![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের লাশ দাফনের দৃশ্য প্রায় প্রতিটি টিভি চ্যানেলই সরাসরি সম্প্রচার করছে। সব ঠিকই ছিল। কিন্তু দুই মিনিট নিরবতা,একের পর এক গুলি ফুটানো, ভলি ফায়ার না কি কয়(!), স্থির সেলুট প্রদান এগুলা কী? মাথাটা একেবারে গরম হইয়া গেছে। বেচারা মইরা গেছে তো গেছে। তো এতো কাহিনী করার কী দরকার???
কবরে রাখতাছে চাচারে! কবরে দেখি প্রথ্যাত নাস্তিক জাফর ইকবালও নামছে। হাইরে কই যে যাই রে????
এখন তো বাঁশি আর ঢাক-ঢোলও পিটাইতাছে...
আল্লাহই জানে... উনি যেহেতু মুসলিম আছিল- তাই কইতে হয় এসব ধর্ম বিরুদ্ধ। ওনার আরেকটু পরেই খবর হইব।
মুনকার নেকির নামক দুইজন ফেরেশতা আছে বইলা মুসলমানরা বিশ্বাস করে। ওনারা তাকে তিনখান প্রশ্ন করব!!!
তারপরই শুরু হইব ঠেলা কারে কয়???
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: রাস্ট্রীয় মর্যাদা তা একজন দেশের নাগরিক হিসেবে ঠিকই বুঝি। মাগার এসব যে ধর্মের বিরুদ্ধ!!! সেটা কি এই প্রথম জানতাছেন নাকি??? যদি জাইনাও না বোঝার চেষ্টা করেন তাইলে বাপ ওনারে কবর না দিয়া পুইরা ফেলান দরকার আছিল।
বাড়াবাড়ি কিন্তু কোনো ধর্মেই প্রযোজ্য নয়। রাস্ট্রীয় মর্যাদাটা যদি সম্পূর্ণ শরীয়ত মোতাবেক হইত। কতইনা ভাল হত ভাই!
২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
মুহাম্মদ ফয়সল বলেছেন: আপনার প্রানপ্রীয় নেতা জিয়াকেও এভাবেই সমাহিত করা হয়েছিল, তখনতো আপনার পুচ্ছ এত জ্বলে নাই!
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: জ্বিনা ভাই আমার প্রাণ প্রিয় এইডা আপনারে কেডা কইল???
তারপরেও যদি কইরা থাকে তাইলে কমু ঐটাও ঠিক করে নাই।
৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আমি এসব কইলাম দেইখা অনেকের মাথায় দেহি আগুন উইঠা গেছে। ওরে মিয়ারা আমি কি মিথ্যা কিছু কইছিনি?
৪| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
মো কবির বলেছেন:
কথায় আছে না চোরে না শুনে ধর্মের কাহিনী।
নোংরা সব রাজনীতিবিদেরও একই অবস্থা ওদের কিসের ধর্ম আর কিসের কি ?
ঐসব নোংরা রাজনীতিবিদের কোন ধর্ম নেই। আর যদি ধর্ম থাকতই তবে আর দেশের সম্পদ নষ্ট করে এরা ভোগ বিলাসে মত্ত থাকত না, করত না মানুষ মারার রাজনীতি।
আর ওদের লাশ নিয়েও এত কিছু হত না।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: এক্কেবারে হাসা কতা কইছেন ভাই......
৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
সাদেক হোসেন লিটন বলেছেন: আমাদের কিছু করার নাই, কিন্তু আমি এগুলো ঘৃঁণা করি...
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: সহমত!
৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: রাষ্ট্রিয় মর্যাদা আমার মনে হয় জায়েজ। এটা আমি জানিনা, আর আমিতো জাফর ইকবাল স্যারকে খবরে দেখলাম না।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হায় হায়!! কি বলেন? ওনাকে তো আমি স্পষ্ট দেখলাম। পিসিতে ইন্টারনাল টিভি কার্ড ছিল, কিন্তু রেকর্ড করতে মনে ছিল না। এখন দেখছি, না করে ভুলই হয়ে গেছে।
আর জায়েজ আছে না নাই ওটা পরেই দেখি, আগে না হয় দেখি এটা কতটুকু যুক্তিযুক্ত!!! :-< :-< :-<
তাইলেই আসলটা পেয়ে যাব।
কিন্তু তবুও বাঙ্গালী জাতির হুশ ফিরবে কিনা সন্দেহ!
৭| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
আহলান বলেছেন: রাষ্ট্রিয় মর্যাদা কারে কয়? এসব বৃটিশদের বানানো সিস্টেম। একজন মুসলমানকে এইভাবে দাফনের কোন বিধান নাই। বিউগল বাজিয়ে , ফায়ার করে এসব কি কোন সোয়াব বয়ে আনে মাইয়াতের জন্য? এবসবের পরিবর্তন হওয়া দরকার ....
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: এক্কেবারে মনের একখান কথা কইছেন ভাই। আসলে এগুলা ইছালে গজব বা আজাব
৮| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
শান্ত কুটির বলেছেন: ভাই আমার একটা প্রশ্ন ছিল। আজ বাদ জুম্মা সারা দেশে লাখো লাখো মসজিদে কোটি কোটি মানুষ মহামান্য রাস্ট্রপতির জন্য দোয়া করেছে। তো আল্লাহ কি এই কোটি মানুষের দোয়া শুনে মহামান্য রাস্ট্রপতিকে মাফ করে দেবেন নাকি দশজনে মিলে বন্দুক ফুটাইলো আর পাচজনে বাশি বাজালো এটার জন্য আজাব দিবেন? কোনটা?
আপনারা সবসময় ইসলামের নেতিবাচক দিকগুলোই কেন তুলে ধরেন বুঝিনা। আপনারা কি জানেন না আল্লাহ অসিম দয়ালু ও ক্ষমাশীল? আমরা রাষ্ট্রপতির রুহের মাগফেরাতের জন্য দোয়া করেছি আবার রাস্ট্রের প্রটোকল মেনে সম্মান জানিয়েছি এখন আল্লাহই বিচার করার মালিক তিনি কোটি জনতার দোয়া শুনবেন নাকি পাচজনের বাজানো বাশি শুনবেন।
৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আপনার সুন্দর ভাষায় কমেন্ট করার জন্য আন্তরিক মোবারকবাদ!
ভাই! আপনার কথা ভালই লাগল। আমি নিজেও আজ তার জন্য দোয়া করেছি।
তবে ভাই, আল্লাহ কি কোথাও এভাবে বলেছে-কারও জন্য শুধু দোয়া করলেই তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আর সে জান্নাতি হয়ে যাবে। যদিও বা জীবনভর ঐ প্রভূর আদেশ পালন না করুক??
আসলে ভাই! কিছু রেওয়ায়েত অনুযায়ী এমন কথা যদিও বা পাওয়া যায় তবে মূল কথা হলো-তার নিজের আমল। নিজে যতটুকু আমল করবে তার উপরই ওনার হিসাব হবে।
আর যারা ঐখানে গেছে তাদের অধিকাংশই নাস্তিক, ধর্মদ্রোহী বা আল্লাহর আদেশের মোটেই তোয়াক্কা করে না। একারণেই তো আজ দেশের এই করুণ পরিণতি।
যদি তারাও আজ ভাল হত, তাহলে আর এই দেশে আর কোনো অশান্তি থাকতনা। ওনারা দুর্ণীতি করতে পারত না। দেশে এত হানাহানি হত না।
আর আল্লাহ তা'য়ালা যদি নিজ অনুগ্রহে মাফ করেন তাহলে আলহামদুলিললাহ।
আমরাও সেই অনুগ্রহের প্রত্যাশী।
আর যদি ওনার লাশকে ঘিরে কোনো গুনাহের কাজ হয় তাহলে সেই লাশও কষ্ট পায়। এ ব্যাপারে স্পস্ত দলীল আছে।
ধন্যবাদ ভাই আপনাকে...
১০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
সাদা কলো বলেছেন: লেঞ্জা লুকাইয়া রাখা আসলেই কঠিন কাজ রে ভাই। নারায়ে তাকবীর.
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ঠিকই কইছেন ভাই।
আমাগো কপালটাই আসলে খারাপ....!!!
১১| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আজব.............
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
মুহাম্মদ ফয়সল বলেছেন: আপনার এত জ্বলার কারনটা বুঝতে পারলাম না। এটা রাস্ট্রীয় মর্যাদায় দাফন, এখানে অতিরিক্ত কিছুতো হচ্ছে না। নাকি রাস্ট্রীয় মর্যাদায় দাফন এই প্রথমবার দেখছেন?