়া মাইক্রো ইউ এস বি পোর্ট, এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে পাশাপাশি ডিভাইসের উপরের দিকে। আরো রয়েছে সিমকার্ড ট্রে যা রয়েছে ডিভাইসের ডান পাশে।
ডিভাইসটির পেছনে রয়েছে ফ্ল্যাশ লাইট সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়া ক্যামেরার নিচেই রয়েছে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
ব্যাকপার্ট-টি নন রিমুভেবল। এছাড়া আরো রয়েছে ৩৮০০ মিলি এ্যম্পিয়ার জাম্বো ব্যাটারি।
অপারেটিং সিস্টেম:
Primo HM4+ এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 7.0 Nougat.
ক্যামেরা:
Primo HM4+ এ সামনে এবং পেছনে উভয় দিকেই ৮ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। রিয়্যার এবং সেলফি ক্যামেরা যথেষ্ট্য ভালো কোয়ালিটির। ডিভাইসটি দিয়ে তোলা কিছু ছবি দেখে নিন।
কানেক্টিভিটি এবং সেন্সর:
Primo HM4+ এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Gravity (3D), Gyroscope, Rotation Vector, Linear Acceleration, Light, Proximity, Magnetic Field (Compass), Orientation, Fingerprint Sensor,
Primo HM4+ এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG OTA, Wireless Display, WLAN Hotspot ইত্যাদি।
বেঞ্চমার্ক স্কোর:
ডিভাইসটির এ্যন্টুটু বেঞ্চমার্ক স্কোর এসেছে ২৪১১৪.
দাম:
Primo HM4+ এর মূল্য রাখা হয়েছে মাত্র ৭,৮৯০ টাকা। বাজেটের দিকে বিবেচনা করলে এই স্মার্টফোনটি হতে পারে আপনার প্রথম চয়েজ, বিশেষ করে এই বাজেটে এর চেয়ে ভালো কনফিগারেশন পাওয়া যাবেনা বলেই চলে।
©somewhere in net ltd.