নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষে মানুষে হানাহানি, রক্তপাত, দম্ভ বন্ধ হোক। মনুষত্বের বিকাশ ঘটুক ধর্ম, বর্ণ, সাদা, কালো, উচু নিচু সব নির্বিশেষে। জয় হোক মানবতার...

ফকির মজুমদার

ফকির মজুমদার › বিস্তারিত পোস্টঃ

গ্রেফতার মাহমুদুর রহমান, অবরুদ্ধ গনতন্ত্রকামী ও তৌহিদী জনতার কন্ঠস্বর!

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

আমি মোটেও বিচলিত নই, আতংকিতও নই! ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ নামক জালিমের এই কারাগারে আজ কেউই নিরাপদ নয়। মানবতা বলতে কিছু নেই। এদেশে এখন এমনটাই হবে, এটাই স্বাভাবিক!

চোরে চুরি করেছে তো কী হয়েছে? তুই বেটা দেখাইয়া দিবি ক্যান? এটাই তোর অন্যায়!

ন্যায় অন্যায় এর সংঙ্গা আজ বদলে গেছে, বদলে গেছে গনতন্ত্র আর মানবতার সংঙ্গাও। সময়ের সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে আজ সকালে গ্রেফতার করা হল। আমি মোটেও অবাক হইনি। অবাক হওয়ার কী আছে? এমনটাইতো হচ্ছে, এমনটাই হবে পতনের পূর্ব মূহুর্ত পর্যন্ত!

দূ'দিন পর হয়তো খালেদাকেও ধরবে। আর আমরা যারা ব্লগে, ফেইসবুকে দূ/চার লাইন লিখি, লাইক/কমেন্ট দেই তিনদিন পর আমাদেরও নিস্তার হবে না। আমরাও নিক্ষিপ্ত হব জালিমের অন্ধকার প্রকোষ্ঠে।

তবে বিশ্বাসীদেরকে একটা বিষয় মনে রাখার জন্য অনুরোধ করবো। অতীতে বহু জাতিকে মহান আল্লাহ সুবহানাহু তা'আলা ধ্বংশ করেছেন লা'নত দিয়ে আবার বহু জাতিকে রক্ষা করেছেন রহমত দিয়ে। এই লা'নত আর রহমত কখন কিভাবে আসবে তা একমাত্র আল্লাহই ভাল জানেন। সুতরাং মূ'মিনের উচিত একমাত্র আল্লাহর উপরই ভরশা করা ও খলিফা হিসেবে আদিষ্ট দায়িত্ব সুচারুরূপে পালনের চেষ্টা করা।

জালিমের পতন অনিবার্য। আল্লাহু আকবার।।



(ফকির মজুমদার শাহ)

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

পুংটা বলেছেন: তৌহিদি জনাতার আসল রূপ দেখুন। মনদিয়ে কমেন্ট পড়ুন। B-))

২| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

কোবির বলেছেন: মাহমুদুর রহমার গ্রেফতারে হয়তো একটি পত্রিকার Mental Masturbation কিছুটা কমবে কিন্তু দেশব্যাপী যে অজস্র ছাগল রয়ে গিয়েছে তাদের Mental Masturbation কমবে না বরং বাড়বে বৈ কি? এই পোষ্টাটি সেটাই প্রমাণ করে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

ফকির মজুমদার বলেছেন: যুক্তি তর্কে ও বাস্তবতায় যারা পরাজিত গালাগালি আর সন্ত্রাসই তাদের একমাত্র হাতিয়ার।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

পুংটা বলেছেন: ছাগু ঠেকাও.... ইসলাম বাঁচাও। :|

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

ফকির মজুমদার বলেছেন: যুক্তি তর্কে ও বাস্তবতায় যারা পরাজিত গালাগালি আর সন্ত্রাসই তাদের একমাত্র হাতিয়ার।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

রমনা টেক বলেছেন: কোবির বলেছেন: মাহমুদুর রহমার গ্রেফতারে হয়তো একটি পত্রিকার Mental Masturbation কিছুটা কমবে কিন্তু দেশব্যাপী যে অজস্র ছাগল রয়ে গিয়েছে তাদের Mental Masturbation কমবে না বরং বাড়বে বৈ কি? এই পোষ্টাটি সেটাই প্রমাণ করে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

ফকির মজুমদার বলেছেন: যুক্তি তর্কে ও বাস্তবতায় যারা পরাজিত গালাগালি আর সন্ত্রাসই তাদের একমাত্র হাতিয়ার।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পুরো দেশটাই এখন একটা কারাগার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ফকির মজুমদার বলেছেন: ঠিক বলেছেন। উপলব্ধির জন্য আপনাকে ধন্যবাদ

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

বলশেভিক বলেছেন: গ্রেফতার তো গ্রেফতার মেরে ফেললেও ভাড়তের দালাল রক্তলোলুপ বাকশালের হাত থেকে প্রিয় জন্মভুমিকে বাংলাদেশের জনগন বাচাবে।
পুরো দেশ আজকে কারাগার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

ফকির মজুমদার বলেছেন: লুটেরা, সন্ত্রাস, ভারতের দালাল, শোষক আম্লীগকে অচিরেই বাংলার মাটি থেকে বিধায় নিতে হবে। জাষ্ট অয়েট।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

সুন্দর সমর বলেছেন: মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পুরো দেশটাই এখন একটা কারাগার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

ফকির মজুমদার বলেছেন: নিঃসন্দেহে আমরা জালিমের কারাগারে বাস করছি। অচিরেই মুক্তি ঈনশাআল্লাহ।

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

আশমএরশাদ বলেছেন: সুতরাং মূ'মিনের উচিত একমাত্র আল্লাহর উপরই ভরশা করা -- মাহমুদুর রহমানের উপর ভরশা নয় আর , কারণ সে প্রকৃত ইসলাম প্রেমী নয় ইসলামী অনুশাসন ও পালন করে না। তার ইসলামী প্রেমটা উত্তেজনা ছড়িয়ে রাজনীতি করা মাত্র।উত্তরা ষড়যন্ত্রের নায়ক সাবেক শাইন পুকুরের কর্মকর্তা এবং একই সাথে সাবে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

ফকির মজুমদার বলেছেন: মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা না করে বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

মামুণ বলেছেন: যা তোর বাপেগো দেশ ফাকিস্তানে চইলা যা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

ফকির মজুমদার বলেছেন: যুক্তি তর্কে ও বাস্তবতায় যারা পরাজিত গালাগালি আর সন্ত্রাসই তাদের একমাত্র হাতিয়ার।

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: বাজারে ডিমের দাম বাড়লো কেন সরকার তার জবাব চাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

ফকির মজুমদার বলেছেন: আন্ডার পিছনে না দৌড়িয়ে পদ্মাসেতু কেলেংকারী, সোনালী ব্যাংক কেলেংকারী, বেসিক ব্যাংক কেলেংকারী, বিডিআর হত্যাকান্ড ইত্যাদির জন্য আপনার ভয়েস রেইজ করুন।

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

আশিকুর রহমান ১ বলেছেন: উপরে কমেন্ট করা সুচিলদের দৃষ্টি আকর্ষণ করছি বাকস্বাধীনতা বলতে আপনারা কি বুঝেন? মগাচিপরা গ্রেফতার হলে আপনার বাকস্বাধীনতা গেলো গেলো রব তুলেন কিন্তু এখন আপনাদের সেই বাকস্বাধীনতার সংঙ্গা কি পাল্টে গেলো নাকি?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

ফকির মজুমদার বলেছেন: ভাষা ব্যবহারেই তো মানুষ চেনা যায়। চিনে রাখুন।

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

মামুণ বলেছেন: বাক স্বাধীনতা তাদেরই থাকে যারা দেশের স্বাধীনতা ও সার্বভোমত্বে বিশ্বাস করে। যে সব মারখোরের বংশধর এই দেশটারে তাগো বাপেগো ফাকিস্থান বানাইতে চায় তাগো বাক স্বাধীনতা থাকবার পারে না ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

ফকির মজুমদার বলেছেন: মিস্টার ভদ্রলোক চুন থেকে পান খসলেই ফাকিস্থান ফাকিস্থান রব তুলতে থাকেন। আপনাদের সমস্যাটা যে কোথায় আল্লাহ মালুম। চেতনার ব্যবসায় আর কত দিন??

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

প্রগতিশীল ইকবাল বলেছেন: বলশেভিক বলেছেন: গ্রেফতার তো গ্রেফতার মেরে ফেললেও ভাড়তের দালাল রক্তলোলুপ বাকশালের হাত থেকে প্রিয় জন্মভুমিকে বাংলাদেশের জনগন বাচাবে।
পুরো দেশ আজকে কারাগার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

ফকির মজুমদার বলেছেন: দেশটা এখন একটা ৫৪,০০০ বর্গ মাইলের কারাগার। একটি পরিবারের ইচ্ছায় চলছে দেশ।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

দিশার বলেছেন: মাহমুদুর কে, সাকা চৌ আর ডিপজল এর সেল যে রাখার জোর দাবী জানাচ্ছি .

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

ফকির মজুমদার বলেছেন: সেই সেলে মাহমুদুর রহমান নয় আড় কিছুদিন পরেই সেখানে রাখা হবে বাংলার লেডি হিটলার হাসিনাকে। জাষ্ট ওয়েট মি.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.