নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূখাপেক্ষী শুধুই প্রভূর দুয়ারে...

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy

মুহাম্মদ ফজলে রাব্বী

মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর

মুহাম্মদ ফজলে রাব্বী › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামের আজকের লংমার্চ বনাম মিডিয়া

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

শাপলা চত্বরে চলছে হেফাজতে ইসলামের লংমার্চ ও মহাসমাবেশ। গতকাল থেকেই ঢাকায় সেখানে লাখ লাখ ইসলামপ্রিয়, নবীপ্রেমী তৌহিদী জনতা অবস্থান করছেন। গত কিছুদিন হলই হেফাজতে ইসলামের আন্দোলন দেখে কিছু সরকারী দলগুলোর দুঃখজনক ভাবে আজ হরতাল ডেকেছে। হেফাজতে ইসলামের একমাস আগের ঘোষিত লংমার্চ অবরোধ করতে তারা হাস্যকরভাবে হরতাল ডেকেছে। এটাও নিছক নাশকতামূলক আচরণ বলে অনেকেই মনে করছেন।



লংমার্চ বলতে গেলে শান্তিপূর্ণভাবেই চলছে এতে কোনো সন্দেহ নাই। তবে অবাক হবার বিষয় হল, বাম ঘরানার কিছু মিডিয়া এটাকে লাইভ দেখানো তো দূরে থাক তারা খবরেও আসল ব্যাপারটা প্রকাশ করছেন না। যেখানে দু'চার-শ শাহবাগী থাকলে চ্যানেলগুলো লাইভ দেখানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে। কিছুক্ষণ আগে এমন কথাও শোনা গেল যে, সরকার সমস্ত মিডিয়ায় লাইভ বা খবরে দেখানো বন্ধের জন্যে মিডিয়াগুলোতে শক্ত হুশিয়ারী দিয়েছেন। মিডিয়া, প্রশাসন বিভিন্ন নাশকতামূলক আচরণ হেফাজতদের মাঝে সুঁই খোঁজা খুঁজছেন। সরকারী দলের অনেকেই এমন কিছু ঘটনা ঘটানোর জন্য তৎপর রয়েছেন।

যাই হোক, কিছূ মিডিয়া এ ব্যাপারে সাহসী ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ...

মিডিয়াগুলোর কাছে আমার প্রশ্ন, শাহবাগে যখন দেশের সহজ সরল আবাল-বৃদ্ধা-বণিতা সবার ঢল নামে তখন মিডিয়াগুলোর নাচানাচি ছিল দেখার মতো। কিন্তু আজ যখন হেফাজতের লংমার্চে দেশের সকল আঁনাচে-কাঁনাচে থেকে লক্ষ লক্ষ তৌহিদী জনতা অংশগ্রহণ করে তখন তোমার নাচানাচি কোথায় গেল????????

শাহবাগের চেয়ে আজকের লংমার্চকে কোনক্রমেই ছোট করে দেখার অবকাশ নেই। বিশ্বাস না হলে এসেই দেখতে পারেন। লক্ষ লক্ষ ঈমানদার মানুষের ঢল নেমেছে এখানে। কর্তৃপক্ষদের দাবি ২৫ লক্ষ মানুষের সমাগম হয়েছে ঢাকার শাপলা চত্বরে। তবে উপস্থিত সংখ্যা যাই হোক, হরতাল ডেকে লংমার্চ পন্ড করার এমন পায়তারা না করলে গোটা দেশসহ বিশ্ব যে হেফাজতে ইসলাম কাঁপাতো এতে কোনো সন্দেহ নাই।

যাই হোক, এই পোস্টের উদ্দ্যেশ্য জনসাধারণকে আজকের লংমার্চ সম্পর্কে সামান্য ধারণা প্রদানের জন্য।

বি.দ্র. জানিনা এই পোস্ট থাকবে কিনা। সামু মডুদের নিকট আমার বিনীত আবেদন, পোস্টটি মোছার একান্তই প্রয়োজন দেখা দিলে দয়া করে একবার ভেবে নিবেন।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক

আর ইসলামের নামে কোন সরকারি দালাল বা ভন্ড কে যে দেশের মানুষ ভালোবাসেনা তা ও প্রমান হয়ে গেছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ঠিকই বলেছেন ভাই @আরমান। সম্ভবত এখন সরকারের পায়ে নিচে মাটি :( :( :( নেই

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

বুলবুল আহ্‌মেদ বলেছেন: জাজাকাল্লাহ খায়ের
নারায়ে তাকবীর
আল্লাহু আকবার !

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ও ইয়্যাকা আইযন।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

শিব্বির আহমেদ বলেছেন: অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক

আর ইসলামের নামে কোন সরকারি দালাল বা ভন্ড কে যে দেশের মানুষ ভালোবাসেনা তা ও প্রমান হয়ে গেছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ইসলামের নামে কোন সরকারি দালাল বা ভন্ড কে যে দেশের মানুষ ভালোবাসেনা তা ও প্রমান হয়ে গেছে।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লামা , মাওলানা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি
কবি ও ইসলামি দার্শনিক ।


হে মুসলিম জাতী চিত্তে ভয় জাগে আজি কার
প্রান সঞ্চারে দেখায় যিনি পথ শেখায় চলিবার

সংকটে বেভুলে যিনি জ্বালে জ্ঞানের আলো
মুক্তির বারতায় , অন্ধ পদধলে দেখ সব ভালো ।

জগতের মাঝে কত কারুকাজে যত সৃষ্টি সম্ভার
সকল নিপুনে সুক্ষ অভিযানে চেনায় বান্ধাকে আগুসার ।

তথ্য ও ভাবে পরিবেশ স্বভাবে সাজায়ে এক বাধন
হে বিধাতা কত না ক্ষুত্রতে বান্ধায় হও আপন ।

যুগে যুগে চিনতে তোমায় দিয়েছ বানী কিতাবে
কত নবী রাছুল ভেঙ্গে দিয়ে ভুল দিক দেখায়ে গেল মানবে ।

যারা সত্য বানী আঁকড়ে ধরে নিকটতম পাইল তোমায়
সাধু সজ্জন অলি আউলিয়া তারাই মুমিন সততায় ।

আর নাফরমান শয়তান ভ্রান্তিতে গড়া যার সব কাজ
হৃদয়ে কুহক জাগার অন্ধ অহমিকায় ভাঙ্গে সত্য সমাজ

ইবলিশ থেকে পানাহ চাই ভয়ে খোদার দরবারে লুটাই
দয়াল নবীজীর আদর্শ গড়ি ইসলাম সেথা খুজে পাই ।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন:
হে মুসলিম জাতী চিত্তে ভয় জাগে আজি কার
প্রান সঞ্চারে দেখায় যিনি পথ শেখায় চলিবার

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

পেপার চেজ বলেছেন: আল্লাহ তার নিজের ধর্ম ইসলাম নিজেই রক্ষা করবেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হুমম! তবে সেটা অবশ্যই মুসলিমদের মধ্য থেকে কোন এক হক্ব দল দ্বারা।
আপনার কাছে একটা প্রশ্ন ভাই@পেপার।
#মহানবী সা. কেন নিজে উপস্থিত থেকে ২৩ জিহাদ সম্পন্ন করেছেন???
অবশ্যই তা ইসলাম ও দ্বীন হেফাজতের জন্য।
এইবার বুচ্ছেননি??

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

ফার্ুক পারভেজ বলেছেন: সরকারের লেজে আগুন ধরে গেছে। এজন্য অযথা লাফালাফি করছে।

তবে মোদ্দা কথা হল ঈমানের শক্তি নিয়ে যারা ময়দানে নেমেছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দান ছাড়বেনা এতে কোন সন্দেহ নেই।

নারাহে তাকবীর আল্লাহু আকবার
ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: কিবা কিবা জানি ঠেকতাছে আইজকা দেহি ইসলামের বিরুদ্ধে কোন লেখা নাই । সবাইকি মুসলমান হইয়া গেল নাকি ?

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

সাফায়াত কাদির বলেছেন: মিডিয়ার কি নির্লজ্জ পক্ষপাতিত্ব!!! আপনাদের মতামত কি?

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আজ ইসলামী তাহজীব তামাদ্দুন রক্ষার ঈমানী দায়িত্ববিধা থেকেই আমীরুল মুসলিমীন আল্লামা শাহ আহমদ শফী সাহেব দা. বা. -এর ডাকা একটি আন্তর্জাতিক লংমার্চ হয়ে গেলেও দুঃখজনক ভাবে দিগন্ত টিভি ছাড়া অন্য কোন মিডিয়ায় হেফাজতে ইসলামের ডাকা লংমার্চ হাইলাইট করেনি।
যেখানে ৩০-৪০জন শাহবাগী নামক তথাকথিত কিছু কুলাঙ্গারদের সমাবেত হলেই মিডিয়াগুলো গাঁজাখোরের মতো লাইভ দেখাতে লাগেন সেখানে হেফাজতে ইসলামের লংমার্চকে বিরতিহীন ভাবে লাইভ দেখানো উচিৎ ছিল মিডিয়াগুলোর।
সেখানে হেফাজতে ইসলামের লংমার্চ ৩-৫ মিনিটের উর্দ্ধে দেখিয়েছে বলে মনে হায় না।
অতএব এসব পরিহার করা কী ঈমানী দায়িত্ব নয়???
মুসলিম জাতির কাছে আমার প্রশ্ন???????
আমার কাছে যে সমস্ত মিডিয়াগুলো একপেশী খবর পরিবেশন করে বলে মনে হয়-
১)বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)
২)ইন্টিপিন্ডেন্ট
৩)এটিএন নিউজ
৪)এটিএন বাঙ্গলা
৫)সময়
৬)একাত্তর
৭)মাছরাঙ্গা
৮)মাই টিভি
৯)একুশে
১০)এনটিভি
১১)চ্যানেল আই

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

আদরের সন্তান বলেছেন: কিবা কিবা জানি ঠেকতাছে আইজকা দেহি ইসলামের বিরুদ্ধে কোন লেখা নাই । সবাইকি মুসলমান হইয়া গেল নাকি ? কোডাই গেলা ওগো নাস্তিকা/হাম্বালীগ সাহস থাকলে খাড়া অইয়া পড় শাপলা চত্তরে । আর আমগর ডাঃ সরকারো জানি কোডাই গেল হেরেওতো কুইজ্জা পাইতাছিনা আমি কতন কুজলাম আমার খাটের নিচে ।

মাহান আল্লাহ আছেন আমাদের সাথে । নাস্তিকদের স্থান এই বাংলাদেশতো দুরের কথা পৃথিবীর মাটিতেও হবে না ইনশাআল্রাহ ।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: কিবা কিবা জানি ঠেকতাছে আইজকা দেহি ইসলামের বিরুদ্ধে কোন লেখা নাই । সবাইকি মুসলমান হইয়া গেল নাকি ?


মাহান আল্লাহ আছেন আমাদের সাথে । নাস্তিকদের স্থান এই বাংলাদেশতো দুরের কথা পৃথিবীর মাটিতেও হবে না ইনশাআল্লাহ।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

0গাংচিল বলেছেন: অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক

আর ইসলামের নামে কোন সরকারি দালাল বা ভন্ড কে যে দেশের মানুষ ভালোবাসেনা তা ও প্রমান হয়ে গেছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আর ইসলামের নামে কোন সরকারি দালাল বা ভন্ড কে যে দেশের মানুষ ভালোবাসেনা তা ও প্রমান হয়ে গেছে।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

প্যারাসিটামল বলেছেন: নারায়ে তাকবীর আল্লাহু আকবার , ইসলামের. জয় হোক। নাস্তিক রা নিপাত যাক।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: নাস্তিকনামের ধর্মোদ্রহী কুলাঙ্গারদের ফাঁসি চাই।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

নায়করাজ বলেছেন: আপনার প্রিয় চ্যানেলের একটা তালিকা দিন। একটু জানি কোন মিডিয়াগুলো নিরপেক্ষ।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: অধিকাংশ মিডিয়াগুলোই বাম ঘরানার এবং সরকারীদলীয় মামু বুঝলেন???
যদি ঐ মিডিয়াগুলোর মতো আপনিও চোখে রঙ্গীন চশমা আইটা না থাকেন তাইলে আশা করি একটু হইলেও আফনের প্রশ্নের উত্তর পাইবেন নায়করাগ সাব :#> :#> :#>

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

ফার্ুক পারভেজ বলেছেন: যারা, সত্য বিরোধী, অসত্যের পূজারী, স্বার্থান্বেষী তারা তো চোখে রংগীন চশমা লাগায়ে রাখবেই আবার নিরপেক্ষ চ্যানেলের লিস্ট চায়..... ধিক্কার তাদের প্রতি

একটা কথা মনে করিয়ে দিতে চাই সত্যের পক্ষে অনেক বেশি প্রচারনা লাগেনা
মানুস সত্যকে নিজ থেকে চিনে নেয়। এটাই সত্যের চির অম্লান শক্তি।

সত্য যখন মিথ্যার সামনে এসে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় , কারন মিথ্যা তার প্রকৃতিগত কারনেই বিলুপ্ত হবে।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: যাথার্থই বলেছেন ভাই@কথাটা স্বরণ করিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.