নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ। › বিস্তারিত পোস্টঃ

Walton Primo G8i Hands On Review

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮



সুপ্রিয় পাঠক বৃন্দ, কেমন আছেন সবাই, নিশ্চয়-ই ভালো।
আবারো আসলাম আপনাদের মাঝে ওয়ালটনের আরো একটি নতুন স্মার্টফোনের রিভিউ নিয়ে। আমাদের আজকের রিভিউ ওয়ালটন প্রিমো জি.৮ আই.
৬,৩৯৯ টাকা মূল্যের এন্ট্রি লেভেলের এই স্মার্টফোন-টিতে রয়েছে ৫.৩৪” ডিসপ্লে, ২ জিবি র‌্যাম, ৮ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা, ১৬ জিবি ইন্টারনাল মেমোরী সহ আরো অনেক কিছু। চলুন বিলম্ব না করে শুরু করে দেই ওয়ালটন প্রিমো জি.৮ আই এর বিস্তারিত হ্যান্ডস অন রিভিউ।

আউট অব দ্য বক্স:
• ওয়ালটন প্রিমো জি.৮ আই হ্যান্ডসেট
• ইউ.এস.বি কেবল
• চার্যার অ্যাডাপটার
• ইয়ারফোন
• ডিসপ্লে প্রোটেক্টর (এ্যাটাচড)
• ওয়্যারেন্টি কার্ড
• সেইফটি ইন্সট্রাকশন
• ব্যাক কভার

একনজরে ওয়ালটন প্রিমো জি.৮ আই
• ৩জি সাপোর্টেড
• ৫.৩৪” ইঞ্চি এফ.ডব্লিউ ভি.জি.এ আ.পি.এস ডিসপ্লে
• এ্যন্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম
• ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
• ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম
• রিয়ারে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
• ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা
• ২২৫০ এম.এ.এইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

ডিসপ্লে এবং টাচ
ওয়ালটন প্রিমো জি.৮ আই এ রয়েছে ৫.৩৪” ইঞ্চি এফ ডব্লিউ ভি.জি.এ আই.পি.এস ডিসপ্লে। ডিসপ্লে ভিজিবিলিটি বেশ ভালো এবং এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে ঠিক লেগেছে আমার কাছে। টাচ বেশ ভালো এবং রেছপঞ্ছিভ।


ইউজার ইন্টারফেস
ওয়ালটন প্রিমো জি.৮ আই এ রয়েছে এ্যন্ড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেম। ইউজার ইন্টারফেস অপটিমাইজড করা হয়েছে স্টক এ্যন্ড্রয়েড ইউজার ইন্টারফেসের আদলে।


আউটলুক
ওয়ালটন প্রিমো জি.৮ আই এর ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরার পাশে রয়েছে প্রক্মিমিটি সেন্সর।

ডিভাইসটির ডান পাশে রয়েছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন পাশাপাশি। পেছনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা।
ইউ.এস.বি চার্জিং পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিয় পোর্ট রয়েছে ডিভাইসের উপরের দিকে। ডিভাইসটির প্রস্থ্য ৭০.৬ মিলিমিটার, দৈর্ঘ্য ১৪৪.৫ মিলিমিটার আর ডিভাইসটির পুরুত্ব মাত্র ৯.৫ মিলিমিটার। ব্যাটারি সহ এই ডিভাইসটির ওজন ১৬০ গ্রাম মাত্র। তবে ডিভাইসটি তুলনামুলক একটা পুরু বেশি।


র‌্যাম এবং রম:
ডিভাইসটিতে রয়েছে ২ জিবি র‌্যাম। এছাড়া ইন্টারনাল মেমোরী রয়েছে ১৬ জিবি যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবো।


সি.পি.ইউ এবং জি.পি.ইউ
ওয়ালটন প্রিমো জি.৮ আই এ ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি টি৮২০ জি.পি.ইউ।


গেমিং
ওয়ালটন প্রিমো জি.৮ আই মূলত এ্যন্ট্রি লেভেলের স্মার্টফোন। ভারি কোন গেম খেলা না গেলেও এসফাল্ট নাইট্রো, ৮, ফিফা ১৪ গেমস গুলো স্মুদলি খেলতে পেরেছি।

বেঞ্চমার্ক
ওয়ালটন প্রিমো জি.৮ আই এর বেঞ্চমার্ক স্কোর কিন্তু দাম অনুযায়ী বেশ ভালো।


ক্যামেরা
ডিভাইসটির রিয়ার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় এল.ই.ডি ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে। রিয়্যার ক্যামেরা দিয়ে এইচ.ডি ভিডিও রেকর্ডিং করা যায়।
সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।


কানেক্টিভিটি
৩জি সাপোর্টেড ওয়ালটন প্রিমো জি.৮ আই এ ২জিও সাপোর্ট করে। এছাড়া ডিভাইসটিতে ওয়াইফাই, ব্লুটূথ ভার্সন ৪, এবং ডব্লিউ ল্যান হটস্পট সুবিধা রয়েছে।
মাল্টিমিডিয়া
এইচ.ডি ভিডিও রেকর্ডিং+প্লে-ব্যাক, রেকর্ডিং সহ এফ.এম রেডিও সুবিধা পাবেন ওয়ালটন প্রিমো জি.৮ আই ডিভাইসে।

ব্যাটারি
ওয়ালটন প্রিমো জি.৮ আই এ ব্যবহার করা হয়েছে ২২৫০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি।

মূল্য:
ওয়ালটন প্রিমো জি.৮ আই এর বাজার মূল্য রাখা হয়েছে ৬৩৯৯ টাক।

মন্তব্য:
৬৩৯৯ টাকার ডিভাইসটিতে ওয়ালটন অনেক কিছুই অফার করছে আপনাকে। এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এই দামে এর থেকে ভালো কিছু মার্কেটে পাবেন না, গ্যারান্টি দিতে পারি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.