নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ফেসবুকে বন্ধু তালিকায় খুব ভালো-ভালো চিত্রশিল্পী আছেন, যাদের আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে যাই। অসাধারণ প্রতিভা উনাদের, যা আল্লাহ্ দান করেছেন।
হঠাৎ মনে হলো আমিও কি চেষ্টা করবো, যদিও আমার উনাদের প্রতিভার ১০০ ভাগের ০০.০১ নেই তবু অযথায় চেষ্টা, এই যে মনে ভাবনা জাগে তাই!
নিজেকে চেনার চেষ্টা, আসলে জীবনে যা করেছি সবগুলোর সবটুকু করিনি, কিছুটা করেই থেমে গেলাম এবং অন্য দিকে পা বাড়ালাম। অনেকের বেলায় এমন হয় আমিও উনাদের দলে রয়ে গেলাম।
পেন্সিলে কাগজের উপর বাচ্চাদের মতো হাত ঘুরালাম, আর তাতেই সন্তুষ্ট এবং মনকে বুঝাতে পেরেছি "তোমার দ্বারা এই হবে না বরং তুমি কবিতা, ছড়া নিয়েই থাক পারলে কিছু গান লিখতে চেষ্টা করো" বেস আমার হুঁশ এসে গেছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অনেক বেশি বেশি বলেছেন
অজস্র ধন্যবাদ আবার আঁকতে বসবো ইনশাল্লাহ্।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
চাঁদগাজী বলেছেন:
মনোযোগ দিলে আপনি ভালো করবেন; চেস্টা চালিয়ে যান।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ইনশাল্লাহ চেষ্টা করবো তাহলে।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
খায়রুল আহসান বলেছেন: শুরুটা মন্দ হয়নি, চালিয়ে যান।
গুড এফোর্ট!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ধন্যবাদ, আবার চেষ্টা করবো নিশ্চয়।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
সুমন কর বলেছেন: না, না....চেষ্টা করুন। ভালো হয়েছে। +।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অজস্র ধন্যবাদ শুভেচ্ছা রইল প্রিয়।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
জাহিদ অনিক বলেছেন: বাহ ! বাহ ! বাহ !
অনেক অনেক ভাল হয়েছে ! আমি তো তাও পারি না !!
আপনার জন্য শুভ কামনা কবি
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ধন্যবাদ।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
আমার কাছে আপনার প্রচেষ্টা খুবই ভাল লাগল! ব্লগে চিত্রকলার কদর অবশ্যই রয়েছে!
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৩
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অজস্র ধন্যবাদ প্রিয় পাশে থেকে সাহস দিলে সামনে এগুতে পারি।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
মলাসইলমুইনা বলেছেন: "তোমার দ্বারা এই হবে না বরং তুমি কবিতা, ছড়া নিয়েই থাক পারলে কিছু গান লিখতে চেষ্টা করো" | আপনার এই মন্তব্যের (সবটুকু নয় আঁকা সম্পর্কিত অংশের) সাথে খানিকটা দ্বিমত করতেই হলো | আমার আঁকার সাথে তুলনা করি যদি ... আপনি সাক্ষাৎ পিকাসো ! হবে হবে | চালিয়ে যান | হতেই হবে |