![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর
আমীরুল মুসলিমীন আল্লামা শাহ আহমদ শফী। আজকের বাংলাদেশে সর্বাধিক আলোচিত একটি নাম। ইসলামবিদ্বেষী চক্রের কাছে মূর্তিমান আতঙ্ক। ধর্মে বিশ্বাসী আপামর মানুষের হৃদয়ের স্পন্দন, সাহসের বাতিঘর। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর। উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
এই মহামনীষীর জন্ম ১৯৩০ সালে। বার আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পাখিয়ারটিলা গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় যখন তিনি ভর্তি হন তখন তাঁর বয়স মাত্র ১০ বছর। ওই বয়সেই কিছু দিনের ব্যবধানে তিনি তার মা-বাবাকে হারান। তিনি পরম আত্মত্যাগ ও খোদাপ্রদত্ত মেধা, সদাচার, লেখাপড়ায় একাগ্রতার মাধ্যমে একাধারে ১০ বছর এখানেই অতিবাহিত করেন। একই সঙ্গে যুগশ্রেষ্ঠ ওস্তাদগণের স্নেহ-ভালোবাসা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে কৃতিত্বের সঙ্গে ধর্মীয় বিষয়াদিতে ব্যুত্পত্তি অর্জনে সক্ষম হন। এই নবী প্রেমিক সংগ্রামী বুজুর্গের বাল্য, প্রাথমিক ও উচ্চতর শিক্ষার স্তরটা ছিল খুবই অভিনব ও সমৃদ্ধ ঘটনায় ভরপুর। শিক্ষা অর্জনের অদম্য বাসনা নিয়ে ১৩৭১ হিজরি সনে ছুটে যান ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ভারতের দারুল উলুম দেওবন্দে। সেখানে তিনি চার বছর অবস্থান করে দাওরায়ে হাদিস, ফুনুনাতে আলীয়া, দাওরায়ে তাফসির কোর্সে অধ্যয়ন করেন। দেওবন্দে অধ্যয়নকালে তিনি যাঁদের সংস্পর্শে ধন্য হন, তাঁদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় শায়খুল আরব ওয়াল আজম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, জ্ঞান ও খোদাভীতির সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, আওলাদে রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাহিদে মিল্লাত আল্লামা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানীর (রহ.) নাম। ওই বয়সেই তিনি এই মহামনীষীর হাতে বায়আত গ্রহণ করে তিনি খুব কম সময়ের মধ্যে খেলাফতপ্রাপ্ত হন। ইলম, আমল ও আধ্যাত্মিকতায় ধন্য আল্লামা আহমদ শফী দা.বা. একাধারে চার বছর বিরামহীন অধ্যয়ন ও বিশ্ববিখ্যাত ওস্তাদগণের খেদমত ও তাঁদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে হাদিস, তাফসির, ফিকাহশাস্ত্রসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যুত্পত্তি অর্জন করে যুগের অন্যতম মুহাদ্দিস প্রজ্ঞাবান বুজুর্গ আল্লামা মাদানির ইল্মী ও আমলী প্রতিনিধি হয়ে দেশে প্রত্যাবর্তন করেন।
দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে শিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হন। খোদা প্রেমের এই মহান অভিযাত্রী তাঁর কর্ম জীবনের সূচনা করেন এখান থেকেই। তার অধ্যাপনার সুনাম এবং সুখ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র। চাতকের মতো ছুটে আসতে শুরু করে তাঁর দরসে হাজার হাজার ছাত্র।
১৪০৭ হিজরিতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের গুরুদায়িত্ব তাঁর উপর অর্পিত হয়। বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি শায়খুল হাদিসের দায়িত্বও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সুচারুভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, মধ্যপ্রাচ্যসহ গোটা উপমহাদেশে ছড়িয়ে রয়েছে তাঁর ইলম ও প্রজ্ঞার উত্স থেকে অনুপ্রেরণা লাভকারী ছাত্র, শিষ্য, মুরিদ ও অনুসারী। এদের সংখ্যা বর্তমানে সম্ভবত লাখ লাখ ।
মুসলিম উম্মাহর এই ত্যাগী, সংগ্রামী, শিক্ষানুরাগী বিপ্লবী সমাজ সংস্কারক আল্লামা শাহ্ আহ্মদ শফী দা.বা. জীবনের শুরু থেকে শিরক, বিদআত ও যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে অবিরাম লড়াই করে যাচ্ছেন। তাঁর আবেগঘন, জ্বালাময়ী ও সারগর্ভ বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করে রাখে গভীর রাতে দুনিয়াবাসী যখন থাকে গভীর নিদ্রায় বিভোর, ঠিক সেই মুহূর্তে আল্লাহপ্রেমিক এই মানুষটি নিদ্রা ত্যাগ করে দাঁড়িয়ে যান জায়নামাজে এবং একান্ত নির্জনে বসে আদায় করেন বিভিন্ন ধরনের অজিফা। কায়মনোবাক্যে দোয়া করেন দেশের জন্য, মুসলিম উম্মাহ্র জন্য।
আল্লামা শাহ্ আহ্মদ শফী দেশের শীর্ষ আলেমে দ্বীন হিসেবে আগে থেকেই সুপরিচিত। সাম্প্রতিক সময়ে নাস্তিক ব্লগারচক্রের বিষাক্ত থাবা যখন ইসলামের ভিত্তিমূলে আঘাত হেনে উপর্যুপরি দ্বীনকে ক্ষত-বিক্ষত করছে, তখনই গর্জে ওঠেছেন প্রায় ৯০ বছর বয়সী বীর চট্টলার এই সিংহপুরুষ। তাঁর এই গর্জন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বারুদের মতো ছড়িয়ে পড়েছে। প্রকম্পিত হয়ে ওঠেছে বাংলার আকাশ-বাতাস। এই সংগ্রামী বীর সিপাহসালারকে আল্লাহ রাব্বুল আলামীন দীর্ঘ সুস্থ হায়াত দান করুন। আমীন!
সুত্র: উইকিপিডিয়া ও আমারদেশ
০২ রা মে, ২০১৩ রাত ৮:২২
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আমীন!
২| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২
পরিবেশ বন্ধু বলেছেন: আল্লামা শফির নামের সাথে আমিরুল মুমিনিন উপাধি ব্যবহার করা
কবিরা গুনাহ
কারন ইসলামের ৪ খলিফা নবী প্রদত্ত মুসলিম জাহানের নামের
উপাধি , আর সাহাবাদের ঘোড়ার খুঁড়ের পায়ের ধুলি কনার সমান
বর্তমান যুগের আলেম গন নয় ।
এতএব ইসলাম লয়ে ভণ্ডামি সাবধান
আহলে ছুন্নাত ও তরিকত এক্য
০২ রা মে, ২০১৩ রাত ৮:২৬
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: @পরিবেশ বন্ধু ভাল করে পড়ুন আমিরুল মুমিনিন নয় আমীরুল মুসলিমীন লেখা, শুধু শুধু ত্যানা পেচান ক্যা ?
সম্ভবত আপনি কোন ভণ্ড পিরের মুরিদ , সময় থাকতে তওবা করে সঠিক পথে আসুন।
০২ রা মে, ২০১৩ রাত ১০:১৬
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ঐখানে তো আমীরুল মুমীন কই নাই! তয় ভন্ড পীরগু সাথে গাউছুল আযম লাগানো কুফরী।
প্রমাণ চাইলে দইতে পারি।
অন্তত তোমাগো মতোন ডাল খাইয়া ব্লগে আসি নাই।
৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২
বিডি আমিনুর বলেছেন: এই সংগ্রামী বীর সিপাহসালারকে আল্লাহ রাব্বুল আলামীন দীর্ঘ সুস্থ হায়াত দান করুন। আমীন!
০২ রা মে, ২০১৩ রাত ৮:২৩
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আমীন....
৪| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মুঘল সম্রাট বলেছেন: এই সংগ্রামী বীর সিপাহসালারকে আল্লাহ রাব্বুল আলামীন দীর্ঘ সুস্থ হায়াত দান করুন। আমীন!
আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।
০২ রা মে, ২০১৩ রাত ৮:২৩
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: এই সংগ্রামী বীর সিপাহসালারকে আল্লাহ রাব্বুল আলামীন দীর্ঘ সুস্থ হায়াত দান করুন। আমীন!
৫| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
নিকষ মেঘ বলেছেন: Fully Agree with PORIBESH BONDHU....
০২ রা মে, ২০১৩ রাত ৮:২৭
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ভাল করে পড়ুন আমিরুল মুমিনিন নয় আমীরুল মুসলিমীন লেখা, শুধু শুধু ত্যানা পেচান ক্যা ?
সম্ভবত আপনি কোন ভণ্ড পিরের মুরিদ , সময় থাকতে তওবা করে সঠিক পথে আসুন।
৬| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আশমএরশাদ বলেছেন:
নারীদের রাস্তায় চলাফেরা ও পোশাক পরার প্রতি ইঙ্গিত করে শাহ আহমদ শফী বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে চলে, বাংলাদেশের নারীদের ওইভাবে চলতে হবে।’
০২ রা মে, ২০১৩ রাত ৮:২৫
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: প্রধানমন্ত্রী যেমন মাথায় ঘোমটা আর মাঝে মাঝে হাতে তসবী নিয়ে পর্দায় চলেন তেমনি নারী গাতিকেও সেভাবে চলার প্রতি ইঙ্গিত করেছেন।
৭| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মাইন রানা বলেছেন: বিডি আমিনুর বলেছেন: এই সংগ্রামী বীর সিপাহসালারকে আল্লাহ রাব্বুল আলামীন দীর্ঘ সুস্থ হায়াত দান করুন। আমীন!
০২ রা মে, ২০১৩ রাত ৮:২৮
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আমীন...ছুম্মা আমিন।
---------------------
কুলাঙ্গার নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই।
৮| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
বিডি আমিনুর বলেছেন: @পরিবেশ বন্ধু ভাল করে পড়ুন আমিরুল মুমিনিন নয় আমীরুল মুসলিমীন লেখা, শুধু শুধু ত্যানা পেচান ক্যা ?
সম্ভবত আপনি কোন ভণ্ড পিরের মুরিদ , সময় থাকতে তওবা করে সঠিক পথে আসুন।
০২ রা মে, ২০১৩ রাত ৮:৫২
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: সত্যই বলেছেন, এরা তো খালি বিদাত রবিউল আউয়ালে ভন্ড তাহের শাহকে নিয়া দৌড় পারা আর সিন্নী খাওয়া জানে।
আশেকে রাসূল বলে দাবি করলেও রাসূল সা. -কে নিয়া কটুক্তি করলেও বাজে না।
বাজে খালি ভন্ড তাহের শাহ বা গাঁজা বাবার নামে কটুক্তি করলে।
০২ রা মে, ২০১৩ রাত ৮:৫৭
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: প্রিয় রমনা টেক, ঐ মহান ব্যাক্তিকে নিয়ে কটুক্তি করার জন্য আপনার কমেন্টটি ডিলেট করা হল।
এ জন্য দুঃখিত।
মুসলিম হলে সম্ভবত এ ধরনের কথা বলতেন না।
আল্লাহই ভাল জানে, আপনি কে?
৯| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
যোগী বলেছেন:
এই লোকটা বুদ্ধীপ্রতিবন্ধি হওয়ার যথেষ্ট লজিক আছে।
তাই এই লোক পেছনের উষ্কানি শুনে যে কোন পাগলামি করতে পারে।
হয়তো পাবলিক সামনে সেটা দেখবে।
০২ রা মে, ২০১৩ রাত ৯:০১
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: প্রিয়!@বর্ণান্ধ। একজন মহান নাস্তিকের ছবি প্রোফাইলে রেখে প্রমাণ করেছেন আপনিো একজন নাস্টিক।
যাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।
অতএব আপনাকে ব্লক করতে বাধ্য হলাম।
১০| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
নিকষ মেঘ বলেছেন: @ramna tek: tumar baal kamai raikho. Noile....
০২ রা মে, ২০১৩ রাত ৯:১১
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: থাক! এতো গরম হইয়েন না।
এই আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে শুধু ঈমানি আন্দোলন।
মুসলিম হলে এটাকে উপেক্ষা করা মানে ঈমানহীনতার পরিচয় দেয়া।
১১| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আমিরুল লাগানো ছফির ভণ্ডামি
সে আওমিলিগের দালাল কথিত শুনা ১০০ কোটি রূপি উপহার
আহলে ছুন্নত অয়াল এক্য টেকাবে ।
ছফি নবী দাবিদার ভণ্ড মওদুদি এবং অহাবি কাফের ইসলামের দুষমন
তাব্লিক আমির নবী অবমাননা কারী ইলিয়াসের ভক্ত দালাল
এবং নাস্তিক ।
০২ রা মে, ২০১৩ রাত ৯:২৩
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: প্রিয় পরিবেশ বন্ধু! আহমদ শফী আওয়ামীর দালাল বুঝলাম। মাগার তার প্রমাণ না দিতে পেরে বড্ড গাঁজাখুরির পরিচয় দিলা।
প্রমাণ আনো....নইলে কেটে পড়ো।
আর তোমাগো নামধারী চুন্নীরাই যে টাকা খাইছে তার প্রমান কিন্তু আমার কাছে আছে।
আহমদ শফীর নেতৃত্বে যখন গোটা বাংলার মুসলিম গর্জে উঠেছে টখন তোমাগো মাথায় বাঁশ ভাঙ্গে...আহা! আর তো গাঁজা বাবা, খাজা বাবার দরবার থেকে মাল্লু আসবে না। এই ভয়ে তারে কাফের নাস্তিক বলতাছো ভালা কথা। এইডার ইতিহাস তো অনেক পুরোনো।
মাগার তোমরা নবীর আশেক দাবীদার হইয়া কিকরতাছো যদি বলতা! নইলে কাইটা পড়ো।
---------------------------------
একদফা এক দাবি
ধর্মদ্রোহীদের ফাঁসি দিবি,
আর কোনো বিচার নাই
ধর্মদ্রোহীদের ফাঁসি চাই
ব্লাসফেমী আইন চাই
মৃত্যুদন্ডের বিধান চাই
যায়রে যাবে লক্ষ প্রাণ
জেগে উঠো মুসলমান
ক্রোধের আগুন বক্ষ জুড়ে
নাস্তিক ছুড়ো আস্তাকুড়ে
১২| ০২ রা মে, ২০১৩ রাত ৮:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: যে আল্লাহ রাছুল অলি আউলিয়া মানেনা সে কোরআন হাদিস
জানার পর ও আল্লাহ কে অবমাননা করে নাস্তিক ।
০২ রা মে, ২০১৩ রাত ৯:৩৬
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হায় হায়! এইখানে অনেক দাড়ি ছাড়া গাণ্জা খাওয়া মুফতির আগমণ ঘটছে।
ওরে ছাগু! পীর বইলা ইসলামে কিছুই নাই।
আরওলী? গাঁন্ঞ্জা খাওয়া আর মাজার মিয়া পরে থাকার নামই কী ওলী হওয়া? এইডা কোরআনে কোন জায়গায় আছে আগে নিয়া আস। তারপর দেখা যাইব কেডা কাফের হয়।
---------------------------------------
পীর-মুরিদী আর সুফিবাদী সম্পূর্ণ ইসলাম ধ্বংসের জন্য আমেরিকার চক্রান্ত।
পারলে এইডা পইরা তারপর মন্তব্য মারতে আইসেন-
এখানে দেখুন
১৩| ০২ রা মে, ২০১৩ রাত ৮:১২
যোগী বলেছেন:
ঐ বুইড়া ভামটাকে লাত্থি দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিৎ
০২ রা মে, ২০১৩ রাত ৯:৩৮
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: কেন রে ছান্দু! উনি কি তোমার কোন মা-বোনরে ইয়ে করছিলনি যে ওনার লগে তোমার এত শত্রু?
১৪| ০২ রা মে, ২০১৩ রাত ৮:২৯
জাতির চাচা বলেছেন: হে আল্লাহ ইসলামের বিজয় দান কর।আল্লামা শফীর এই আন্দোলনের মাধ্যমে তুমি বাংলার জমিন থেকে শাহবাগীদের নিশ্চিহ্ন করে দাও।
০২ রা মে, ২০১৩ রাত ৯:৪০
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: নিশ্চিন্টে থাকেন ভাই। আরে শাহবাগ তো অনেক আগেই গেছে এখন যেভাবে মুসলিম তৌহিদী জনতার অভ্যুদ্থান ঘটছে তাতে ইসলামের বিজয় অসম্ভাবধারী।
--------------------------------------------
তারা আল্লাহর দ্বীনকে ফুঁ দ্বারা নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করবেনই।-আল-কুরআন।
১৫| ০২ রা মে, ২০১৩ রাত ৮:৩০
অলিভার বলেছেন: বুদ্ধিপ্রতিবন্ধি হলেই কেবল কেউ এমনভাবে হাজারটা টাইটেল যুক্ত করে একজন সাধারন মানুষকে অসাধারন বানানোর প্রয়াস চালাতে পারে।
০২ রা মে, ২০১৩ রাত ৯:৪৩
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: তাই নাকি? এটাও কী গাঁজায় টান মারা কথা নাকি মেডিক্যাল সার্টিফিকেট নিয়া আমেরিকার দালালি করতে আইছেন?
প্রমাণ থাকলে নিয়া আইসেন, নইলে সামু ব্লগ থাইকা হটেন।
---------------------------------------
একদফা এক দাবি
ধর্মদ্রোহীদের ফাঁসি দিবি,
আর কোনো বিচার নাই
ধর্মদ্রোহীদের ফাঁসি চাই
ব্লাসফেমী আইন চাই
মৃত্যুদন্ডের বিধান চাই
যায়রে যাবে লক্ষ প্রাণ
জেগে উঠো মুসলমান
ক্রোধের আগুন বক্ষ জুড়ে
নাস্তিক ছুড়ো আস্তাকুড়ে
১৬| ০২ রা মে, ২০১৩ রাত ৮:৩৫
রমনা টেক বলেছেন: বিডি আমিনুর বলেছেন: @পরিবেশ বন্ধু ভাল করে পড়ুন আমিরুল মুমিনিন নয় আমীরুল মুসলিমীন লেখা, শুধু শুধু ত্যানা পেচান ক্যা ?
সম্ভবত আপনি কোন ভণ্ড পিরের মুরিদ , সময় থাকতে তওবা করে সঠিক পথে আসুন
বুঝলাম আপনি শফি হালার মুরিদ, হালার উপর ভরসা কইরা চলেন, তাই বইলা সবাইকে পীর ধরে মুরিদ হতে হবে এই হাদিস কই পাইলেন?
০২ রা মে, ২০১৩ রাত ৯:৪৮
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: জ্বি না, ব্রাদর!!! যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালবাসেন তারা আল্লামা শফীকেও ভালবাসেন শুধু কতেক নাস্তিক-মুরতাদ আর আমেরিকার দালাল ছাড়া।
সো এইখানে মুরিদ হওয়ার কোন প্রশ্নই আসে না।
দয়া করে নেশা বা ডাল খেয়ে এই আর্টিকেল বা মন্তব্য পড়তে আসেন না, নইলে গান্ঞ্জাখোরের মতো দু লাইন একটু বেশিই বুঝবেন।
আর ইসলামে আহলে সুন্নাহ জামা'য়াতের মত অনুযায়ী প্রচলিত পীর মুরিদী সম্পূর্ণ হারাম।
১৭| ০২ রা মে, ২০১৩ রাত ৮:৪৮
মাইন রানা বলেছেন: হে আল্লাহ তুমি বাংলার জমিন থেকে ইসলামের দুসমন নাস্তিকদের চিরতরে নিশ্চিহ্ন করে দাও।
০২ রা মে, ২০১৩ রাত ৯:৫০
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: অলরেডি আপনার দুয়া কাজে লেগে গেছে ভাই@ নিশ্চিন্তে তাকেন।
---------------------------------------------------
তারা(কাফেররা) আল্লাহর নুরকে(দ্বীনকে) মুখের ফুঁ দ্বারা নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করবেনই।-আল-কুরআন
১৮| ০২ রা মে, ২০১৩ রাত ৮:৪৯
বিডি আমিনুর বলেছেন: @রমনা টেক সম্মানিত লোককে সম্মান দিয়ে কথা বলুন ।
১৯| ০২ রা মে, ২০১৩ রাত ৯:১০
শিক্ষানবিস বলেছেন: নাস্তিক ও কবর পূজারীদের আতঙ্ক শতাব্দীর এই মহান নেতার প্রতি বিনম্র চিত্তের সালাম।
তার স্নেহধন্য শিষ্য হতে পেরে গর্ব অনুভব করছি। ১৯৯২ তে যখন তার কাছে পড়াশুনা করেছি, তখন ভাবিনি আমার এই শিক্ষক একদিন বাংলার মজলুম জনতার সিপাহে সালার হবেন।
০২ রা মে, ২০১৩ রাত ৯:৫৮
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আরে বাবা! আপনি তো অনেক সৌভাগ্যবান ভাই।
আল্লাহু আকবার।
২০| ০২ রা মে, ২০১৩ রাত ৯:১০
আমিগো বলেছেন: মুসলিম উম্মাহর এই ত্যাগী, সংগ্রামী, শিক্ষানুরাগী বিপ্লবী সমাজ সংস্কারক আল্লামা শাহ্ আহ্মদ শফী দা.বা. জীবনের শুরু থেকে শিরক, বিদআত ও যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে অবিরাম লড়াই করে যাচ্ছেন।
রাজাকারের ফাসি চাওয়ার আগে এই লোক কই ছিলেন। কয়েকটা নিউজপেপারের রেফারেন্স দেন। আর একটু বলেন - উনি কি ত্যাগ করছেন?
বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি শায়খুল হাদিসের দায়িত্বও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সুচারুভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
আমি যতদুর জানতাম শায়খুল হাদিস মানে হল - যিনি অনেক হাদিস সম্পর্কে জানেন। শায়খুল হাদিসের দায়িত্ব উনাকে কে দিলেন?
"নাস্তিক ব্লগারচক্রের বিষাক্ত থাবা যখন ইসলামের ভিত্তিমূলে আঘাত হেনে উপর্যুপরি দ্বীনকে ক্ষত-বিক্ষত করছে"
- আল্লাহ বলেন - "লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন"
হেফাজত, টাকার পুতুল শফি আর তোমার মত - ঘিলু ছাড়া কিছু ছাগল ছাড়া আর সবাই জানে - জামাতের রাজাকারের ফাসির জন্য মাওলানা শফির পুন্দের নিজে আগুন লাগছে। তোদের মত ভন্ডদের ছাড়াও হাজার বছর ধরে ইসলাম রয়েছে। ইসলাম, কোরানকে তোদের হেফাজত করতে হবে না। আল্লাই করবেন।
০২ রা মে, ২০১৩ রাত ১০:০৭
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আপনি যে শাহবাগের ফেন্সিডিল খাইয়া এইখানে আইছেন তাতে কোন সন্দেহ নাই।
আরে বাপু উনি একমাত্র ইসলামের খাদেম, কোন শাহবাগীদের খাদেম না। তাই আপনাদের মতো ছাগুদের সাথে ওনার মতো মানুষের একাত্মতা পোষণের ধান্দা করলেন কেমনে!!!
উনি এই বাংলার শতাব্দীর অন্যতম গুরু।ঊনি একমাত্র ব্যাক্তি যাকে কাবা শরীফের গিলাফ বা চাদর কাবার ঈমাম হাদিয়া দিয়েছে।
আমাদের ছাড়া তো ইসলাম ছিল ভবিষ্যতেও থাকবে তবে যুগে যুগে ধর্মদ্রোহীদের শায়েস্তার জন্য এইসমস্ত সিংহদের আল্লাহ পাঠান রে ছাঘু!
--------------------------------------
যাক মরার আগে অন্তত টোবা কইরা মইরেন নইলে আবার.....
আর ওনারে নিয়া বাজে শব্দ ব্যবহার করায় চান্দুরে ব্লক করতে হইল।
যদি মন্তব্য করতে ইচ্ছা হয় এখানকার ইনবক্সে দিয়ে দেন আশা করি উত্তরও পাইয়া যাবেন।
এখানে ক্লিক করুন
০২ রা মে, ২০১৩ রাত ১০:০৮
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: @আমিগো! তোমার জন্য নিচের কমেন্টখানা।
২১| ০২ রা মে, ২০১৩ রাত ৯:১২
মুহাই বলেছেন: চলেন সবাই হ্যাপাজটে যোগ দেই!
০২ রা মে, ২০১৩ রাত ১০:১০
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: বাহবা! কত সুন্ডর স্লোফান....
হেডায়েট বুঝি হইল আপনাগো
২২| ০২ রা মে, ২০১৩ রাত ৯:১৩
আমিগো বলেছেন: মাইন রানা বলেছেন: হে আল্লাহ তুমি বাংলার জমিন থেকে ইসলামের দুসমন নাস্তিকদের চিরতরে নিশ্চিহ্ন করে দাও।
খালি বাংলার জমিন কেন রে ছাগু - পৃথিবী জমিন থেকে বল। কেন ইসরাইল, আমেরিকা রাশা, ইউকে, চায়না এদের ভয় লাগে?
০২ রা মে, ২০১৩ রাত ১০:১১
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আরে বাহ! বিশাল একখান কতা কইছেন দেহি!!!
ভুল শুধরাইবার লাই ধইন্যা :-& :-& :-& :-&
২৩| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৪৩
সুপান্থ সুরাহী বলেছেন:
রাব্বী ভাই এই খচ্চরগুলারে ব্লক মারেন না কেন?
০২ রা মে, ২০১৩ রাত ১০:১২
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: নাহ ভাই! এত কঠর হইলে আবার প্রবলেম।
ওদের কাছে যদি সত্যা নাই যায় তাইলে সত্য না পৌঁছানোর লাই আমাগো আবার আটকাইয়া দিবনি।
তাই একটুখানি সুযোগ তো দিতেই হয়।
২৪| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৫৬
আহমেদ রিজভী বলেছেন: আল্লাহ তাঁকে এবং তাঁর আমলকে কবুল করুন । আমীন ।
০২ রা মে, ২০১৩ রাত ১০:১৪
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: জাঝাকাল্লাহ। অসংখ্যা মোবারকবাদ। এতগুলো কমেন্টের উত্তর দিতে দিতে হাপাইয়া গেছি ভাই।
অবশেষে আপনার এই বাণীখানা মনটা ভাল করে দিল।
ধন্যবাদ।
২৫| ০২ রা মে, ২০১৩ রাত ১০:৩০
ওপেস্ট বলেছেন: মিথ্যা যখন সত্যের মুখোমুখি হয় প্রকৃতিগতভাবে মিথ্যা বিলুপ্ত হয় -আল কোরআন
২৬| ০২ রা মে, ২০১৩ রাত ১০:৫০
ইসকে পাল বলেছেন: আল্লাহ উনাকে হায়াতে তয়্যবা দান করুন ।আর এই আল্লামা শফি (দাঃবাঃ) বিরুধীগুলানরে হেদায়েত দান কর নাইলে উপযুক্ত শাস্তি দান কর ।post এর জন্য ধন্যবাদ।
২৭| ০২ রা মে, ২০১৩ রাত ১১:০৪
মিথ্যুক আমি বলেছেন: বোলোগের মাধ্যমে শফি বুঝতে পারলেন দেশে নাস্তিক ভইরা গেছে তাই তিনি এই ২০১৩ সালে আইসা নাস্তিক নিধন কর্মসূচী গ্রহণ করছেন খুবই ভালো কথা। নাস্তিক গো লাইগা ইসলাম যাই যাই করতাসে অতএব এর হেফাজত তো অবশ্যই করতে হবে মাগার ভাই জান বর্তমানে যেই চারটা গারদে আছে আর যেসব নাস্তিক গুলা এখনো ঘুর ঘুর করতাচে তাগ চাইতেও তো বড় নাস্তিক আসিল আহমদ শরিফ, হুমায়ূন আজাদ, আহমদ ছফা সহ আর বিখ্যাত লোক তার মানে তারা তাদের জীবন দশায় আপনাদের কথা অনুযায়ী ইসলামকে বে আব্রু করে দিছে( যেহেতু নাস্তিক মানেই ইসলামের শত্রু) তাইলে সেই সময় কপটার শফি কই ছিল? তখন ইসলামের হেফাজত দরকার হয় নাই ক্যান? তখন অবরোধ হয় নাই ক্যান? যাদের নাম উপরে বলছি তারা কিন্তু বর্তমান নাস্তিক গো গুরু ছিল, আবুল আলা মউদুদি যেমন জামাতি শুয়র গুলর গুরু ঠিক তেমন। আজ থিকা ১৫ ২০ বছর আগে তো শফি সাবের গতরে জোর ও ছিল বেশী মাগার নাস্তিকগো উস্তাদদের কে ইসলাম ধংস করতে দেইখা ঘাপটি মাইরা বইসা থাইকা এখন যখন সেঞ্চুরি মারনের সময় আইসে তখন সে এই সব চ্যালা মুন্ডা নিধনে নামলো কিভাইবা? এখন কি নাস্তিক নিধনের গায়েবি আদেশ পাইছে নি? কে এই শফি না কইয়া এই শফি ওই সময় কই ছিল সেই ডা জাতি আজ জানতে চাই। তবে জামাতি ছাগু গুলারে হেজতিতে রুপান্তর হইতে দেখা টা ডারউইনের বিবর্তনবাদেরই ফল কিনা সেটা অবশ্য গবেষণার বিষয়
২৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৪৮
পথহারা সৈকত বলেছেন: কিছু রামছাগুর তো পাতলা পায়খানা শুরু হইয়া গ্যাছে....... ৫ তারিখ আসতে তো ওখনও বাকি.....
২৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩০
মতিউর রহমান১০০ বলেছেন: ভালো পোষ্ট
৩০| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: পির অর্থ দিক নির্দেশক
যেমন হজরত বরপির আব্দুল কাদির জিলানি
যার পশ্রাব খেয়ে ডাক্তার সহ ৪০০ ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল
তাদের সাথে ভণ্ড ছফির মিল দেও কোন আক্কেলে ।
অলিদের ঘোড়ার খুড়ের পায়ের ধুলির সমান এ সমস্ত ভণ্ডরা নয় ।
আগে নিজে হেদায়েত হও তারপর অন্যর ভুল ধর ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
এ সামাদ বলেছেন: এই সংগ্রামী বীর সিপাহসালারকে আল্লাহ রাব্বুল আলামীন দীর্ঘ সুস্থ হায়াত দান করুন। আমীন!