নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূখাপেক্ষী শুধুই প্রভূর দুয়ারে...

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy

মুহাম্মদ ফজলে রাব্বী

মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর

মুহাম্মদ ফজলে রাব্বী › বিস্তারিত পোস্টঃ

সাহসের বাতি ঘর, বাতিলের হুঙ্কার, সত্যের পথের লড়াকু সৈনিক মাহমুদুর রহমান কখনো নামাজ কাযা করেননি-বাবু সঞ্জীব চৌধুরী

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৩

সাহসের বাতি ঘর, বাতিলের হুঙ্কার, সত্যের পথের লড়াকু সৈনিক মাহমুদুর রহমান কখনো নামাজ কাযা করেননি।

চরম অসুস্থতা থাকা সত্বেও তিনি ইচ্ছাকৃত কখনো নামাজ ত্যাগ করেননি।

এমনটাই জানালেন আমারদেশ পত্রকার সহকারী সম্পাদক বাবু সঞ্জীব চৌধুরী। মূলত সরকার আমার দেশ পত্রিকা বন্ধ করার মাধ্যমে দেশে বাকশাল কায়েম করতে চান সেজন্যই তারা বিনা কারণে আমার দেশ পত্রিকা ও মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছেন।

অসাধারণ এই ভিডিওটি আমি পেয়েছি ফেসবুকে। ইচ্ছা হলে দেখতে পারেন।

আর ভাল লাগলে তা ডাউনলোডও করতে পারেন।

ভিডিওটি দেখুন এখানে

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

পুংটা বলেছেন: অসাধারণ ভিডিও.. =p~

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩২

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হুমমম!!!!

২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২১

আমি শুধুই পাঠক বলেছেন: যেই লোক পবিত্র কাবা শরীফ নিয়ে মিথ্যা বলতে ও লেখতে পারে তার চেয়ে বড় মুনাফেক আর কে হতে পারে???

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: এটা জামা'য়াত শিবিরের চাল হতে পারে। তবে শুধু এই একটি কারণেই তাকে আমি খারাপ বলতে পারি না।
দৈনিক প্রথম আলো দিনে দুপুরে সত্যকে চাপা দিচ্ছে এ ব্যাপারে কী বলবেন?

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

মিতাহামিদা০০৭ বলেছেন: বাবু সঞ্জীব চৌঃ কে ধন্যবাদ !তাঁর সুন্দর ও সত্যবাদিতার প্রকাশের জন্য ! আল্লাহ্‌ তাকে দির্ঘজিবি করুন !

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আমীন! আমি তাকে খুব কাছে থেকে দেখেছি। অসাধারণ একটা লোক। ন্যায়ের পথে মাহমুদুর রহমানের মতো সেও যেন অবিচল।

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

মোহাম্মদ হারুন বলেছেন: এখানে কেউ তার ব্যাক্তিগত জীবণ নিয়ে প্রশ্ন বা বির্তক করেনি।

তিনি নামাজ পড়ে ভাল কথা, প্রত্যেক মুসলমান নামাজ পড়ে এবং পড়বে , পড়তে থাকবে ,

মুসলমান নামাজ পড়বে এটা একটা স্বাভাবিক, এটা বিজ্ঞাপন আকারে প্রচার করার মত কিছু ঘটেনি,


২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হুমমম! একেবারে ঠিক বলেছেন। কিন্তু সমস্যা হলো ওনাকে অ্যারেস্ট সময় উনি দু'রাকাত নফল নামাজ আদায় করতে চেয়েছিল। কিন্তু কিছু বিতর্কিত মহল এ নিয়ে ব্যাপক হাসি ঠাট্টা করে। বলে- যে ব্যাক্তি আসল নামাজই আদায় করে না তার আবার নফল নামাজ। নাউযুবিল্লাহ।
তাদের ভুল ভাঙ্গানোর জন্য এই পোস্ট।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

পুংটা বলেছেন: তবে ভাই,, :ঢাকা শহরে এত গ্রীন আসলো কোথা থেকে?" এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনও আমরা পায়নিB-))

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আমিও না। |-) |-) |-) |-) |-)

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

স্বাধীকার বলেছেন:
বাকশালী স্বৈরাচারীর ভিত নাড়নো মাহমুদুর রহমান সাহসের বাতিঘর।

একজন মাহমুদুর রহমানের বিরোদ্ধে-----------
বাকশালী সরকার
বাকশালী আম্লীগ
দলকানা ব্লগার
এতিম বাম-আম।

তবু আইনের পথে অগ্রসর হয়ে পত্রিকা বন্ধ করতে পারেনি, ক্ষমতার জোরে পত্রিকা বন্ধ করার পর যেসব বিবেক এটিকে ঘৃণা করেনা, প্রতিবাদ জানায় না তাদের ‍মুখে মুক্তচিন্তা, স্বাধীনতা, চেতনা, মুক্তিযুদ্ধ এসব শুনলে প্রশ্রাব করে দিন। মুক্তিযুদ্ধের চেতনায় যে সাম্যের কথা বলা হয়েছিলো সেটিকে নিজ হাতে হত্যা করতে বাকশালী শুয়োরেরা।
সকল প্রতিকূলতা সরিয়ে বাংলার মানুষ মাহমুদুর রহমানকে একদিন জেল থেকে বের করবে, সেই স্থানে বাকশালী স্বৈরাচারীদের জায়গা হবে। দীর্ঘজীবী হোক মুক্তমিডিয়া, দীর্ঘজীবী হোক মানবতা, সাম্য ও স্বাধীনতা। মুক্তিপাক গণতন্ত্র স্বৈরাচারের বিষাক্ত থাবা থেকে।

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাল কথা।
মুখে দেখি ক্লিন শেইভ, সুন্নতি দাড়িটা রাখলে কি ক্ষতি হতো?
ঠিকই তো বেগানা নারীর জন্য লড়ছেন। (ইসলামে নারী নেতৃত্ব হারাম)

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হুমমম! দাড়িটা রাখলে পরিপূর্ণতা পেত, আর এর ফল তাকেই বহন করতে হবে।কিন্তু সমস্যা হলো ওনাকে অ্যারেস্ট সময় উনি দু'রাকাত নফল নামাজ আদায় করতে চেয়েছিল। কিন্তু কিছু বিতর্কিত মহল এ নিয়ে ব্যাপক হাসি ঠাট্টা করে। বলে- যে ব্যাক্তি আসল নামাজই আদায় করে না তার আবার নফল নামাজ। নাউযুবিল্লাহ।
তাদের ভুল ভাঙ্গানোর জন্য এই পোস্ট। আর উনি কোন দল করে না করে এ ব্যাপারে আমি কথা বলতে চাই না।
তবে উনি যে সারা জীবন আওয়ামী বাকশাল শাসনের কট্টর বিরোধীতা করেছেন বলেই আজ ওনার এই পরিণতি.

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫

ধীবর বলেছেন: ই একজন মানুষ যখন ধনে বলে মিডিয়ার পৃষ্ঠপোষকতায় পুস্ট একটি মহিরুহকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তখন বুঝায় যায়, কতটা মিথ্যার উপর সেই মহিরুহ দাঁড়িয়ে ছিল। আর তার প্রতি নিতান্তই অসভ্যের মত নাম বা ছবি বিকৃতকরণের হুজুগ দেখে বুঝাই যাচ্ছে যে, কাদের স্বার্থে আঘাত লেগেছে।

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: সহমত ভাই! মূল্যবান কমেন্টের জন্য মোবারকবাদ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: ই একজন মানুষ যখন ধনে বলে মিডিয়ার পৃষ্ঠপোষকতায় পুস্ট একটি মহিরুহকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তখন বুঝায় যায়, কতটা মিথ্যার উপর সেই মহিরুহ দাঁড়িয়ে ছিল। আর তার প্রতি নিতান্তই অসভ্যের মত নাম বা ছবি বিকৃতকরণের হুজুগ দেখে বুঝাই যাচ্ছে যে, কাদের স্বার্থে আঘাত লেগেছে।
----সহমত

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ধন্যবাদ

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ভাই রেডওয়ান। ব্লগের নীতিমালা লংঘনের জন্য আপনার কমেন্ট ডিলেট করা হয়েছে। দুঃখিত। |-) |-) |-) |-)

১১| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

চাণক্য হিম বলেছেন: বাকশাল জিনিসটা কি? একটু বুঝিয়ে বলবেন? :||

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

পিচ্চি পোলা বলেছেন: এই রামছাগলটার ডিম থেরাপির খবর কি কোনো পত্রিকায় বিস্তারিত এসেছে? শ্লা ভন্ডটারে ফাঁসি দিয়ে মারা উচিত /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.