![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লো-বাজাটে ডিভাইস গুলোর মধ্যে বাংলাদেশে একচ্ছত্র রাজ করছে ওয়ালটন। দামে কম আর কনফিগারেশন ভালো হওয়াতে মধ্যম আয়ের মানুষ গুলোও এখন স্মার্টফোন ইউজ করার চিন্তা করতে পারে। আমি আজকে কথা বলবো ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo F7s নিয়ে। আলোচনার শুরুতেই বলে নেই Primo F7s সম্পূর্ণ বাংলাদেশের প্রযুক্তিতে তৈরী। ৫,২৯০ টাকার ডিভাইসে আপনার বেশ কিছু ভালো অফার পাচ্চেন। ডিভাইসটিতে রয়েছে ৫.২” FWVGA স্ক্রিন, ১ জিবি র্যাম, ৮ জিবি রম ৫ মেগাপিক্সেল ক্যামেরা সহ আরো অনেক কিছু।
ডিসপ্লে এবং টাচ
Primo F7s ব্যবহৃত হয়েছে ৫.২” FWVGA স্ক্রিন। ডিসপ্লে-তে রেজুল্যূশন দেয়া হয়েছে ৮৫৪ * ৪৮০ পিক্সেল। ডিভাইসটিতে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। ডিভাইসটিতে প্রোটেকশন গ্লাস না থাকায় ডিসপ্লের সুরক্ষার জন্য টেম্পারড গ্লাস ইউজ করাটা বুদ্ধিমানের হবে। টাচ রেছপঞ্ছও কিন্তু দারুন রেসপঞ্ছিভ। ডিসপ্লে-তে ২ আংগুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে।
র্যাম এবং রম
Primo F7s এ রয়েছে ১ জিবি র্যাম এবং এছাড়া ৮ জিবি ইন্টারনাল মেমোরী। চাইলে ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত) বৃদ্ধি করা যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo F7s এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ।
আনবক্সিং
Primo F7s এর সাথে আপনারা পাচ্ছেন
** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** সিম ইজেক্টর
** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন
আউটলুক
বাংলাদেশে তৈরী ডিভাইস গুলোর মধ্যে এবার-ই ওয়ালটন নিয়ে আসলো মেটালিক বিল্ড বডি, যা একই সাথে নতুন এবং গর্জিয়াস। ডিভাইসটিতে রয়েছে ৫.২” FWVGA ডিসপ্লে। ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট।
ক্যাপাসিটিভ টাচ প্যানেল রয়েছে ডিভাইসের নিচের অংশে। ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।
মাইক্রো ইউ এস বি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট এবং স্পিকার রয়েছে ডিভাইসের উপরের দিকে। এছাড়া সিমকার্ড + ডুয়াল সিম কার্ড ট্রে রয়েছে ডিভাইসের ডান পাশে।
রিয়্যার প্যানেলে উপরের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট।
ব্যাকপার্ট-টি নন রিমুভেবল। ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২২৫০ মিলি এ্যম্পিয়ার। ডিভাইসটির দৈর্ঘ্য ১৫০ মিলিমিটার, প্রস্থ্য ৭৩.৯ মিলিমিটার এবং পূরুত্ব ৯.৭৫ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৭২ গ্রাম।
অপারেটিং সিস্টেম
Primo F7s এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 7.0 Nougat.
ক্যামেরা
Primo F7s এ সামনে এবং পেছনে উভয় দিকেই ৫ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। রিয়্যার এবং সেলফি ক্যামেরা কোয়ালটি চমৎকার। চলুন ডিভাইস দিলে তোলা কিছু ছবি দেখে নেই।
কানেক্টিভিটি এবং সেন্সর
Primo F7s এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Gravity (3D), Gyroscope, Rotation Vector, Linear Acceleration, Light, Proximity, Magnetic Field (Compass), Orientation, Fingerprint Sensor,
Primo F7s এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG OTA, Wireless Display, WLAN Hotspot ইত্যাদি।
স্পেশাল ফিচারস
** মাল্টি উইন্ডো: যারা এক সাথে একাধিক কাজ করতে পছন্দ করেন তাদের জন্য উপকারী ফিচার এটি। তবে ব্যাক গ্রাউন্ডে একাধিক এ্যপ চালু থাকলে মোবাইল স্লো হতে পারে।
** 3 in one Sim card Tray: এটা বলা চলে এই বাজেটে কেন, এর ডাবল বাজেটেও নেই। Primo F7s এর সিম কার্ড ট্রে-তে রয়েছে ৩টা স্লট। যার ফলে এক সাথে ২টা সিমের পাশাপাশি আলাদা ভাবে মাইক্রো এসডি কাডও ব্যবহার করতে পারবেন।
বেঞ্চমার্ক স্কোর
Primo F7s এর গিক বেঞ্চ টেষ্ট করেছি আমরা। স্কোর একেবারে খারাপ না।
দাম
Primo F7s এর বাজার মূল্য রাখা হয়েছে ৫,২৯৯ টাকা।
©somewhere in net ltd.