![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর
শাহবাগে চলছে আন্দোলন। মিডিয়ায় বেশ জোড়েশোরেই হাইলাইট করছে ক্ষণে ক্ষণে। আমি বলি এমন এক তরফা হাই লাইটের মানেটা কি?
শিবিরকে যদিও আমি সাপোর্ট করিনা। কিন্তু বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যখন শান্তিপূর্ণ হরতাল নিজ চোখে দেখি। আর মিডিয়ায় সেটাকে ঢিলেঢালা হরতাল বলে চালিয়ে দেয় তখন আর কিভাবে চুপ থাকি।
যেখানে বামপন্থিদের হরতালকে কিনা বলে শান্তিপূর্ণ!
জামা'য়াত শিবিরের সাপোর্টার বাংলাদেশে কিন্তু কম নয়। কিন্তু তবুও মিডিয়ায় তাদের যথাযথ হাইলাইট তো দূরের কথা; আদাজল খেয়ে যেন তাদের বিরোধিতায় মিডিয়া কোমড়ে গামছা বেধেছে। এমনটাই অন্তত আমার কাছে মনে হয়। মিডিয়া মূলত হওয়া উচিৎ একটি নিরপেক্ষ গণমাধ্যম।
আগেই বলেছি আমি জামা'য়াত শিবিরের হিতাকাঙ্খী কিংবা শত্রুও নই।
আমার বিরোধীতাটা শুধু মিডিয়ার অমন এক তরফা হাইলাইটেরই বিরুদ্ধে।
আল্লাহ তাদের হেদায়েত দান করুক।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সোজা আঙ্গুল বলেছেন: আমি এখন আর গাঁজা খাইনা। আগেরমতো গাঁজা খাইলে আমিও যাইতাম শাহবাগ, যেমন গেছে অনেকেই। কয়েকজনের ছবি দেখলাম, শাহবাগে মাইক হাতে অবস্থানরত (অতিশয় চু-শীল)- যাদের সাথে আমার গাঁজা আর বাংলা পানি খাওয়ার দৃশ্য আমার পিসিতে আছে চাইলে এখানে আপলোড দিতে পারি।
ভাই মিডিয়াটা বিশ্বব্যাপি এমনই। . . .।
এইতো দেখেন না আপনার পোস্টটার অবস্থা ! তবে আপনার এই পোস্ট এই মিডিয়ায় এখানে মানানসই নয়।