নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

ওয়ালটনের স্মার্টফোন, নাকি পাওয়ার হাউজ!!

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫



আবারো হাজির হলাম আপনাদের সামনে মোবাইল বাইং গাইড হিসেবে। আমার আজকের আলোচনায় থাকবে ওয়ালটনের পাওয়ার হাউজ নামে পরিচিত বেশ কিছু স্মার্টফোন নিয়ে। আমার পুরো আলোচনাজুরে থাকবে ওয়ালটনের বিভিন্ন বাজেটের জায়ান্ট ব্যাটারি ব্যাকাপ সাপোর্টেড স্মার্টফোন নিয়ে। ততক্ষন আমার সাথেই থাকুন। আমি আশা করছি আমার পুরো আলোচনার মাধ্যমে আপনারা ওয়ালটনের হিউজ ব্যাটারি ব্যাকাপ যুক্ত স্মার্টফোন গুলো সম্পর্কে পরিস্কার ধারণা পাবেন।

Walton Primo ZX3

Walton Primo ZX3 এখন পর্যন্ত ওয়ালটনের সেরা ফ্ল্যাগশীপ স্মার্টফোন গুলোর মধ্যে একটি। ডিভাইসটির বিল্ট কোয়ালিটি, ক্যামেরা পারফরমেন্স আপনার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। এছাড়া এটি ওয়ালটনের প্রথম ডুয়াল ক্যামেরা যুক্ত স্মার্টফোন। গেমিং এর কথা মাথায় রেখেই ডিভাইসটিতে দেয়া হয়েছে ৪৫৫০ মিলি এ্যম্পিয়ার সুপার্ব ব্যাটারি। ডিভাইসটির বাজার মূল্য রাখা হয়েছে ২৭,৯৯০ টাকা।


Walton Primo ZX3 এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে:
 এ্যন্ড্রয়েড ৭.০ নিওগাট
 ৬৪ বিট ২.৫ গিগাহার্টজ অকটা-কোর প্রসেসর
 এল.পি.ডি.ডি.আর-৪ ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম
 ৬” ফুল এইচ.ডি ২.৫ ডি কার্ভড আই.পি.এস ডিসপ্লে
 বি.এস.আই ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল অটো ফোকাস ক্যামেরা উইথ এল.ই.ডি ফ্ল্যাশ লাইট
 বি.এস.আই ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।

Walton Primo GM3+

মাত্র ৮,৪৯৯ টাকার ডিভাইসে ৪জি কানেকশন সহ ৪০০০ মিলি এ্যম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি এক সময় ছিলো কল্পনার অতীত। আর এই অসম্ভব-কে সম্ভব করে দিয়েছে ওয়ালটন। সম্পূর্ণ দেশীও প্রযুক্তিতে বাংলাদেশেই তৈরী Walton Primo GM3+ এ আরো রয়েছে ৫.৩৪ ইঞ্চি FWVGA+ ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে হালের ক্রেজ ১৮:৯ রেশিও ডিসপ্লে। এ্যন্ড্রয়েড অরিও ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে আরো রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়্যার এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


এক নজরে Walton Primo GM3+

 ৪জি নেটওয়ার্ক সাপোর্টেড।
 ৫.৩৪” ফুল-ভিউ আই.পি.এস ডিসপ্লে
 ২.৫ডি কার্ভড গ্লাস
 ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর
 ২ জিবি ডি.ডি.আর. থ্রি র‌্যাম
 ১৬ জিবি রম
 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
 এ্যন্ড্রয়েড ওরিও ৮.১
 ৪০০০ মিলি এ্যম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি
 ও.টি.জি সাপোর্টেড

ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।

Walton Primo HM4+

আপনারা সবাই জানেন ওয়ালটনের “HM” সিরিজটি মূলত কম দামে পাওয়ারফুল ব্যাটারি সাপোর্ট দিয়ে আসছে সেই প্রথম থেকেই। Walton Primo HM4+ ডিভাইসটিও এর ব্যতিক্রম নয়।
ডিভাইসটির বাজার মূল্য মাত্র ৯,৯৯০ টাকা। ডিভাইসটির রিয়্যার প্যানেলে ইউজ করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়া সেলফি লাভারদের জন্য ফ্রন্ট প্যানেলে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। মূলত যারা হেভি গেমার আর রাফ ইউজার, তাদের জন্য এই ডিভাইসটি বেশ দরকারী, কেননা এই স্মার্টফোনটির ৩৮০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি আপনাকে দিবে সারা দিনের নিরবিচ্ছিন্ন ব্যাকাপ।


এক নজরে Walton Primo HM4+

 ৫.৫” IPS ডিসপ্লে
 ২.৫ডি কার্ভড ডিসপ্লে
 এ্যন্ড্রয়েড ৭.০ নিওগাট
 ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর
 ২ জিবি র‌্যাম, ১৬ জিবি বিল্ট ইন মেমোরী।
 ৩৮০০ এম.এ.এইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

ডিভাইসটির বিস্তারিত তথ্য পাবেন এখানে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.