![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরস্বাদ এক বিচিত্র রহষয় পুরুষ। একাধিক নারীর স্বাদ গ্রহণকারী পতিত এই স্বৈরশাসক নিজেকে সবসময় আলোচনায় রাখেন। তবে সাম্প্রতিক সময়ে তার ভুমিকার কারণে সে নিজেকে বেহায়া, বেঈমান, থুথু বাবা হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। অবশ্য বিশ্ববেহায়া উপাধী সে অনেক আগেই অর্জন করেছে। স্বয়ং তার দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান যুক্তিবাদী এরস্বাদকে বিশ্ববেহায়া পার্টির চেয়য়ারম্যান হিসেবে অভিবহিত করেছে। একইভাবে আরেক সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এরস্বাদকে থুথু বাবা বলে আখ্যায়িত করেছেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি ছবিতে কী ফুটে উঠেছে:
১. দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত কার্টুন
২. আমজনতা কতৃক থুথু বাবাকে পাদুকা নিক্ষেপ
৩. রাস্তার ধারে থুথু বাবা ঠাঁয় দাঁড়িয়ে !
৪. রাজপথের ধারে থুথু বাবার স্ট্রেচু
৫. কি অফিস, কি বাসা বাড়ী সবখানেই এই ঝুড়ি
৬. বাচ্চাদের সম্মিলিত মুত্র বিসর্জন (ফেবু থেকে পাওয়া)
৭. সব্বাই একই কথা বলেন থু থু বাবা
৮. এ্যা সিমিলারিটি বিটুইন এরস্বাদ এন্ড সানি লিওনি
৯. থু থু বাবা যখন জাতীয় বেঈমান
১০. থুথু বাবা এরস্বাদ আজীবনই বিশ্বাসঘাতক
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
ফকির মজুমদার বলেছেন: এত রঙ্গ কেউ কখনো দেখেনি আগে....
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
কিরিটি রায় বলেছেন: নাহ, আপনেরা মানির মান রাখলেন না
তিনি ধোন মাইন্ড টাইপ লুক, তিনর বাপের গালে জুতা মরলেও তিনার ইজ্জত যায়না, কারন মানীর মান ....এত সহজে যায় না
আপনারা যতই থুতু মারেন
থুতু মারতে মারতে গলা জিভ শুকায়া ফেলেন
তিনার ইজ্জত যাইবে না;
জুতা মারতে মারতে
জুতা ক্ষয় করে ফেলেন,
তিনিরা ইজ্ত যাবে না;
পিসু করতে করতে
তার ফটো সব ভাসায় ফেলৈন
তিনার ইজ্জত যাবেনা!!
ঝাটা মারতে মারতে
ঝাটা ক্ষয় করে ফেলেন
তিনার উজ্জত যাবে না!!!
মিয় ইজ্জত কি হাতের মোয়া
কচু পাতার পানি!!!
তিনার ইজ্জতে লেমিনেশন করা
উইদ ভেজাল ফরমালীন
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
ফকির মজুমদার বলেছেন: মি্যা ভাই ঠিকই কইছইন, মানির মান পাহাড় সমান। দুই এক কোদাল গেলে কিছু হয় না।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
কামালপ্রতাপ বলেছেন: বাংলাদেশের আদশৃহীন এক ব্যক্তির নাম এরশাদ। ছি. এরশাদ ছি....
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
ফকির মজুমদার বলেছেন: ভাই আপনের বানানে এত ভুল কেনু? বানান ঠিক করেন Not এরশাদ Correct spelling is এরস্বাদ।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
চলতি নিয়ম বলেছেন: আম্লীগ বিম্পির ও কিন্তু কম ফুড নাই, খালি ৫৭ এর কথা চিন্তা কৈরা এখন আর কেউ ঐগুলা দেয় না...
চাচাই কিন্তু প্রথম এবং একমাত্র স্বৈর শাসক নয়।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
ফকির মজুমদার বলেছেন: আপনার সাথে একমত
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
পাতি মাস্তান বলেছেন: তারপড় ও এই হালারে কে ভোট দেয়
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
ফকির মজুমদার বলেছেন: ভুদাই জনগণ
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
জাহিদ ২০১০ বলেছেন: ওরে এ এএএএএএএএ্এএএএ কত রঙ্গ রে