![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে প্রচলিত কোন রাজনীতির সাথে জড়িত নই। সুতারং কেহ পক্ষ বা বিপক্ষ ভেবে আমাকে ভুল বুঝবেন না।
কমিউনিস্টরা যখনই কোনো দেশের ক্ষমতায় গেছে, কিংবা সুযোগ পেয়েছে, তারা তখন হয়ে উঠেছে হিংস্র, নৃশংসভাবে হত্যা করেছে অজস্র মানুষকে।
আসুন বিভিন্ন দেশে কমিউনিস্ট হত্যাযজ্ঞের একটু হিসেব দেখে নেই-
১) চীনে সাড়ে ৬ কোটি মানুষ হত্যা।
২) সোভিয়েত রাশিয়ায় ২ কোটি মানুষ হত্যা।
৩) কম্বোডিয়ায় ২০ লক্ষ মানুষ হত্যা।
৪) উত্তর কোরিয়ায় ২০ লক্ষ মানুষ হত্যা।
৫) আফ্রিকার বিভিন্ন দেশে ১৭ লক্ষ মানুষ হত্যা।
৬) আফগানিস্তানে ১৫ লক্ষ মুসলিম হত্যা।
৭) পূর্ব ইউরোপের দেশগুলোতে ১০ লক্ষ মানুষ হত্যা।
৮) ভিয়েতনামে ১০ লক্ষ মানুষ হত্যা।
৯) লেটিন আমেরিকার দেশগুলোতে দেড় লক্ষ মানুষ হত্যা। সোভিয়েত রাশিয়ায় লেলিন-স্টেলিনের যুগে চালানো নির্যাতন ও প্রাণহানীর চিত্রটা একটু দেখুন-
ক) ১৯১৮-১৯২২ সালের মাঝামাঝি ‘বিপ্লব’ পরবর্তী সময়ে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় লক্ষ লক্ষ শ্রমিক হত্যা।
খ) কৃষকদের উপর লেলিনের অত্যাচার ও কৃষি ব্যবস্থায় সমাজতান্ত্রিক দর্শন প্রয়োগের ফলে সৃষ্ট দুর্ভিক্ষে ১৯২১ সালে ৫০ লক্ষ লোকের প্রাণহানী।
গ) ১৯২০ সালে ডন কোসাকদের হত্যা ও নির্বাসন।
ঘ) কারাগারগুলোতে ১৯১৮-১৯৩০ সালের মাঝামাঝি হাজার হাজার বন্দিকে হত্যা। ঙ) ‘৩০ দশকের শেষ দিকে সমাজতন্ত্র বিরোধী প্রায় ৬ লক্ষ ৯০ হাজার লোকের গণহত্যা। (১৯৮৮ সালে বেলারুশের রাজধানী মিনস্কের বাইরে প্রায় ৩০ হাজার লোকের একটি গণকবর আবিষ্কৃত হয়। জায়গাটিতে ১৯৩৭-১৯৪১ সালে একটি সোভিয়েত রাজনৈতিক বন্দিশিবির ছিল।)
চ) ১৯৩০-১৯৩২ সালের মাঝামাঝি ২০-৩০ লক্ষ তথাকথিত ‘কুলাকদের’ নির্বাসন। ছ) ১৯৩২ এবং ১৯৩৩ এর দুর্ভিক্ষে ৪০ লক্ষ ইউক্রেনিয়ানসহ ৬০ লক্ষ লোকের মৃত্যু। ঞ) ১৯৩৯-১৯৪১ এবং ১৯৪৪-১৯৪৫ সালে ২ লক্ষ ইউক্রেনিয়ান, ২ লক্ষ ১০ হাজার পোলিশ এবং বাল্টিক সাগর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী ২ লক্ষ লোকের নির্বাসন।
ট) ১৯৪৩ সালে ৩ লক্ষ ৮০ হাজার ক্রিমিয়ান মুসলিম তাতারদের নির্বাসন। এদের মধ্যে ১ লক্ষ ৫০ থেকে ১ লক্ষ ৭০ হাজার তাতার নির্বাসনের প্রথম ২ বছরেই মারা যায়।
ঠ) ১৯৪৪ সালে ৩ লক্ষ ৮৭ হাজার চেচেন মুসলমানদের নির্বাসন।
ড) ১৯৪৪ সালে ৯১ হাজার ইংগুশ মুসলমানদের নির্বাসন।
উপরের জলজ্যান্ত ইতিহাসই প্রমাণ করে কমিউনিস্টরাই সবচেয়ে বড় সন্ত্রাসী।
১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৬
এম.এইচ.সজিব বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ!
২| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৩
জুন বলেছেন: নিজ চোখে এক ভয়ংকর মিউজিয়াম
ক্যাম্বোডিয়ায় চার বছর ত্রাসের রাজত্ব সৃষ্টির খলনায়ক পলপট ও তার কুখ্যাত বন্দী শিবির তোল স্লেং/ এস-২১ জেনোসাইড মিউজিয়ামে এক বেলা ( ছবি আর ইতিহাস)
১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৭
এম.এইচ.সজিব বলেছেন: ধন্যবাদ! লিংকটি দেওয়ার জন্য।
৩| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮
আহলান বলেছেন: ক্ষমতার অপব্যবহার ...
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
এম.এইচ.সজিব বলেছেন: এই জন্য বর্তমান বিশ্বে কমিউনিস্টদের দুরবস্তা..
৪| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ এরপরও জঙ্গী হয় মুসলিমরা ... বদনাম গায় ইসলামের নামে সন্ত্রাসের মিথ্যা অভিযোগ দিয়ে
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
এম.এইচ.সজিব বলেছেন: এককথায় বলতে গেলে মুসলিমদের মানবাধিকার থাকতে নেই.....
৫| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭
খোলা মনের কথা বলেছেন: সব পাখি মাছ খায় নাম হয় মাছরাঙ্গার
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এম.এইচ.সজিব বলেছেন: সহমত!
৬| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪
মিঃ অলিম্পিক বলেছেন: জটিল সব তথ্য...পোস্ট প্রিয়তে।
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এম.এইচ.সজিব বলেছেন: ধন্যবাদ!
৭| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০১
অনিমেষ সাহা বলেছেন: মানুষ আর মুসলিম কি আলাদা ? এখানে লেখক হত্যার ক্ষেত্রে মানুষ আর মুসলিম বললো যেমন : আফগানিস্তানে ১৫ লক্ষ মুসলিম হত্যা আর অন্য ক্ষেত্রে মানুষ। এই পার্থক্য করার কোনো মানে নেই।
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১
এম.এইচ.সজিব বলেছেন: ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, তবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদরে বেশির ভাগ মুসলিম, আর আফগানিস্থানে যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে ১০০% মুসলিম।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৯
অসামান্য আমি বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ