![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে প্রচলিত কোন রাজনীতির সাথে জড়িত নই। সুতারং কেহ পক্ষ বা বিপক্ষ ভেবে আমাকে ভুল বুঝবেন না।
গত ২২ জানুয়ারী বেশ কিছু ব্লগার বিভিন্ন ইতিহাস ঐতিহ্যসমৃদ্ধ স্থানে এক আনন্দ ভ্রমনে সারা দিন অতিবাহিত করে। ভোর ছয়টা থেকে এক এক করে মাইক্রোতে উঠেন ব্লগাররা।
ব্লগারদের এ টিম নিয়ে মাইক্রো চলে মানিকগঞ্জের উদ্দ্যেশ্যে। পথিমধ্যে নাস্তার সামান্য বিরতিতে খিচুড়ি খেয়ে একটানা মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়িতে পৌছে ব্লগারদের এ টিম।
জমিদার বাড়ির প্রাসাদের ভেতরে ও বাহিরে বেশ কিছুক্ষন ঘোরাফেরা করেন ব্লগাররা।
এরপর ব্লগারদের এ টিম যায় রামকৃষ্ণ মিশনে।
এখান থেকে এ টিম যায় ইশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে।
এখানে খানিকটা ঘোরাঘোরির পর কাজী নজরূলের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ির উদ্দ্যেশ্যে মাইক্রোযোগে আবারও যাত্রা শুরু হয়।
এই পুকুর ঘাটের সাথে জড়িত আছে কবির জীবনের অনেক স্মৃতি। এখানে বসে তিনি কবিতা লিখেছেন। এ পুকুরে তিনি সাঁতার কাটতেন।
এখান থেকে সবাই প্রবেশ করে জমিদার বাড়ির ভেতরে।
সবাই ঘুরে ফিরে দেখে অবহেলায় পড়ে থাকা এ ঐতিহাসিক স্থানটি। জমিদার বাড়ির ছাদেও উঠেন সবাই। অনেকক্ষন ঘুরাঘুরি হয় এখানে।
তারপর সবাই মিলে মাইক্রো যোগে রওয়ানা হয় যমুনার চরের উদ্দ্যেশ্যে। পথিমধ্যে জুমাহর সালাত সেরে সবাই যমুনার চরের নিকটবর্তী একটি হোটেলে লাঞ্চ সারেন। এরপর নামেন যমুনার চরে।
প্রচন্ড শৈত্ব্যপ্রবাহ থাকলেও ব্লগারদের আনন্দের কোন কমতি ছিলো না।
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩
এম.এইচ.সজিব বলেছেন: নিকটা ছিনে নিন, আমি ছাড়া সবাই অনেক আগে থেকে ব্লগিং করে!
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর বলেছেন ভাই।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
জুন বলেছেন: দেখে মনে হচ্ছে সবাই অনেক আনন্দ করেছেন। ভ্রমনের মত আনন্দদায়ক আর কিছুই না তা যেখানেই হোক। অনেক ভালোলাগা ছবিতে
+
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
এম.এইচ.সজিব বলেছেন: ভালো লাগাতে পারার জন্য ধন্যবাদ!
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
সাইফুল১৩৪০৫ বলেছেন: ঘোরাঘুরির ছবি দেখলে ঘুরতে যেতে ইচ্ছে করে।
২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
এম.এইচ.সজিব বলেছেন: একদিন আয়োজন করুন, কোথাও থেকে ঘুরে আসি!
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
আবু শাকিল বলেছেন: চিনার সুবিধার্থে ব্লগারদের সাথে পরিচয় করিয়ে দেন।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
জ্যানাস বলেছেন: ছবির সাথে জায়গা গুলির সংক্ষিপ্ত বিবরন দিলে আরো ভাল হত। খুব চমৎকার একটা শিক্ষনিয় বিষয় এর আয়োজন করেছেন।
২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
এম.এইচ.সজিব বলেছেন: সময় স্বল্পতার কারণে বিস্তারিত লিখতে পারি নাই!
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
ফেরদৌসা রুহী বলেছেন: দেখলাম আনন্দ ভ্রমণের ছবি কিন্তু কাউকেই চিনতে পারিনি। নাম দিয়ে দিলে চেনার উপায় থাকতো ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
এম.এইচ.সজিব বলেছেন: যারা চেনার তারা ঠিকই চিনতে পেরেছে, আর যারা চিনতে পারেন নাই, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত!
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
সুমন কর বলেছেন: আনন্দ ভ্রমণের ছবিগুলো দেখে ভাল লাগল। যদিও নিকগুলো দিলে আরো ভালো হতো।
**১নং প্রতিউত্তরর যদিও আপনি অন্যভাবে বলে দিয়েছেন।
পোস্টে +।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
আমি তুমি আমরা বলেছেন: ছবিগুলো দেখে ভাল লাগল।সাথে ব্লগারদের পরিচয় জানিয়ে দিলে ভাল হত।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
এম.এইচ.সজিব বলেছেন: যারা চেনার তারা ঠিকই চিনতে পেরেছে, আর যারা চিনতে পারেন নাই, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত!
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৯
রাবার বলেছেন: ভালোলাগলো আনন্দভ্রমন ও ছবি
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
এম.এইচ.সজিব বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
খুব শিগগিরই যাবার ইচ্ছে আছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগারদের নিকটাও বললে ভালো হতো। চেনা যেত।