নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo GF7-হ্যান্ডস অন রিভিউ

১০ ই জুন, ২০১৮ রাত ১০:৩৪

এই ঈদে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবলে অবশ্যই Walton এর Primo GF7 স্মার্টফোন-টি আপনার প্রথম পছন্দ হওয়া উচিৎ।
কিন্তু কেন? চলুন একটু জেনে নেই কেন। ৫,৯৯৯ টাকা মুল্যে এন্ট্রি লেবেলের এই স্মার্টফোনের প্রধান আকর্ষণ হলো ডিভাইসটি ৪জি সাপোর্টেড। এছাড়া আরো অনেক ফিচার তো রয়েছেই।

প্রথমেই জেনে নেবো Primo GF7 এর উল্ল্যেখযোগ্য ফিচার সমূহ:
ডিভাইসের নাম : Primo GF7
ডিসপ্লে : 5.34" FULL View IPS Display
প্রোটেকশন : 2.5D Curved Glass
র‌্যাম : ১ জিবি
রম : ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ : ১.২৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ : মালি ৪০০
ক্যামেরা : রিয়্যার ৫ মেগাপিক্সেল
: ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি : ২৭০০ মিলি এ্যম্পিয়ার
দাম : ৫৯৯৯ টাকা।


ডিভাইসের ফিচার ইউজার ভেদে ভিন্ন ভিন্ন হয়। তবে Primo GF7 এর বেশ কিছু ফিচার রয়েছে যা আপনার ভালো লাগবে:
** ৪জি সাপোর্টেড
** AOD (Always on Display)
** ফিংগার প্রিন্ট সেন্সর
** Android Oreo 8.1, Go Edition (Walton’s First Oreo Device)
** 18:9 Ful View Display
** 27000 mAh Battery

ডিসপ্লে এবং টাচ
Primo GF7 এ রয়েছে 5.34” 2.5D Full View IPS Display.

র‌্যাম এবং রম
Primo GF7 এ ব্যবহৃত হয়েছে DDR3 ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।



সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo GF7 এ রয়েছে ১.২৫ গিগাহার্টজ প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ। বাজেট হিসেবে এর চেয়ে ভালো কম্বিনেশন আশা করা ঠিক হবেনা।


আনবক্সিং
Primo GF7 এর সাথে আপনারা পাচ্ছেন
** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন

আউটলুক
Primo GF7 এর রয়েছে ৫.৩৪” ফুল ভিউ। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া ক্যামেরায় ফ্ল্যাশ লাইট থাকায় লো লাইটে ভালো কোয়ালিটির ছবি তোলা যাবে।

ডিভাইসটির পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে ক্যামেরার নিচের দিকে।


Primo GF7 এর উপরের দিকে রয়েছে মাইক্রো ইউ.এস.বি চার্জিং এবং অডিও পোর্ট। ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।
ব্যাকপার্ট-টি রিমুভেবল। ডিভাইসটি-তে রয়েছে ২৭০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।


ইউজার ইন্টারফেস
Primo GF7 এ ইউজ করা হয়েছে ষ্টক এ্যন্ড্রয়েড ৮.১ এর ইউজার ইন্টারফেস।


অপারেটিং সিস্টেম
Primo GF7 এ ইউজ করা হয়েছে লেটেস্ট Android 8.1 Oreo. ইউজারদের সুবিধার জন্য OS কিছুটা অপটিমাইজ করা হয়েছে।

ক্যামেরা
Primo GF7 এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু এন্ট্রি লেভেল হওয়া সত্বেও বেশ ভালো। ছবি তোলার জন্য ডিভাইসটির উভয় পাশেই রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।


কানেক্টিভিটি এবং সেন্সর
Primo GF7 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Primo GF7 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।

স্পেশাল ফিচার:
** Radio with recording system.
এই ফিচারটি কিন্তু বেশ ইফেক্টিভ, বিশেষ করে যারা গান শুনতে ভালোবাসেন।
** Smart Back Touch:
প্রথমেই আপনাদের বলেছি ডিভাইসটির ফিংগার প্রিন্ট রিয়্যার মাউনন্টেড। ধরুন, আপনি সেলফি তুলবেন কিন্তু হাতে সময় কম। তখন কিন্ত এই ফিংগার প্রিন্ট সেন্সর আপনাকে হেল্প করবে। জাষ্ট ফিংগার প্রিন্ট সেন্সরে একটা টাচ করুন ব্যাস হয়ে গেলো।
** 4G Enabled:
৬ হাজার টাকায় ৪জি সাপোর্টেড কোন ডিভাইস আছে কিনা আমার জানা নেই। কিন্তু Walton মাত্র ৬০০০ টাকার ডিভাইসেই দিচ্ছে ৪জি সুবিধা।


দাম
Primo GF7 এর বাজার মূল্য রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.