নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূখাপেক্ষী শুধুই প্রভূর দুয়ারে...

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy

মুহাম্মদ ফজলে রাব্বী

মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর

মুহাম্মদ ফজলে রাব্বী › বিস্তারিত পোস্টঃ

একই পিসিতে একাধিক মোডেম লাগিয়ে কিভাবে স্পিড বাড়ানো যায়? টেকি ভাইদের কাছে সাহায্য(দয়া করে কেউ এড়িয়ে যাবেন না।

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:০২

প্রিয় টেকি ভাইয়েরা একটি বিশেষ সমস্যায় পড়ে আপনাদের কাছে সাহায্য চাইতে হলো।

আমি আমার পিসিতে একাধিক মোডেম লাগিয়ে নেট স্পিড বাড়াতে চাই।কিন্ত কিভাবে করব বুঝতে পারছি না। েটা কিভাবে করা সম্ভব?

কোন সফটওয়্যার বা অন্য কিছু মাধ্যমে কিভাবে আমি এটা করতে পারি দয়া করে টেকি ভাইরা বিস্তারিত জানাবেন বলে আশা করি।

বি. দ্র. আমি লিনাক্স ব্যবহার করি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: Click This Link


লিনাক্সে কিভাবে করে জানিনা, তবে এই জাতীয় ডিভাইস ব্যবহার করে সম্ভব। তবে ইউএসবি মডেম হলে হবেনা, বড় ইনডোর মডেম টাইপ মডেম লাগবে যেটাতে RJ-45 কানেক্টর থাকে। বাংলালায়ন বা কিউবির এই ধরনের মডেম আছে।

০২ রা মে, ২০১৩ রাত ৮:৩৫

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ইনডোর মোডেম আছে, আর একটি কিউবি ইনডোর মোডেম আছে। এটা কানেক্ট কিভাবে করব?

২| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২৩

বহুরুপি জীবন বলেছেন: কোন ক্রমেই সম্ভব না

০২ রা মে, ২০১৩ রাত ৮:৩৫

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: সম্ভব ভাই...সম্ভব ভাই।

৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৪

রাজা হাবিব বলেছেন: কোন ভাবেই সম্ভব নয়।

০২ রা মে, ২০১৩ রাত ৮:৩৬

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: সম্ভব ভাই...সম্ভব।

৪| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

রিফাত হোসেন বলেছেন: সম্ভব তবে, , , আমি টেকী কেউ না, আর এইটা পেচাইল্লা ব্যাপার :(
আপ্নি মোডেম এর আই স পি কি একই তা বলেন নাই,
সাধারনত এক ই ইইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে ২ মোডেম এ কোন ফায়দা নাই,
তবে যদি তাদের সিস্টেম এ বাগ থাকে তাহলে কাজ করলেও করতে পারে! হতে পারে কম্বাইন্ড বা ব্যালেন্স লোড এর মত তবে ৯৯% স্মভব না।

আর যদি আলাদা আআইএস পি প্রোভাইডার থেকে নেন মানে দুই লাইন তাহলে কম্বাইন্ড ব্যান্ডউইথ পেতে দুই প্রোভাইডার এর অনুমতি লাগবে যেটা দিবে না ,মানে ১+১=২ গতি , ৯৯% সম্ভব না।
কিন্তু দুই প্রোভাইডার কে দিয়ে লোড ব্যালেন্স করতে পারবেন মানে একেক্টা ফাইল তাদের সর্বোচ্চ গতি পাবে, মানে এক্টি ফাইল ১ গতি আর ২য় ফাইল ১ গতি কিন্তু ৪ টি ফাইল নামাতে ০.৫ গতি পাবে প্রত্যেকে,তবে কোনভাবেই ১+১=২ এমবি ফাইল প্রতি গতি পাবেন না,
আর ব্যালেন্স লোড এর জন্য ডুয়েল ওয়ান রুটার কিন্তে হবে।







আমার মতামত সার্ভিস আপগ্রেড করেন :) এত ঝামেলার দরকার কিন!

০২ রা মে, ২০১৩ রাত ৮:৪৬

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: লিনাক্সে বাংলালায়ন rj45 ইনডোর মোডেম দ্বারা সংযোগ আছে। কিন্তু আমার স্পিড আর একটু বাড়ানো দরকার। এর সংগে ইউএসবি মোডেম বা ডোঙ্গল মোডেম সংযুক্ত করে কী ডাউনলোড স্পিড বাড়ানো সম্ভব?
যদি এর সমাধান জেনে থাকেন তাহলে আমি অনেক উপকৃত হতাম।

৫| ০২ রা মে, ২০১৩ রাত ৮:০৯

তামাটেসেলিম বলেছেন: "connectify dispath" namok software dara somvob

৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:১৫

রিফাত হোসেন বলেছেন: উপরের মন্তব্যে কি বুঝলাম ? /:)
লিনাক্স উইন্ডোজ, বুন্ডুজ মুন্জু যেই ওএসই হোক... মোদ্দা কথা নিচে...
বুঝার চেষ্টা তো করলেন না ! শুধু শুধু জিজ্ঞাসা করলেন :-0
আপনি এখনও বলেন নাই নতুন মডেম এর আইএসপি কি ভিন্ন কেউ নাকি ?

ধরে নিলাম ঐ বাংলা লায়ন দিয়েই আরেকটা কিছু করবেন:)
সুতরাং দুইটি মডেম মিলে আপনার ব্যান্ডউইথ স্পিড বাড়াতে পারবেন না সহজে:) সোজা কথা ।
মানে ১ এমবি পেলে আরেকটা নিলেও ঐ ১ এমবিই থাকবে !
১+১=২এমবি গতি হবে না ।(২এমবি হত যদি প্রোভাইডার সাপোর্ট করে কিন্তু তারা সেই সুবিধা দিবে না)

কিন্তু আপনি সহজে ডাউনলোড ও আপলোড স্পিডটা বন্টন করতে পারবেন ;) ১ এমবিই থাকবে ১+১=২ হবে না তবে দুইটা ফাইল প্রত্যেকে ১ এমবি করে গতিতে বা মডেম এর সার্ভিস গতিতে নামাতে পারবেন ,,, ...
সেটা হল ব্যালেন্স লোড করা । :)

সে জন্য রুটার লাগবে আলাদা কিন্তে হয়, ফ্রি সফটওয়্যার আছে কিন্তু বেটার হবে প্রো সফট কিনা ।


পরিষ্কার কি ?

আরেকটু বলি, আমার ডুয়েল কোর এর লেপটপ ছিল, আর কোয়াড কোর এর পিসি আছে কিন্তু এগুলোর ক্ষমতা এগুলো গিগাহার্জের মধ্যেই যথাক্রমে ২ আর ২.৫ .. কিন্তু লেপটপ এর প্রসেসর ২ আর পিসির ৪ টা ! কিন্তু এরা কাজ গুলো বন্টন করে । এতে গতি সেরকম না বাড়লেও চাপ কমে ;)

ব্যাপারটা লোড ব্যালেন্স এর ক্ষেত্রে তাইই !

আপনি চাচ্ছেন সম্ভবত কম্বাইন্ড ব্যান্ডউইথ মানে ১ এমবি একটি মডেম সার্ভিস পাই আরেকটা মডেম নিলাম ১ এমবির তাহলে ২ এমবি গতি পাব ! , যেটা সম্ভব না । (সম্ভব যদি প্রোভাইডার বাংলবিলাই হোক আর রাম সাম জদুমদু হয়, সাপোর্ট করে তবে, কিন্তু তারা করবে না । )

শেষ মন্তব্য , শেষ চেষ্টা ,, :) ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.