![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?
কর্ডলেস টেলিফোন বেজে উঠতেই
রিসিভার ওঠাল এক শিশু। তারপর
ফিসফিস করে বলল, হ্যালো।
:হ্যালো, তোমার বাবা বাড়ি আছেন? :-D
:আছেন, কিন্তু ব্যস্ত। ফিসফিস করে বলল
শিশুটি।
:মা আছেন? :-D
:হ্যাঁ, মাও ভীষণ ব্যস্ত।
:তাহলে কার সঙ্গে কথা বলব?বাড়িতে
আর কেউ আছেন? :-D
:পুলিশ ও দমকল কাকুরা আছেন।
:তাহলে অন্তত তাদের কাউকে দাও। খুব
জরুরি কথা আছে। :-D
:তাদেরও ডাকা যাবে না। ভীষণ ব্যস্ত। :-D
:হায়! কী নিয়ে তারা এত ব্যস্ত? :'(
:আমি লুকিয়ে আছি তো। সবাই আমাকে
খুঁজছে।
[ ফেসবুকে আমি :- যখন সামু অনুমতি দিব তারপর দিমুনি? ওকে? ]
> কমেন্ট করলে খুচি হতাম <
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: হুম, আমি রাতে ২০ মিনিটের মত নেট চালাই। আমার পক্ষে জানা সম্ভব নয়, কে কখন কোন পোস্ট দিছে। আর কোনটা দেই নাই। আশা করি, সুন্দর ভাবে জিনিশটা নিবেন।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২
ভার্চুয়াল কবি বলেছেন: aponake khusi korlam
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: tnx
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪
এস কাজী বলেছেন: প্রশ্ন ফাঁস অনেক আগেই হয়ে গেছে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: হুম, আমি রাতে ২০ মিনিটের মত নেট চালাই। আমার পক্ষে জানা সম্ভব নয়, কে কখন কোন পোস্ট দিছে। আর কোনটা দেই নাই। আশা করি, সুন্দর ভাবে জিনিশটা নিবেন।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: thank u bro
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
amitanmoy বলেছেন:
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: ভাল লাগে নাই? :-(
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: কমন পড়ছে।