নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo S6 Infinity Display

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫



আবারো আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন স্মার্টফোনে রিভিউ নিয়ে। আজকে আমরা কথা বলবো ওয়ালটনের নতুন ডিভাইস Primo S6 Infinity. নজর কারা ডিজাইন আর কনফিগারেশনের জন্য ডিভাইসটি ইতি মধ্যেই মার্কেটে যথেষ্ট্য সাড়া ফেলেছে।
Primo S6 Infinity –তে রয়েছে 5.5” HD+ IPS Display. সাথে রয়েছ ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমোরী, ১৩ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা এবং ৩০০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি সহ আরো অনেক ফিচার। ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ১৬,৯৯০ টাকা। চলুন সময় নষ্ট না করে ডিভাইসটির কনফিগারেশনের এক ঝলক দেখে নেই।

ডিসপ্লে এবং টাচ

Primo S6 Infinity এ রয়েছে ৫.৫” Full View HD+ Display. ডিসপ্লে-তে প্রোটেকশন রয়েছে গরিলা গ্লাস ৩.

র‌্যাম এবং রম

Primo S6 Infinity এ রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরী। এছাড়া ইন্টারনাল মেমেরাী ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo S6 Infinity এ ব্যবহার করা হয়েছে ৬৪ বিট ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি টি৭২০ জি.পি.ইউ।
আনবক্সিং

Primo S6 Infinity এর সাথে রয়েছে:

** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** সিম ইজেক্টর
** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন
** ট্রান্সপারেন্ট ব্যাক কভার।


আউটলুক

চোখা ধাধানো ডিজাইনের Primo S6 Infinity’র আউটলুক এক কথায় অসাধারণ। বিশেষ করে Blue কালার ডিজাইন। মেটালিক স্ট্রাকচারে গঠিত Primo S6 Infinity-তে রয়েছে ৫.৫” Full View HD+ Display. ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং প্রক্সিমিটি সেন্সর। সেলফি লাভারদের জন্য ফ্রন্ট ফ্ল্যাশ লাইটও রয়েছে। এছাড়া নেভিগেশন বার গুলো রয়েছে ডিসপ্লে-তেই।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।
মাইক্রো ইউ এস বি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের নিচের দিকে। এছাড়া সিমকার্ড+এস.ডি কার্ড রয়েছে ডিভাইসের ডান পাশে।
রিয়্যার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সেন্সর।

ইউজার ইন্টারফেস

Primo S6 Infinity এর ইউজার ইন্টারফেজ একে বারেই স্টক ঘরানার। আলাদা কোন বৈচিত্র নেই বললেই চলে। তবে ইউ.আই ট্রানজিশন ছিলো বেশ স্মুদ এবং ল্যাগ ফ্রি। আইকন গুলো একটু ভিন্ন তর। ওভার অল ইউ আই নিয়ে আমার কোন অভিযোগ নেই।


অপারেটিং সিস্টেম
Primo S6 Infinity এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 8.0 Oreo.

ক্যামেরা

Primo S6 Infinity এ সামনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রিয়্যার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়্যার এবং সেলফি ক্যামেরা কোয়ালটি চমৎকার। চলুন ডিভাইস দিলে তোলা কিছু ছবি দেখে নেই।


কানেক্টিভিটি এবং সেন্সর

Primo S6 Infinity এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Gravity (3D), Gyroscope, Rotation Vector, Linear Acceleration, Light, Proximity, Magnetic Field (Compass), Orientation, Fingerprint Sensor,
Primo S6 Infinity এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG OTA, Wireless Display, WLAN Hotspot ইত্যাদি।

স্পেশাল ফিচারস

** মাল্টি উইন্ডো: যারা এক সাথে একাধিক কাজ করতে পছন্দ করেন তাদের জন্য উপকারী ফিচার এটি। তবে ব্যাক গ্রাউন্ডে একাধিক এ্যপ চালু থাকলে মোবাইল স্লো হতে পারে।
** OTG: Primo S6 Infinity-তে আপনারা OTG ক্যাবলের মাধ্যমে মাউস, কিবোর্ড, এবং পেন ড্রাইভ ইউজ করতে পারবেন।
** Screen recorder: Primo S6 Infinity-তে রয়েছে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার।
** ফেস-আনলক: ফিংগার প্রিন্টট সেন্সর এক ঘেয়েমি লাগলে ফেস আনলক অপশসন ইউজ করতে পারেন। অথবা এক সাথে ২টোই
ইউজ করতে পারবেন।

বেঞ্চমার্ক স্কোর

Primo S6 Infinity এর বেঞ্চমার্ক স্কোর দেখে নিন।


দাম
Primo S6 Infinity এর বাজার মূল্য রাখা হয়েছে ১৬,৯৯০ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.