![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেভেলপমেন্ট সেক্টরের সাথে জড়িত।
অনেক পথ পাড়ি দিতে গিয়ে আমিও পঙ্গু হয়েছি। কিন্তু এভাবে কোনোদিন ভেঙে পড়িনি। আশ্চর্য এই ছবিটি দেখুন...কেমন লাগবেন জানিনা! আমি বাকরূদ্ধ!
সবার কাছে অনুরোধ মূল ছবিটি থাকলে কেউ শেয়ার করবেন। এই ছবিটিতে শক্তির একটা স্ফুরন ঘটছে বলে মনে হয়। ধন্যবাদ সেই ফটোগ্রাফারকে।
.
.
.
.
এই সেই ছবিটি---
২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: আমি বাকরূদ্ধ
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
ফয়সালরকস বলেছেন:
এর পুরো কৃতিত্ব অবশ্য দিতে হবে...এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা কে!
৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
স্পাইসিস্পাই001 বলেছেন: আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: আমি বাকরূদ্ধ
৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
হাসান মাহবুব বলেছেন: ছবিতে হাত কাটা ছেলেটা শাহবাগ আন্দোলনের অন্যতম সমন্বয়কারী মাহমুদুল হাসান মুন্সীর। ডাকনাম বাঁধন। ব্লগে স্বপ্নকথক নামে লিখতো। ঐটা ব্যান খাওয়ার পর রুদ্রপ্রতাপ এবং সবশেষে নিজ নামে। ছোটবেলায় একটা বোমা বিস্ফোরণে তার হাতের কব্জি উড়ে যায়। কাহিনীটা এখানে পাবেন আরেকটা ছবি, Click This Link
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
ফয়সালরকস বলেছেন:
My goodness হামা ভাই...আমি এই জিনিসটা এতদিন জানতাম না কেন?
আসলে অনেকদিন ব্লগে না থাকলে যা হয় আরকি!
ধন্যবাদ...সবাইকে!
আর ধন্যবাদ মাহমুদুল হাসান কে!
কিন্তু ছবিটা কেমনে তুলল এটা খালি চিন্তা করি।
৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
তিমির বলেছেন: এই ছবিটা তুলছেন কজী সুদিপ্ত http://www.flickr.com/photos/kazi_sudipto/ এই হইল তার ফেবু আইডি Click This Link
৬| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
হাসান মাহবুব বলেছেন: স্যরি ভুল হৈসে! ইনি তো দেখি অন্য একজন মানুষ। আমি বাঁধনরে ভাইবা ভুল করসিলাম।
৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
মিনহাজ শুভ বলেছেন: আপনারাই দেখুন বগুরায় সেনাবাহিনী নেমেছে কি না!
৮| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ফয়সালরকস বলেছেন:
ধন্যবাদ তিমিরদা...
উনি একজন অসাধারন ফটোগ্রাফার!
৯| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
অপটিমাস প্রাইম বলেছেন:
আগেই দেখছিলাম, শিহরিত হইনাই। অনেক অনেক ভাললাগছিল।
অনুপ্রাণিত হইছিলাম। আসলে চাওয়াটা যদি অন্তর থেকে হয়, সফল তখন হইতে বাধ্য।
আবার নোটিফাই করার জন্য ধইন্যা।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০২
ফয়সালরকস বলেছেন:
আমার শিহরিত হওয়ার কারন আছে! ফটোগ্রাফী নিয়ে কিছুদিন
ঘাটাঘাটি করেছিলাম। আমার একটা Nikon ক্যামেরাও ছিল।
কিন্তু মাস পাঁচেক আগে আমার বাসায় একটা ভয়াবহ ডাকাতী হয়। (এ বিষয়ে একটি পোষ্ট দিতে চেয়েছিলাম...কিন্তু জনৈক বন্ধু ব্লগার ফোনে বললেন এটা না করতে। কারন এর পেছনে একটা ভয়ংকর কালো হাতের খেলা ছিল)।
সেই দুঃখ সামলে উঠতে পারিনি। তাই অন্যদের উৎসাহ দেই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
ফয়সালরকস বলেছেন:
এটি আমি সুমন ভাইয়ের একটা গানের ভিডিও থেকে পেয়েছি। তাকে কৃতজ্ঞতা জানাই।
মূল ছবিটা কি কারো কাছে আছে?