![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর
১) মারেফত হাসিল করতে হলে শরীয়তের এলেম বেশী থাকতে পারবে না।
(২) শরীয়তের এলেম বেশী থাকলে সেখানে মারেফতের এলেম ঢুকবে না। অন্য কথায় মূর্খতা হচ্ছে তথাকথিত এলমে মারেফতের বড় বন্ধু
(৩) মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে ঈমান বাঁচানোর জন্যে পীর সাহেব মুরীদদের কাছে হাযির হয়ে থাকেন।
(৪) মুরীদ যেখানেই থাক,তাকে তার পীর দেখতে পান এবং তাকে দূর থেকেও তাকে সাহায্য করতে পারেন।
(৫) যারা পীরের কাছে মুরীদ হয়নি বা তার দু’আ নেয়নি,তাদের বেঈমান হয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। (নাউযুবিল্লাহ্) {ভেদে মারেফতঃ ৩১-৩২ পৃষ্ঠা}
৬) পীর আল্লাহর সাহায্য ছাড়াই মৃতকে জীবিত করার ক্ষমতা রাখেন!
৭) সূর্য-চন্দ্র পীরের হুকুম তামিল করে থাকে!
৮) তথাকথিত মারেফতের পীরগণ বাহ্যিকভাবে ইসলামী শরীয়তের বিধি-বিধান মানতে বাধ্য নন!
৯) আল্লাহ তা'আলা ভুল সিদ্ধান্ত নিতে পারেন!
১০) পীর আল্লাহর কাছ থেকে রুহ কেড়ে আনতে পারেন!
১১) আল্লাহর শানে জাহেরী বেয়াদবী মূলক কথা মুখে উচ্চারণ করলেও মারেফতের দৃষ্টিতে তা কোন অপরাধ নয় বরং মুহাব্বাত!
......(নাউযুবিল্লাহ্) {ভেদে মারেফতঃ ১৫-১৬ পৃষ্ঠা}
১২) পীরগণ কেয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করবে। (দেখুন-ভেদে মারেফতঃ ২৫-২৬,আশেক মাশুক পৃঃ ৬৬,৮১)
১৩) আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে।(দেখুন-ভেদে মারেফতঃ ৬০ পৃঃ)
১৪) পীরের হাতে মুরিদের হাত পড়লে পীরসাহেব মুরিদকে পুলসিরাত পার করিয়ে নিয়ে যাবেন।(দেখুন-ভেদে মারেফতঃ ২৭-২৮ পৃঃ)
১৫) পীর মুরীদের গুনাহ মাফ করানোর মাধ্যম।(দেখুন-ভেদে মারেফতঃ ৩৪ পৃঃ)
১৬) শরীয়ত ও মারিফাত আলাদা বিষয়। [দ্রঃ ভেদে মা'রেফত বা ইয়াদে খোদাঃ ১৫-১৭ নং পৃষ্ঠা, আশেক-মাশুক পৃঃ ৪৯]
১৭) মারেফতের পীর-ওলীদের মর্যাদা নবীদের চেয়েও বেশী! (দেখুন-আশেক মাশুক ৮৮-৯০ পৃঃ)
১৮) শরীয়ত বহির্ভুত হলেও পীরের হুকুম মানা মুরিদের জন্য বাধ্যতামূলক! (দেখুন-আশেক মাশুক বা এস্কে এলাহীঃ ৩৫ পৃষ্ঠা)
(নাউযুবিল্লাহ্)
আরো তথ্য ও ভিডিও দেখুনঃ
এখানে
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৩
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: "আমি সাধারণ মুসলমান, তাই মানি না। '' তাদের বক্তব্যের বিপক্ষে আপনার এই কথাটিই যথেষ্ট।
২| ২৯ শে জুন, ২০১৪ রাত ৯:২১
গাধা গরু বলেছেন: এইসব ভণ্ডদের জন্য দুরবস্থা আরও বাড়ে
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৪
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: যথার্থই বলেছেন।
৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:০২
কামরুল ইসলাম রুবেল বলেছেন: উনার বইগুলার কোন লিংক আছে?
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৫
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আপাতত নেই। এখন এসব বইগুলো দোকানে খোঁজ করলেও পাওয়া যায় না। ওরাও বোধহয় সোচ্চার হয়ে গেছে।
৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:৩২
নতুন বলেছেন: টেকা আর টেকা... মুরিদের টেকাই হুজুরের আসল উদ্দেশ্য...
এইটা কোন পীর ভক্ত বুঝতে চায়না...
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হে....হে...হে... আসলে মামুর লাইগাই খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবার জন্ম নেয়।
৫| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:২৭
রেজা এম বলেছেন: উনাকে একটা কিস্সি খাইতে মুন চাই !!!
হালার পো
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: খাওয়া কুনো ব্যাপার না। সাথে একটু মামু নিয়েন। তাইলে হয়তো ওনার সাথে ওনার মেয়েরেও পাইতে পারেন।
হো.....হো.....হো
৬| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পীরালি আর ফকিরি করলে মালদার হওন যায় তাড়াতাড়ি।
৭| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৮
মরণের আগে বলেছেন: ভাই আমার পোস্ট আমার ওয়ালেই থেকে যাচ্ছে আবার আমাকে সেভ ও দেখাচ্ছে একটি গুরুত্ব পুন্য পোস্ট যদি আপনি আপনার হয়ে ও বলগে দিতেন লিঙ্ক
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ রাত ৮:৪০
খাটাস বলেছেন: পীর পুজার মুল কথা, যেই মুর্শিদ সেই তো রাসুল, সেই তো খোদা।
নাউজুবিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তারা বেশ শক্ত ব্যাখ্যায় দাঁড় করিয়েছে- তাদের বক্তব্যের পক্ষে।
আমি সাধারণ মুসলমান, তাই মানি না।