নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূখাপেক্ষী শুধুই প্রভূর দুয়ারে...

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy

মুহাম্মদ ফজলে রাব্বী

মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর

মুহাম্মদ ফজলে রাব্বী › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীরে কইতাছি:|:|:|

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

নানান জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় অষ্টম বাংলাদেশ জাতীয় গেমের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। কিছু চ্যানেল লাইভও দেখাচ্ছে। অনুষ্ঠানে কিছু পাগল দুধ না খাওয়া ছাগলের বাচ্চার মতো অনবরত লাফ ঝাপ করছে। দেখে অনেকটা মায়াও হচ্ছে বটে!

শেখ হাসিনারে কইতাছি-মাননীয় প্রধানমন্ত্রী! দয়া করে এই সব পাগলামি বন্ধ করেন। জনগণের টাকা চুষে খেয়ে কোটি কোটি টাকা বাজেট করে এগুলোর কোন মানে হয় না। শোয়ার আগে ঢাকার ফুটপাটগুলো ঘুরে আসার আহ্‌বান করছি তবুও যদি আপনার মস্তিষ্কে সুবুদ্ধির উদয় হয়। আজ রাত্রেও কত মানুষ অনাহার অর্ধাহারে ক্ষুদার্থ পেট নিয়েই হয়তবা কোন গাছতলায় ঘুমিয়ে পড়বে। আর আপনি আছেন এই সব আউঝা ঝাউলা কারবার নিয়ে?

আরও দুঃখ, অনুষ্ঠানে সব কার্যকলাপ বলতে গেলে ধর্মেবিরোধী। আর আপনাগো নেতা কয় আপনি পাঁচ ওয়াক্ত নামাজ-কালাম মাঝে মাঝে আবার হজ্বও নাকি পড়েন। আপনার ঐ নামাজ কেবল গাঁজা টেনে ঘুমিয়ে ঘুমিয়েই সম্ভব।

নাকি বলেন আপনারা?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কথা
ক্ষমতায় গিয়ে ভুলে মজলুমদের
আর আনন্দে ভাসিয়ে গাঁ
বিক্রি করে মানবতা দৃষ্টি থাকে লোভের

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: যথার্থই বলেছেন ভাই@পরিবেশ বন্ধু।
ধন্যবাদ।

২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

বোকা_ছেলে বলেছেন: দেশ মদিনা সনদ অনুযায়ী চলছে।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: গাঁজা টানা কথা এগুলা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.