নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo GM3+ (3GB) Hands On Review

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৩



ওয়ালটন প্রিমো জি.এম.৩ প্লাস,মোবাইলের পাওয়ার হাউজ বলতে যা বুঝায় তার সব-ই এ আছে এই ডিভাইসটিতে। জনপ্রিয় এই সিরিজটির ধারাবাহিক সাফল্যের পর আবারো ওয়ালটন নিয়ে আসলো এই সিরিজের আপডেটেড ভার্সন ওয়ালটন প্রিমোজি.এম.৩+ (৩জিবি)।৪জি সাপোর্টেড ডিভাইসটিতে আরো রয়েছে ৪০০০মিলি এ্যম্পিয়ার ব্যাটারি, ফুল ভিউ ডিসপ্লে, ২.৫ডি কার্ভড গ্লাস, ৩জিবি র‌্যাম, ১৬ জিবি রম, ক্যামেরা রয়েছে যথাক্রমে ১৩ এবং ৫মেগাপিক্সেল, ও.টি.জি সুবিধা সহ আরো অনেক কিছু।আশা করি আমার রিভিউ এর পুরোটো সময় জুরে আমার সাথে আপনাদের সময়টা ভালো কাটবে।

ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এর সাথে আপনারা পাচ্ছে
* ইউ. এস বি চার্যার উইথ ডাটা কেবল
* স্ট্যান্ডার্ড ইয়ার ফোন
* সিম ইজেক্টর
* ব্যাক কভার
* ওয়্যারেন্টি কার্ড+সেফটি ইন্সট্রাকশন
* স্ক্রিন প্রোটেক্টর



ডিসপ্লে এবং টাচ
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি)+ তে রয়েছে ৫.৩৪" ফুল ভিউ আই.পি.এস ডিসপ্লে । টাচ বেশ রেছপন্ছিভ এবং ল্যাগ ফ্রি। তবে মাল্টি ফিংগার টাচ সুবিধা পাবেন সর্বোচ্চ ২ আংগুলের।


র‌্যাম এবং রম
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এ রয়েছে ৩ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।


সি.পি.ইউ / জি.পি.ইউ
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এ রয়েছে ১.৩ গিগাহার্টজ প্রোসেসর এবং পাওয়ার ভি.আর রোগ জি.ই৮১০০ জি.পি.ইউ।

গেমিং পারফরমেন্স
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এর গেমিং পারফরমেন্স দাম অনুসারে বেটার লেগেছে আমার কাছে। এসফাল্ট ৮, ফিফা ১৪,১৫, এসফাল্ট নাইট্রা এই গেমস গুলো ১৮:৯ রেশিও-তে খেলে দারুন মজা পাবেন।

আউটলুক
বাংলাদেশেও ভালো মানের স্মার্টফোন তৈরী করা সম্ভব এটা প্রমান করে দেখিয়েছে ওয়ালটন। মেটালিক ফ্রেমে তৈরী ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এর আউটলুক বেশ গর্জিয়াস। ডিভাইসটির ব্যাকপার্ট-টি সম্পূর্ণ এ্যলুমিনিয়াম এ্যালয়। ফলে ডিভাইসটির ডিউর্যাবিলিটি বেশ মজবুত।


ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট প্যানেলে রয়েছে ফ্ল্যাশ লাইট সহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে ডিভাইসটির পেছনের দিকে।
ব্যাকপার্ট-টি নন রিমুভেবল। সিম কার্ড ট্রে রয়েছে ডিভাইসের বাম পাশে উপরের দিকে। ডিভাইসটি-তে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলি এ্যম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।
ডিভাইসটির দৈর্ঘ্য ১৪৪.৭ মিলিমিটার, প্রস্থ্য ৭০ মিলিমিটার এবং পূরুত্ব ৯.৬৫ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৮০ গ্রাম মাত্র। ডিভাইসটির ওজন তুলনামুলক একটু বেশি লেগেছে আমার কাছে।

ইউজার ইন্টারফেস
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এ ইউজ করা হয়েছে এ্যন্ড্রয়েড ৮.১ স্টক ইউজার ইন্টারফেস।

অপারেটিং সিস্টেম
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এ ইউজ করা হয়েছে লেটেস্ট এ্যন্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম।


ক্যামেরা
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমি কিন্তু বেশ সন্তুষ্ট। রিয়্যার প্যানেলের ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট প্যানেলে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে।


স্পেশাল ফিচার:
** নোটিফিকেশন লাইট
** ব্যাটারি সেভার।
** ফ্রন্ট এল.ই.ডি ফ্ল্যাশ
** ও.টি.জি

বেঞ্চমার্ক স্কোর
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এ বেঞ্চমার্ক স্কোর আশাব্যঞ্জক।


দাম
ওয়ালটন প্রিমো জি.এম.৩+ (৩ জিবি) এর বাজার মূল্য রাখা হয়েছে ৮,৫৯৯ টাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.