![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?
কেমনে মানুষ হয়ে গরু হত্যা করে? মুরগি? মাছ হত্যা করে? গাছ হত্যা করে? শাক সবজি হত্যা করে?
.
ওহ। সরি। ভুল হয়ে গেছে। শাক - সবজি, গাছ, মাছ, মুরগির কথা বলা যাব নাহ। কারণ এই গুলা নাস্তিকরা নিজেরাও খাই। এই গুলার প্রান থাকলেও কেউ এইগুলা নিয়ে কেউ কথা বলবা নাহ! সাবধান (!) ( এত বিনুদন ক্যারে )
.
.
মেইন ঘটনা :- এক ছোট ভাইয়ের সাথে হঠাৎ করে অনেক দিন পর দেখা। কথা বলতে বলতে কিভাবে যেন ধর্মের বিষয়ে চলে গেছি। তখন তার কথায় বুঝতে পারলাম, সে নাস্তিক হয়ে গেছে । তবে তারও চিরচারিত নাস্তিকদের মতই #ইসলাম নিয়ে ব্যাপক সমস্যা । মুসলমানরা এটা করছে, ওটা করছে, মানুষ হত্যা করতেছে, হেন করছে, তেন করছে। আরু কত্ত কি!
যখন তাকে জিজ্ঞাস করলাম, "অন্য কোন ধর্মের মানুষরা খারাপ কাজ করে নাহ? ( কেন হত্যা করে সেটা আগেই জিজ্ঞাস করছি)
.
তখন সে আমাকে অবাক করে দিয়ে বলল, নাহ। অন্য কোন ধর্মের মানুষ এই ভাবে ( নির্মম ভাবে) হত্যা করে নাহ।
.
.
আসলে "জানতে জানতে জানুয়ার(পশু) "
.
সে নাস্তিকদের পোস্ট দেখতে দেখতে সেও কোন দিন অন্য ধর্মের খারাপ দিক ও ইসলামের ভাল দিক দেখার সময় নাই।
.
.
আসেন ত্যানা প্যাচাই। সকল ধর্মের উপর শ্রদ্ধা রেখে নিচের তথ্য গুলা তুলে ধরছি।
((কোন একজন / কয়েক জন খারাপ কাজ করলেই সেই ধর্মকে খারাপ বলা যায় নাহ। কিংবা উচিৎ ও নাহ।))
.
.
.
১ । হিটলার, একজন অমুসলিম । ৬০ লক্ষ
ইহুদি হত্যা করেছিলো । সে কোন ধর্মের ছিল ? .
.
খৃষ্টান ধর্মের। মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান টেররিস্ট ! কিন্তু কেন?
.
২ । জোসেফ স্ট্যালিন ।সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং ১৪. ৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে । ইসলাম ধর্মের লোক নাকি?
.
মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান টেররিস্ট ! কেনু? :-(
,
৩ । মাও সে তুং একজন অমুসলিম । ১৪
থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ টেররিস্ট । কেনু?
,
৪ । মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ হত্যা
করেছে ! সে কি মুসলিম ছিল ? অন্ধ
মিডিয়া একবারো বলে নাই খৃষ্টান টেররিস্ট ! কেনু?
,
৫ । অশোকা (কালিঙ্গা বেটল) ১০০
হাজার মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু টেররিস্ট । কেনু?
,
৬ । আর জজ বুশ ইরাকে,আফগানিস্থানে
প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া তো বলে নাই, খৃষ্টান টেররিস্ট ! কেনু?
,
৭ । এখনো মায়ানমারে প্রতিদিন
মুসলিম রোহিঙ্গাদের খুন , ধর্ষণ , লুটপাট,
উচ্ছেদ করছে ! তবুও কোনো মিডিয়া
বলে না বৌদ্ধরা টেরোরিস্ট ! কেনু?
,
ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে
বড় বড় গনহত্যা করেছে নন মুসলিমরা আর
এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে ! অথচ এদের দ্বারাই মানবতা লুন্ঠিত !
.
আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি? ....
,
ক । যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল,
তারা কি মুসলিম ছিল ?
,
খ । যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল,
তারা কি মুসলিম ছিল ?
,
গ । যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর
নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০
মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে
হত্যা করেছিল,তারা কি মুসলিম ছিল ?
,
ঘ । যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু
বোমা নিক্ষেপ করেছিল,তারা কি মুসলিম ছিল ?
,
ঙ । যারা আমেরিকা আবিষ্কারের পর
নিজেদের প্রভাব বিস্তারের জন্য
উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং
দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড-
ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা কি মুসলিম
ছিল ?
,
চ । যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান
কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা
নিয়ে গিয়েছিল । যাদের ৮৮ ভাগ সমুদ্রেই
মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে
আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা
হয়েছিল, তারা কি মুসলিম ?
.
.
.
উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী ও
অমানবিক কার্যকলাপের সাথে মুসলমানরা কখনো জড়িত ছিলনা ।
.
আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা সঠিকভাবে করতে হবে । যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয়
অপরাধ ! আর যখন কোন মুসলিম একই
খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয়
ইসলামীয় জঙ্গীবাদ। ( ব্যাফক বিনুদন)
,
এরকম জঙ্গি জঙ্গি খেলা আর কতদিন
চলবে জাতি জানতে চায়....
শেষ কথা : - ধর্ম নিয়ে বাড়া বাড়ি করা ঠিক নাহ। কোন ধর্মই বলে নাই, অন্য ধর্মকে ছোট কর।
.
আর " ঢেল দিলে পাটকেল খেতে হয় " সেটা জানত?
.
.
তুমি নাস্তিক? তাতে সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্তু তুমি অন্য ধর্ম নিয়ে কুটুক্তি করবে নাহ। আর যদি বেশি বুঝে ঢেল দাও, তাহলে পাটকেল খাবাই। এতে কষ্ট পাবার কিছু নাই।
.
.
.
[ কিছু তথ্য ইন্টারনেট থেকে সংগ্রেহিত ]
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: সরি! আপনার কোমল মনে কষ্ট দেওয়ার জন্য। খুব বেশি কষ্ট লাগল?
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২
তাশমিন নূর বলেছেন: ভাবার বিষয়।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৪
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: ব্যাফক চিন্তাই আছি, ভাবার সময় নাই
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধর্ম নিয়ে বাড়া বাড়ি করা ঠিক নাহ। কোন ধর্মই বলে নাই, অন্য ধর্মকে ছোট কর।
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: ধন্যবাদদদদ
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
মাঘের নীল আকাশ বলেছেন: এত ত্যানা আর কত পেঁচাইবেন!?!
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: যত বেশি ধর্ম নিয়ে টানাটানি করবেন। তত বেশি তেন্যা দিয়া পেচাব
৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩
আমি শঙ্খচিল বলেছেন: কোন ধর্মই সন্ত্রাস কে সমর্থন করে না , সকল ধর্মই শান্তির পক্ষে । কিছু মানুষের নিজের খারাপ কাজের কারনে বিশেষ কোনও ধর্ম বা গোষ্ঠীর পুরোটাই খারাপ হয়ে যেতে পারে না । মানুষের কর্মের দায়িত্ব মানুষকেই নিতে হবে ধর্ম কখনো কর্ম ফলের দায়িত্ব নিবে না ।
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। এবং কথাগুলা ঠিক।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯
রাবার বলেছেন: নেপালে বছরে যে একবার হাজার হাজার গরু বলি হয়, হেইডা দেখছে নাকি ভিডুতে জিগায়েইনতো তারে।
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: দুংখিত। আমি পড়াশুনা শেষ করে চলে এসেছি। এখন তার সাথে দেখা হওয়া সম্ভব নাহ। তবে দেখা হলে জানানুর চেষ্টা করব
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১২
মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: স্ট্রম্যান ফ্যালাসিতে ভরপুর পোস্ট
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪
রাখালছেলে বলেছেন: পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না ।