![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমরা সবাই ভালোবাসি। সেটা হোক ফ্যাশন ট্রেন্ড বা হালের প্রযুক্তি। তবে ইদানিং ফ্যাশনের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির প্রতিও মানুষের ঝোক এখন একটু বেশি। আর বিশেষ করে মোবাইলের দিকে। ২০১৭/১৮ সালের মোবাইলের সবচেয়ে আলোচিত বিষয় ছিলো ফুল ভিউ ডিসপ্লে। দেশীয় স্মার্টফোনে এই নতুন সংযোজন টা ছিলোনা আগেই। তবে ওয়ালটন কিন্তু আপনাদের বিষয়টা বিবেচনায় রেখেছে। আর তাই লো বাজেটেও যেন আপনারা ভালো মানের ডিসপ্লে পান যে জন্য ওয়ালটন নিয়ে এসেছে ফুল ভিউ ডিসপ্লে Walton Primo H7. Primo H7 এ রয়েছে বর্তমান সময়ের ট্রেন্ড 18:9 ডিসপ্লে। সাথে রয়েছে ৫.৫” HD IPS Display. আরো পাবেন ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরী, 2.5D Curved Glass, ৮ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা, ২৮৫০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি সহ আরো অনেক কিছু। ডিভাইসটির দাম কিন্তু থাকছে হাতের নাগালেই।মাত্র ৭,৯৯৯ টাকা। ডিভাইসটির বিস্তারিত আলোচনয়া যাবার আগে দেখে নেই Primo H7 এর কনফিগারেশনের এক ঝলক।
ডিসপ্লে: ৫.৫" ফুল ভিউ এইচ ডি ডিসপ্লে
প্রোটেকশন: নেই
র্যাম: ১ জিবি
রম: ৮ জিবি ইন্টারনাল। ১২৮ জিবি পর্যন্ত এক্সট্রা র্যাম বাড়ানো যাবে।
ক্যামেরা: ফ্রন্ট ৫ মেগাপিক্সেল, রিয়্যার ৮ মেগাপিক্সেল
প্রোসেসর: ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর।
জিপিইউ: মালি ৪০০
ব্যাটারি: ২৮৫০ মিলি এ্যম্পিয়ার
মূল্য: ৭,৯৯৯ টাকা।
ডিসপ্লে এবং টাচ
Primo H7 এ রয়েছে ৫.৫” Full View HD Display. ডিসপ্লে রেজুল্যুশন রয়েছে ১২৮০ * ৭২০ পিক্সেল। এছাড়া ডিসপ্লে-তে 2.5D Curved Glass ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে-তে কোন প্রোটেকশন ব্যবহার করা হয়নি। Primo H7 এ ৫ আংগুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে
র্যাম এবং রম
Primo H7 এ ব্যবহৃত হয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী রয়েছে। ইন্টারনাল মেমেরাী ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo H7 এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ।
আনবক্সিং
Primo H7 এর সাথে আপনারা পাচ্ছেন
** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** সিম ইজেক্টর
** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন
** ট্রান্সপারেন্ট ব্যাক কভার।
আউটলুক
মেটালিক বডির Primo H7 এর আউটলুক দেখতে মনোলোভা। Primo H7 এর ডিসপ্লে-তে রয়েছে 2.5D Curved Glass ৫.৫” HD Display. ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা+ ফ্ল্যাশ লাইট। প্রক্সিমিটি সেন্সর রয়েছে ক্যামেরার পাশেই। অনস্ক্রিন নেভিগেশন বার রাখা হয়েছে ডিসপ্লেতে-ই।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে। সাথে রয়েছে মাইক্রো ইউ এস বি এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট যা রয়েছে ডিভাইসের উপরের দিকে। লাউড স্পিকার রয়েছে ডিভাইসের নিচের দিকে। এছাড়া সিমকার্ড+এস.ডি কার্ড রয়েছে ডিভাইসের ডান পাশে।
রিয়্যার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় উজ্বল ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে।
ডিভাইসের প্রোটেকশনের জন্য রয়েছে বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সেন্সর। সেন্সর রয়েছে রিয়্যার প্যানেলে। ব্যাকপার্ট-টি নন রিমুভেবল। ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২৮৫০ মিলি এ্যম্পিয়ার।
অপারেটিং সিস্টেম
Primo H7 এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 7.0 Nougat.
ক্যামেরা
Primo H7 এ সামনের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রিয়্যার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা দিয়ে তোলা ছবি মোটামুটি মানের
কানেক্টিভিটি এবং সেন্সর
Primo H7 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Gravity 3D, Proximity, light sensor, GPS, Fingerprint Sensor,
Primo H7 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: Wi-Fi b/g/n, Bluetooth V4, Micro USB V2, WLAN Hotspot, OTA
ইত্যাদি।
স্পেশাল ফিচারস
** মাল্টি উইন্ডো: যারা এক সাথে একাধিক কাজ করতে পছন্দ করেন তাদের জন্য উপকারী ফিচার এটি। তবে ব্যাক গ্রাউন্ডে একাধিক এ্যপ চালু থাকলে মোবাইল স্লো হতে পারে।
দাম
Primo H7 এর বাজার মূল্য রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।
©somewhere in net ltd.