নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সন্তান তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে ফিরে আসতেছে, এর মধ্যে তার স্ত্রী ফোন করে বলেন “বাবাকে সব বুঝিয়ে দিয়েছ তো ? ঈদে ছুটিতে যখন আমরা যাব শুধু তখনই বাড়ীতে নিয়ে আসবো তার আগে যেন উনি না আসে”। সেই লোকটি বলল “না এই সব তো বলা হয়নি”। তখন স্ত্রী বলল “যাও আবার গিয়ে বাবাকে বুঝিয়ে বলে আস এই কথা গুলো”।
কি আর করবে সন্তান বাধ্য হয়ে ফের বৃদ্ধশ্রমে গিয়ে হাজির, দেখতেছে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে তার পিতার খুব হাসি খুশিতে কথা বার্তা বলে খোশ মেজাজে ভিতরে চলে গেলো, ছেলেটির মনে কৌতহল সৃষ্টি হলো, আর মনে মনে খুব খুশি হলো “যাক বাবা তার পরিচিত কোন বন্ধু পেয়ে গেলো ভালোই থাকবে এখানে” বৃদ্ধশ্রমের সেই বৃদ্ধ মালিকের কাছে গিয়ে ছেলেটি জিজ্ঞাসা করে “আচ্ছা আঙ্কেল এখন যে ভিতরে চলে গেছে আপনি কি উনাকে আগে থেকেই চিনতেন, আর উনি কি আপনার খুব ভালো বন্ধু”। বৃদ্ধশ্রমের বৃদ্ধ মালিক বললেন “না আমি উনার বন্ধু নই, উনার সাথে আমার চল্লিশ বছর পর দেখা, চল্লিশ বছর আগে উনার সাথে এক অনাথ আশ্রমের সামনে দেখা হয় এবং পরিচয়। উনার কোন ছেলে-মেয়ে ছিলো না, এক অনাথকে দত্তক নিতে আসেন সেই অনাথ আশ্রমে ...
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৫
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অবশ্য আল্লাতায়ালা এই দুনিয়াতেই অনেক পাপের শাস্তি দিয়ে থাকে! আমরা তা বুঝতে পারি না।
২| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৯
নয়া পাঠক বলেছেন: আকাশ ভাইয়ের সাথে সহমত! আজ তুমি যা করবে অসহায়দের সাথে একদিন সময় আসবে তুুমিও অসহায় হবে!
ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৫
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
যেমন আমি করবো ভবে
তেমন ফলই পাবো,
ভালো-মন্দ সর্ব শেষে
আল্লাহ কাছেই যাবো!
দুইদিনের এই খেলার মাঠে
আমি এক খেলোয়ার,
আমার পাপের ভাগী আমি
বলো দোষ দেবো কার!
পাপ-পুণ্যের এই সঠিক বিচার
আখেরাতে দেবে,
অন্যায় করে ভবের মাঝে
সঙ্গেতে কি নেবে!
৩| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩৮
মা.হাসান বলেছেন: ভালো লেগেছে।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৬
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অজস্র ধন্যবাদ প্রিয়।
৪| ১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪
নাহিদ০৯ বলেছেন: নতুন সংসারে বাবা মা থাকলে সেখানে কুলিয়ে ওঠা সম্ভব নয়। এক্সট্রা খরচ কমাতে আলা করে ছোট সংসার শুরু করে অনেকেই।
কিন্তু আল্লাহ স্বয়ং ঘোষনা দিয়েছেন তোমরা যদি সম্পদ এর বৃদ্ধি চাও তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আর পিতা মাতা কে যে খুশি রাখে আল্লাহ তার কোন প্রয়োজন ই অপূর্ন রাখে না।
আমি নিজেও দেখেছি বাবা মা কে ছেড়ে স্বামী স্ত্রী মিলে দিনরাত পরিশ্রম করেও কুলাতে পারে না। আবার অনেকেই আছে বাবা মা ভাই বোন মিলে সুন্দর সুখের সংসার করছে। অভাব অনটন চোখেই পড়ে না তেমন।
১১ ই মার্চ, ২০১৯ রাত ১:২৩
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
দেয়ার মালিক যে আল্লাহ
নেয়ার মালিক তিনি,
ভুলে যাই আমরা সবাই
রিজিক দেন যিনি!
৫| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।
আমি আল্লাহর কাছে এসব ছেলে মেয়েদের জন্য দোয়া করি যেন আল্লাহ এদের হেদায়েত দান করেন নতুবা,এদের সন্তানরাও যেন একই কাজ করে।
১১ ই মার্চ, ২০১৯ রাত ১:৪৯
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
ছেড়ে ভুল পথটি মানুষ
ফিরে আসুক আলোয়,
জীবন জুড়ে র'বে যে সুখ
ঘিরবে না আর কালোয়!
ধন্যবাদ প্রিয়।
৬| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আসলে কিছু বাপ মা ছেলে মেয়ের সংসারে যে পরিমান অপমান আর লাঞ্ছবার শিকার হয় তার চেয়ে তাদের জন্য বৃদ্ধাশ্রম'ই ভালো।
১১ ই মার্চ, ২০১৯ রাত ১:৫১
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
সেই সন্তান গুলোও জীবনে সেই পথেই ফিরে যাবে বারবার
সময় তখন বড় বেমানান হাসবে লুকিয়ে আড়ালে আবার!
ধন্যবাদ রাজিব দা।
৭| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আসলে কিছু বাপ মা ছেলে মেয়ের সংসারে যে পরিমান অপমান আর লাঞ্ছবার শিকার হয় তার চেয়ে তাদের জন্য বৃদ্ধাশ্রম'ই ভালো।
৮| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৃদ্ধাশ্রম' নামটি শুনলেই বুকটার ভিতর এক অজানা কষ্ট এসে ভর করে, বিষণ্ণতা ঘিরে ধরে, ভাবনার অতলে ডুবতে থাকি, যেন স্তব্ধ হয়ে যায় আমার চারিধার, কি করে মানুষ বাবা মা'কে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, কিভাবে কাটে সেই সন্তানের দিন রাত্রি! আমি ভেবে পাইনা কোন উত্তর।
সুন্দর লিখেছেন, উপকার করলে অপকার হয় তারই প্রমাণ
১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অ সং খ্য ধ ন্য বা দ প্রি য় !
৯| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১:১০
মুক্তা নীল বলেছেন:
মাঝে মাঝে আমার মনে হয় উল্টোটা করলে ভালো হতো এবং
উচিৎ। মা ও বাবা বৃদ্বাশ্রমে না গিয়ে তাঁদের সন্তানদের পাঠানো দরকার। তাহলে হয়ত বুঝতো।
ভালো লাগা রইলো।
১০| ১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩২
আকতার আর হোসাইন বলেছেন: বৃদ্ধাশ্রম'
নামটি শুনলেই বুকটার ভিতর এক অজানা
কষ্ট এসে ভর করে, বিষণ্ণতা ঘিরে ধরে,
ভাবনার অতলে ডুবতে থাকি, যেন স্তব্ধ হয়ে
যায় আমার চারিধার, কি করে মানুষ বাবা
মা'কে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে,
কিভাবে কাটে সেই সন্তানের দিন রাত্রি!
আমি ভেবে পাইনা কোন উত্তর।
আমার ক্ষেত্রেও এমনটা হয়...
একটা মানুষ কিভাবে পারে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে... কল্পনায় আসে না... যাহোক আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক...
পরিতোষ বাড়ৈ এর 'মায়ের চিঠি' বইটি পড়ে এত কেঁদেছি যে বলে বুঝাতে পারব না। বইটি বৃদ্ধাশ্রমের এক মায়ের চিঠি। পুরো বইটিই চিঠিতে শেষ হয়েছে।
বন্ধুর থেকে ধার করে বইটা পড়েছিলাম...
এই বইমেলায় আবারো বইটা কিনেছি... যাতে করে অন্য বন্ধুরা পড়তে পারে...সবার এই বইটা পড়া জরুরী।।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৯
নীল আকাশ বলেছেন: চমৎকার লিখেছেন। ধন্যবাদ। এই সব মহিলার অবস্থা খুব শিঘ্রই হবে এইরকম.........
শুভ কামনা রইল!