নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূখাপেক্ষী শুধুই প্রভূর দুয়ারে...

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy

মুহাম্মদ ফজলে রাব্বী

মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর

মুহাম্মদ ফজলে রাব্বী › বিস্তারিত পোস্টঃ

অনশন ভেঙ্গেছেন বাংলার বাঘ

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

অবশেষে অনশন ভাঙলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সত্যের পথের লড়াকু সৈনিক মাহমুদুর রহমান। বিকালে তার মা মাহমুদা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার অনশন ভাঙান। আজ দুপুরে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী অনশন ভাঙতে মাহমুদুর রহমানকে অনুরোধ করে চিঠি দেন। এরপর বিকালে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। এর আগে মায়ের অনুরোধেও অনশন ভাঙেননি মাহমুদুর রহমান। মায়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেয়া এবং গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তির দাবিতে রিমান্ডে থাকা অবস্থায় অনশন শুরু করেন মাহমুদুর রহমান। রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় আদালতের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসকরা চেষ্টা করেও তার অনশন ভাঙাতে পারেননি। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল।



এরআগে এক চিঠিতে আল্লামা শফী মাহমুদুর রহমানকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দেন। এতে তিনি বলেন, ‘দেশ ও ইমানের স্বার্থে আপনাকে এদেশের তৌহিদী মানুষের খুবই প্রয়োজন।’

আল্লামা শফী মাহমুদুর রহমানকে বলেন, ‘আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। সুস্থ থাকলে এই চিঠি লেখার প্রয়োজন হতো না। আমি সরাসরি ঢাকায় গিয়ে জেলে আপনার সাথে দেখা করে কথা বলতাম এবং আপনার দাবির সাথে একাত্মতা পোষণ করে আপনাকে অনশন ভাঙতে অনুরোধ করতাম।’

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

মোমের মানুষ বলেছেন: মাহমুদুর রহমানকে জাতির খুবই প্রয়োজন, অনশনের মত কর্মসূচি দিয়ে তার অকাল মৃত্যু আমরা কোন ভাবেই মেনে নিতে পারি না। আল্লাহ তাকে সুস্থ ও নিরাপদে রাখুন

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আসলেই প্রয়োজন। তবে এ সব কিছু ব্যাপরগুলো নাস্তিক বাম পন্থী হৃদয়ে বেজায় আঘাত হেনেছে ভাই। তা তাদের আচরণ দেখেই বোঝা যায়।
কিছুক্ষণ আগে এমনি একজনার কমেন্ট ডিলট করতে বাধ্য হলাম। যদিও কি না এ ব্যাপারে আমার বসের(মাহমুদুর রহমানের) নিষেধ ছিল।
তবে ওনার(নামটা আর স্মরন নাই বলে তার নিকট দুঃখিত) ঐ পোস্টের জবাব আমি অচিরেই দিব ইনশাল্লাহ।
আল্লাহ তাকে সুস্থ ও নিরাপদে রাখুন।
আমীন।

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

হায়দার সুমন বলেছেন: যথার্থই বাংলার বাঘ ......

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হুমম!

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

মোমের মানুষ বলেছেন: মুহাম্মদ আশরাফুল আলম@


সকাল-বিকাল দু বেলা খাবেন, ছাগ আর বাঘের পার্থক্য বুঝে আসবে

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হে...হে...হে...
হাসাইতে বাধ্য করলেন যে ভাই মুমের মানুষ।
মাগার ওর কমেন্ট ডিলেট করতে বাধ্য হইছি।
হুদাই ঐ ছাগুগো সাথে আজাইরা পেচাল পারতে মন চায় না।
অসংখ্যা ধন্যবাদ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

সেফানুয়েল বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.