![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ালটন দিচ্ছে ফিচার ফোনের দামে স্মার্টফোন!
প্রযুক্তির এই বিশ্বে এখন বাংলাদেশও পিছিয়ে নেই। উন্নত দেশ গুলোর মতো ওয়ালটনও পাল্লা দিয়ে বাংলাদেশেই নিজস্ব কারখানায় সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরী করছে স্মার্টফোন। যার ফলে স্মার্টফোন উৎপাদণ খরচ কমে গেছ বহুলাংশে। এছাড়া দেশে উৎপাদন হবার কারণে এক্সপোর্ট করার সময় অতিরিক্ত ভ্যাটও দিতে হচ্ছে না।
যার দরুণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা শহর পর্যন্ত সকল শ্রেনী-পেশার মানুষের হাতেই এখন স্মার্টফোন শোভা পাচ্ছে। আর এই সিংহভাগ কৃতিত্ব ওয়ালটন-কে না দিয়ে পারছিনা।
আজকে আমি আলোচনা করবো ওয়ালটনের এন্ট্রি লেভেলের স্মার্টফোন সম্পর্কে। ততক্ষন আমার সাথেই থাকুন।
Primo E8i
মেইড ইন বাংলাদেশ ট্যাগ যুক্ত দেশীয় প্রযুক্তিতে তৈরী Walton Primo E8i মূলত এন্ট্রি লেভেলের স্মার্টফোন। আর এটাই ওয়ালটনের প্রথম স্মার্টফোন যা বাংলাদেশের নিজস্ব কারখানায় তৈরী। ডিভাইসটিতে রয়েছে ৪.৫” ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর, বি.এস.আই সেন্সর যুক্ত ৫ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এ্যন্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম, ১৭০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি।
ডিভাইসটির বাজার মূল্য ৩৫০০ টাকা। অথচ কয়েক বছর আগেও ৩৫০০ টাকায় নকিয়ার ফিচার ফোনও পাওয়া যেতনা।
এক নজরে Walton Primo E8i
১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
৫১২ মেগাবাইট র্যাম
মালি ৪০০ জি.পি.ইউ
ডুয়াল সিম
১৭০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি
৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী
বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে
Primo E8s
দাম কম হলেও Walton Primo E8s এর ফিচার প্রচুর।
এন্ট্রি লেভেলের এই স্মার্ট ফোনটি-তে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়্যার এবং ফ্রন্ট ক্যামেরা, ৩জি সাপোর্ট, ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর সহ আরো অনেক কিছুই। আর ডিভাইসটির দাম?
মাত্র ৩,৯৯৯ টাকা। এই দামে স্মার্টফোন এক সময় কল্পনাও করা যেতনা।
এক নজরে Walton Primo E8s
৩জি সাপোর্ট
এ্যন্ড্রয়েড ৭.০ নিওগাট অপারেটিং সিস্টেম
৪.৫” ডিসপ্লে
১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর
১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী যা ৬৪ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।
৫ মেগাপিক্সেল রিয়ার +ফ্রন্ট ক্যামেরা।
১৬০০ এম.এ.এইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে
Primo EF7
৪৫০০ টাকা বাজেটের Walton Primo EF7 এর প্রধান আকর্ষণ হলো ১৮:৯ আসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে। ভাবা যায়, এই দামে ইনফিনিটি ফিলিংস।
ডিভাইসটিতে আরো রয়েছে ৪.৯৫” ফুল ভিউ ডিসপ্লে, মালি ৪০০ জি.পি.ইউ, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর, ১ জিবি র্যামে, ৮ জিবি ইন্টারনাল মেমোরী সহ আরো অনেক কিছু। এছাড়া ডিভাইসটির ব্যাটারি ব্যাকাপ দেয়া হয়েছে ২১০০ মিলি এ্যম্পিয়ার।
এক নজরে Walton Primo EF7
এ্যন্ড্রয়েড ৭.০ নিওগাট অপারেটিং সিস্টেম
৪.৯৫” ফুল ভিউ ডিসপ্লে; ২.৫ডি কার্ভড গ্লাস
১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর
মালি ৪০০ জি.পি.ইউ
১ জিবি ডি.ডি.আর ৩ র্যাম এবং ৮ জিবি রম
৫ মেগা পিক্সেল BSI সেন্সর যুক্ত অটো ফোকাস রিয়ার ক্যামেরা ও ফ্রন্টে ২ মেগাপিক্সেল ক্যামেরা
২১০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি
বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে
©somewhere in net ltd.