নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বর্তমানে প্রচলিত কোন রাজনীতির সাথে জড়িত নই। সুতারং কেহ পক্ষ বা বিপক্ষ ভেবে আমাকে ভুল বুঝবেন না।

এম.এইচ.সজিব

আমি বর্তমানে প্রচলিত কোন রাজনীতির সাথে জড়িত নই। সুতারং কেহ পক্ষ বা বিপক্ষ ভেবে আমাকে ভুল বুঝবেন না।

এম.এইচ.সজিব › বিস্তারিত পোস্টঃ

কপি পেষ্ট (যার পূর্বের নাম নকল)

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮


নকল এর আধুনিক নাম কপি পেষ্ট,
২০ বছর আগের কপি পেষ্ট আমরা যখন ছোট ছিলাম তখন কপি পেষ্ট কি বুঝতাম না আমরা বুঝতাম পরিক্ষার হলে ম্যাজিষ্টেট কে ফাকি দিয়ে গাইড বই/কাগজের টুকরো/অন্যের খাতা থেকে দেখে লেখার নাম ই হচ্ছে নকল, যখন আর একটু বড় হই তখন দেখি ভাইয়ার জামা দেখে পাশের বাড়ির আর এক জন জামা তৈরি করলো ঠিক ভাইয়ারটার মতো তার মানে এটাও নকল। কয়েক বছর পর দেখি আমরা যেমন বাড়ী তৈরী করেছিলাম তা দেখে পাশের বাড়ীর আঙ্কেল ও বাড়ী তৈরী করছে, তার মানে এটা ও নকল।
১০বছর আগের কপি পেষ্ট কম্পিউটার শেখার প্রথম দিন স্যার শিখালেন আসল কপি পেষ্ট, সেদিন ছিল মাইক্রোসপট্‌ ওয়ার্ড এর ক্লাস স্যার বললেন একটা লেখা নির্বাচন করে এডিট এ গিয়ে কপিতে ক্লিক করে আবার পুনঃরায় এডিট এ গিয়ে পেষ্ট এ ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, সেদিন বুঝলাম এটা ও নকল।
চলছিত্রে কপি পেষ্ট যখন কোন সিনেমা দেখতে বসি তখন আমার ছোট বোন আগেই বলে দেয় সিনেমার কাহীনি কি হবে, রাগে তাকে একটা থাপ্পর দিয়ে বলি এমন করলে আমি তোর সাথে সিনেমা দেখবো না, ও বলে তুমি না দেখলে ও আমি কিন্তু আগে এই সিনেমা দেখেছি, আমি বললাম সিনেমা মুক্তি পেল আজ আর তুই বললি দেখেসিস তার মানে কি? ও বললো ভারতে এম একটা সিনেমা আছে যা আমি দেখেছি তার মানে এটা তার নকল।
রাজনীতিবিদদের কপি পেষ্ট এক দল যখন বিরোধী দলে থাকে তখন বলে থাকে কেয়ারটোকার সরকার ছাড়া নির্বাচন হবে না, আবার ক্ষমতায় গেলে বলে কেয়ার টেকার লাগবে না অনুরূপভাবে সরকার দল ও একই কথা বলে, তার মানে এটাও কপি পেষ্ট,
ফেসবুক এ কপি পেষ্ট আজকাল আমরা যারা ফেসবুক ব্যবহার করি দেখি আমি কোন কিছু পোষ্ট করলে শেয়ার না করে ডাউনলোড করে হালকা কিছু এ্যাডিটিং করে, আবার কোন কোন ক্ষেত্রে আবার এ্যাডিটিং ছাড়াও নিজের পেজ বা আইডিতে পোষ্ট করে নিজের বলে প্রচার করে, তার মানে এটাও কপি পেষ্ট।
ব্লগে কপি পেষ্ট অনেক নতুন ব্লগার আছে যারা ব্লগ নাম শুনে ব্লগে লেখতে আসে কিন্তু লিখতে পারে না তার ফেসবুক থেকে কপি করে ব্লগে পেষ্ট করে ছেড়ে দেয় তার মানে তার মানে এটাও কপি পেষ্ট।
আগমীর কপি পেষ্ট বর্তমান সরকার ক্ষমতায় এসে কপি করছে.............
১। রাজনৈতিক নেতাদের কে ডান্ডারেডি পরিয়ে অপমান করেছে,
২। বিরোধী দলের কেন্দ্রীয় অফিস ভাংচুর করেছে, বিরোধী দলের মহা-সচিব কে বার বার কারাগারে নিক্ষেপ করেছে,
৩। বিরোধী দলীয় চীপ হুইপ কে রাস্তার মাঝে ফেলে রক্তাত্ত করেছে,
৪। বড় বড় বিরোধী রাজনৈতিক নেতাদের বার বার ডিমান্ডে নিয়েছে।
৫। নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, পুলিশ
৬। বাহীনিকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে
৭। হরতালের সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হচ্ছে।
৮। নাস্তিকদের পক্ষ নিয়ে ইসলামপ্রিয় লোকদের ফাসি দেওয়া হচ্ছে,
তাই আমার মনে হয় এ সরকার যা কিছু কপি করছে, তা পরবর্তী সরকার এসে পেষ্ট করবে।
সবশেষে আমার সবার কাছে বিনীত অনুরোধ কপিপেষ্ট বন্ধ করে নিজে কিছু করুন, নিজের মেধাকে কাজে লাগান, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, দেশ সম্ভৃদ্ধশালী হবে, আপনি ও একজন সৎ মেধাবী হিসেবে আত্মপ্রকাশ করে সমাজে প্রতিষ্ঠিত হউন, এই কামনায়।
আল্লাহ্‌ হাফেজ!
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর যদি ভাল লাগে তাও কমেন্টস করবেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: সরকার সব কপি করছে তার মানে কি সরকারের আগে কেউ তা করেছে।
এভাবেই বাংলাদেশ শেষ হবে।

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

এম.এইচ.সজিব বলেছেন: আগে হয়েছে, তবে বর্তমানে একটু বেশি হচ্ছে!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কপি পেষ্টের আধিক্যে মৌলিকতা হারিয়ে যাচ্ছে।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাস্তিকদের পক্ষ নিয়ে ইসলামপ্রিয় লোকদের ফাসি দেওয়া হচ্ছে

এমন নামগুলো বলেন তো ভাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

এম.এইচ.সজিব বলেছেন: সাংবাদিক মাহমুদুর রহমান!

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই খারাপ কথা। আচ্ছা আর কে কে আছে বলেন তো? শহীদ কাদের মোল্লা ভাইদের কথা বলছেন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.