নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৫৬ সালে আবদুল জব্বার খানের (মুখ ও মুখোশ) ছবির মধ্যে দিয়ে বাংলা সিনেমার যাত্রা শুরু, তবে প্রথম বাংলা সিনেমা (বর্তমান বাংলাদেশের) বলা চলে অম্বুজপ্রসন্ন গুপ্ত পরিচালিত (সুকুমারী ১৯২৮ নির্বাক সিনেমা)। সেই থেকে বাংলা সিনেমা শুরু, ১৯৭২ সালে মোস্তফা মেহমুদ পরিচালিত (মানুষের মন) সিনেমা দিয়ে স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র নতুন রূপ ধারণ করেন। বাংলাদেশ সৃষ্টি থেকে (১৯৭১-২০১৮) প্রায় আড়াই হাজার চলচ্চিত্র মুক্তি পায়। ২০০৩ সালে তারেক মাসুদের “মাটির ময়না” চলচ্চিত্র দিয়ে শুরু করে অস্কার পুরস্কারে জন্য প্রতি বছর একটি করে সিনেমা অস্কারে পাঠানো হচ্ছে। বাংলাদেশের সিনেমার প্রথম মহানায়ক বলা হয়ে থাকে “নায়ক রাজ রাজ্জাক” কে।
বাংলা চলচ্চিত্রে যাদের অভিনয় মানুষের মনে দাগ কেটে গেছে, বা যারা এখনো মানুষের মনে বসবাস করেন আমার অভিমতে বাংলা সিনেমায় যারা অনেক দিন টিকে থাকবেন যেমন প্রয়াত অভিনেতা সালমান শাহ (১৯৮৬-১৯৯৬) মাত্র দশ বছরে ২৭টি সিনেমায় অভিনয় দক্ষতায় এখনো মানুষের মনে গেঁথে আছেন। প্রয়াত নায়ক মান্না (১৯৮৪-২০০৮) ২৪ বছরের কর্ম জীবনে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। হালের শাকিব খান ১৯৯৯ থেকে (প্রায় ১৮০+) সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। অভিনেত্রীদের মধ্যে শাবানা, মৌসুমী, শাবনূর। খলনায়কদের মাঝে আহামেদ শরীফ/জাম্বু, জিপজল ও মিশা সওদাগর !
ফয়েজ উল্লাহ রবি
১৪ ফেব্রুয়ারি ২০১৯
আগামী পর্বে (বলিউড)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অ সং খ্য ধ ন্য বা দ
শুভেচ্ছা শুভ কামনা রইল ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬
যমুনা পাড়ের বাসিন্দা বলেছেন: সালমানশাহ ২৭ টি সিনেমা করেছেন ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২১
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সালমান শাহ র প্রথম সিনেমা ১৯৯৩ সালে কিন্তু মিডিয়া বা টিভি নাটক থেকেই উনার ক্যারিয়ার শুরু হয়েছে ১৯৮৬ থেকেই।
ধন্যবাদ
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: জানলাম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২১
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অজস্র ধন্যবাদ রাজিব দা।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সহস্র ধন্যবাদ
শুভেচ্ছা শুভ কামনা প্রিয়।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টটি আরো দীর্ঘ হতে পারতো রবিদা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছি, মূল বিষয়েই থাকার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬
ম্যাড ফর সামু বলেছেন: জানা হলো অনেক কিছুই! ধন্যবাদ তথ্যবহুল পোষ্টটির জন্য।