নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

বাজারে এলো ওয়ালটনের জাভা সাপোর্টেড ফিচার ফোন!

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫




স্মার্টফোনের ভিরে জাভা ফোনের কথা মনে আছে তো আপনাদের?
সেই ২০০৫-২০০৮ সাল পর্যন্ত টানা রাজত্ব করে চলেছিল মোবাইল বিশ্বে। মোবাইল ফোনে বিল্ট ইন এ্যপ ছাড়াও আলাদা ভাবে বিভিন্ন এ্যপস ইনষ্টল করার সুবিধা সর্ব প্রথম নিয়ে আসে জাভা অপারেটিং সিস্টেম। যখন জাভা ফোনের প্রচলন ছিলো তখন মোবাইল বিশ্বে একচ্ছত্র রাজত্ব ছিলো নকিয়ার।
পুরনো কথা থাক। বর্তমান একবিংশ শতাব্দীতে আবারো নতুন করে জাভা অপারেটিং সিস্টেম চালিত ফিচার ফোন নিয়ে আসলো ওয়াল্টন।
আর ডিভাইসিটর নাম OLVIO MM15j.

চলুন শুরু করে দেই আমার আজকের রিভিউ।
এক নজরে অলভিও এমএম১৫জি (Olvio MM15j)
• ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই
• ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড
• ২.৪” কিউ.ভি.জি.এ ডিসপ্লেজাভা সাপোর্টেড
• ডিজিটাল ক্যামেরা
• ১৮০০ মিলি এ্যম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি
• মূল্য : ১,২০০ টাকা মাত্র!

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


মাল্টিমিডিয়া সাপোর্ট:
জাভা সাপোর্টেড ফিচার ফোনটি-তে রয়েছে বেশ কিছু মাল্টিমিডিয়া সুবিধা।
• সাউন্ড এবং ভিডিও রেকর্ডার
• এম.পি.থ্রি, এম.পি ফোর, থ্রি.জি.পি প্লেয়ার
• ওয়্যারলেস এফ.এম রেডিও এবং সাউন্ড রেকর্ডিং সুবিধা।


স্পেশাল ফিচার:
• জাভা সাপোর্ট
• বিল্ট ইন ফেসবুক এবং অপেরা মিনি
• ওয়্যারলেস এফ.এম রেডিও
• কি-প্যাড নোটিফিকেশন লাইট
• টর্চ লাইট


মন্তব্য
আমরা স্মার্টফোনের পাশাপাশি শুধু মাত্র কথা বলার জন্যও ফিচার ফোন কিনে থাকি। সো ১২০০ টাকা দিয়ে এই ফিচার ফোনটি কিনলে কথা বলা ছাড়াও আপনার আরো অনেক জরুরী প্রয়োজন পূরণ করতে সক্ষম হবে এই ফিচার ফোনটি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.