![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর
'বন্ধুত্ব' সেও এক মিছে সম্পর্কের নাম। কোন মানে হয় না। স্বার্থ ফুরালেই সব 'ফুট'। কোথায় হাওয়া হয়ে যায় পাওয়া মুশকিল। কিংবা যদি তার স্বার্থে আঘাত হানে তখনও একই অবস্থা।
তাহলে উপায়!
আমাদের বন্ধুত্ব হওয়া উচিৎ শুধু আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। যেমনটা আবু বকর আর আমাদের নবীজীর মাঝে ছিল। যেখানে স্বার্থের কোন দুর্গন্ধও থাকবে না, থাকবে না কোন পিছুটান। কেননা তখন সবকিছুই তো এক আল্লাহর জন্য, তাহলে আর ভয় কিসে?
ফেসবুকেও আমার অনেক বন্ধু। প্রথম রিকোয়েস্ট গ্রহণ করার পর কয়েকদিন খুব চলে। ভাবখানা যেন এমন, আমি তার বা সে আমার ছাড়া জীবনই অচল।
তারপর কিছুদিন গেলে তারে হারিকেন দিয়ে খুঁজে পাওয়াও মুশকিল। আজকেও একজন বন্ধুর সাথে ঠিক এমনটাই ঘটল।
আসলে এরই নাম বোধহয় দুনিয়া!!!
©somewhere in net ltd.