নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo RX6 হ্যান্ডস অন রিভিউ

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

Walton Prim RX6, Walton এর নতুন মিড রেঞ্জ স্মার্টফোন। মিডরেঞ্জ বাজেটের এই স্মার্টফোনে রয়েছে 5.7” HD+ Display, ৩ জিবি র‌্যাম, ১৬ মেগাপিক্সেল BSI Sensor সেলফি ক্যামেরা, ৩০০০ মিলি এ্যম্পিয়ার লি-পলিমার ব্যাটারি সহ আরো অনেক ফিচার।
ডিভাইসটির বিস্তারিত রিভিউ এ যাবার আগে প্রথমেই জেনে নেবো Primo RX6 এর স্পেসিফিকেশন:
ডিসপ্লে : 5.7" FULL View HD+ IPS Display
প্রোটেকশন : 2.75D Curved Glass
র‌্যাম : ৩ জিবি
রম : ১৬ জিবি ( ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ : ১.৪৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ : MALI T720
ক্যামেরা : রিয়্যার ১৩ মেগাপিক্সেল
: ফ্রন্ট ১৬ মেগাপিক্সেল
ব্যাটারি : ৩০০০ মিলি এ্যম্পিয়ার
দাম : ১৪,৯৯৯ টাকা।

প্রথমেই জেনে নেবো Primo RX6 এর উল্ল্যেখযোগ্য ফিচার সমূহ:
Primo RX6 এর ভালা লাগা ফিচার গুলো:
** মেটালিক ফ্রেম, 2.75D Curved Glass
** ৪জি সাপোর্টেড
** ফিংগার প্রিন্ট সেন্সর
** 18:9 Full View HD+ Display
** 3000 mAh Battery
** OTG

ডিসপ্লে এবং টাচ
Primo RX6 এ রয়েছে 5.7” 2.75D Full View HD+ IPS Display. 18:9 aspect ratio ডিসপ্লেতে ২৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। ডিভাইসটির রেজুল্যূশন হলো 1440 X 720 PIXEL. ৫ আংগুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে ডিসপ্লেতে।

র‌্যাম এবং রম
Primo RX6 এ দেয়া হয়েছে ৩ জিবি DDR3 র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo RX6 এ রয়েছে ১.৪৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর এবং Mali T720 GPU.

আনবক্সিং
Primo RX6 এর সাথে আপনারা পাচ্ছেন
** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ব্যাক কভার
** ওয়্যারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল।
** সিম ইজেক্টর।

আউটলুক
প্রিমিয়াম লুকের Primo RX6 মেটালিক ফ্রেমে গঠিত। মেটালিক ফ্রেম, শাইনি ব্যাক কভার ২টি কালার ভ্যারিয়ান্ট ডিভাইসটিতে এমনিতেই গর্জিয়াস করে তুলেছে।
ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে রয়েছ 2.75D Curved 5.7” HD+ ডিসপ্লে। সেলফি তোলার জন্য রয়েছ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা উইথ ফ্রন্ট ফ্ল্যাশ লাইট। ক্যামেরার পাশে রয়েছ নোটিফিকেশন লাইট, প্রক্সিমিটি সেন্সর। ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।

3.5 MM Audio পোর্ট রয়েছে উপরের দিকে। এছাড়া ইউ.এস.বি চার্জিং পোর্ট রয়েছে ডিভাইসের নিচের অংশে।
ডিভাইসের পেছনে রয়েছে BSI Sensor যুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে ক্যামেরার ঠিক নিচেই।।
সিম কার্ড+Micro SD Slot রয়েছে ডিভাইসটির বাম পাশে। পাওয়ার কনজাম্পশনের জন্য রয়েছ ৩০০০ মিলি এ্যম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। ডিভাইসটির দৈর্ঘ্য ১৫২.৬৫ মিলিমিটার, প্রস্থ্য ৭০.৮ মিলিমিটার এবং পূরুত্ব ৮.৭৫ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৬১ গ্রাম।

ইউজার ইন্টারফেস
Primo RX6 এ ইউজ করা হয়েছে ষ্টক এ্যন্ড্রয়েড ৮.১ এর ইউজার ইন্টারফেস।


অপারেটিং সিস্টেম
Primo RX6 এ রয়েছে Android 8.1 Operating System.

ক্যামেরা
Primo RX6 এর ক্যামেরা কোয়ালিটি বেশ প্রমিসিং। ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সেলফি তোলার মজাই আলাদা। সেলফি ক্যামেরায় BSI Sensor add করায় ওয়ালটন-কে ধন্যবাদ না দিয়ে পারা যায়না। রিয়্যার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরায়। ক্যামেরায় PDAF সহ আরো রয়েছে Pro Mode এ ছবি তোলার সুবিধা। ক্যামেরা ফিচার গুলো দেখে নিন।

ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালই লেগেছে।

কানেক্টিভিটি এবং সেন্সর
Primo RX6 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Primo RX6 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।

স্পেশাল ফিচার
** নোটিফিকেশন লাইট:
এই ফিচারটি কিন্তু বেশ উপকারী। ফোন সাইলেন্ট অবস্থায় কোন কল আসলে বা ম্যাসেজ আসলে নোটিফিকেশন লাইট জ্বলতে থাকবে।
** Split Screen:
এক সাথে একাধিক কাজ করার জন্য রয়েছে Split Screen Option যার মাধ্যমে একাধিক এ্যপস একি সাথে কাজ করতে পারবেন।
** Smart Awake
Display Off থাকা অবস্থায় বিভিন্ন এ্যপস চালু করতে পারবেন এই অপশনের মাধ্যমে।

বেঞ্চমার্ক স্কোর
Primo RX6 এ আমরা এ্যনটুটু এবং গিকবেঞ্চ টেষ্ট করেছি আমি। চলুন স্কোর- গুলো দেখে নেই।

দাম
Primo RX6 এর বাজার মূল্য রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.