নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?

মিথ্যা প্রেমের গল্প

কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?

মিথ্যা প্রেমের গল্প › বিস্তারিত পোস্টঃ

তুই মালু (!) তুই রাজাকার (!) বাট তুই বাঙ্গালি বকাটা গেল কই??????????????? ( ভারত, পাকিস্তান , আর্জিন্টিনা, ব্রাজিল ও ভাঙ্গাচুরা বাংলাদেশ)

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

ঘটনা :- ১..................
- আরে জানস, ভারতের সামনে কোন দলের পাত্তা নাই।
-তুই মালু (!) তুই মালু (!) :-P

.
ঘটনা :- ২....................
-আরে, পাকিস্তান এর খেলা আমার সেই লাগে।
-তুই রাজাকার (!) তুই রাজাকার (!) :-P

.
ঘটনা :- ৩.....................
-আমি সব সময় বাংলাদেশ সাপোর্ট করি। অন্য কোন দেশ কেন সাপোর্ট করব?
-তুই অবাল (!) তুই অবাল (!) :-P

.
ঘটনা :- ৪..................
-আমি ক্রিকেট খেলাই দেখি নাহ। যত্ত সব
-তুই লেডিস (!) তুই লেডিস (!) :-P

.
ঘটনা :- ৫.................
- আজ বাসায় ব্রাজিল এর ১৫০ হাত পতাকা টানাইলাম।
- তুই ফাজিল (!) তুই ফাজিল (!) :-P

.
ঘটনা :- ৬.................
- গ্রামের সবার কাছ থেকে টাকা তুলে আর্জিন্টিনার বিশাল পতাকা বানাইছি।
- তুই ফেলটু (!) তুই ফেলটু (!) :-P
.

.
বিস্তারিত গ্যান্জাম :-
আচ্ছা , একজন ভারত / পাকিস্তান সাপোর্ট করে তাই তাকে রাজাকার কিংবা মালু বলা উচিৎ?
মালু বলার কারণে আপনার কতটা পাপ হব তা বুঝতে পারছেন?
আর রাজাকার? আরে ভাই মুক্তিযুদ্ধের সময় আমার বাবার নাক দিয়ে "হিনি" বা "ঠান্ডা" পড়ত। তাহলে চিন্তা করেন আমি কোথায় ছিলাম? আর যাদের বলবেন, তারা কোথায় ছিল?

.
বি.দ্র : ঐ মামুর বেটা, তুই বাংলাদেশের খাইয়া পইরা বড় হবি, আর বলবি "জয় হিন্দুতান" / "জয় পাকিস্তান " (মনে মনে/উচ্চস্বরে) আর আমরা হজম করমু? পা ভেঙ্গে যে দেশের সাপোর্ট করছ সেই দেশে পাঠায়া দিমু। দেখি কয় বেলা তোদের খাওয়ায় (!) ( ব্যাপক রাগ)

পুনরায় গ্যান্জাম :- আচ্ছা, বাড়িতে বড় বড় কয়টা বাংলাদেশের পতাকা টাঙ্গাইছেন? আচ্ছা, বাদ দিলাম বড় টার কথা। ছোট বড় সর্বমোট কয়টা আছে? আচ্ছা, তাও বাদ দিলাম, আজ পর্যন্ত কয়টা বাংলাদেশের পতাকা কিনছেন?

হায়রে আর্জিন্টিনা! হায়রে ব্রাজিল! যারা আমাদের চিনেই নাহ, তাদের নিয়ে জগড়া করি?

বি.দ্র :- যারা দেশের পতাতা বাদ দিয়ে দেশটারে আর্জিন্টিনা আর ব্রাজিল এর পতাকা দিয়ে দেশটারে ভরে ফেলেন, তগ জুতা দিয়া পিঠানু উচিৎ।
.
.
[[[ আপনি ক্রিকেট , ফুটবল অথবা যে খেলাই দেখুন, যেই দল সাপোর্ট করুন। সেটা যেন শুধু নিজের ভাল লাগার মধ্যে সীমাবদ্ধতা থাকে। তা নিয়ে মারামারি ও বারাবারি করবেন নাহ ]]]]
.
.
উচিৎ কথা :- সত্য কথা সব সময় গায়ে লাগে। কমেন্টে আমার হাত পা ভাঙ্গেন। সমস্যা নাই। পাগল ছাগল যা ইচ্ছা বলতে পারেন! তবে দেশের অসম্মান করে কিছুই করবেন নাহ। অনুরুদ রইল। দেশকে ভালবাসুন। দেশের মানুষকে ভালবাসুন। দেশের মাটিকে ভালবাসুন। দেশের ধুলিকনাকে ভালবাসুন। সর্বশেষ বলব, দেশের ভাল-মন্দ সব কিছুকেই ভালবাসুন। দেশ আমাদের আরেক মা (!)
.
.
আর আমাদের জেন সবাই বলে,, "তুই বাঙ্গালি, তুই বাঙ্গালি "

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: দুংখিত কেউ মনে কষ্ট পেলে!
.
.
আমি জানি আমি আউল ফাউল লেখক। তবে সম্পুর্নই আমার লেখা!

২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: হায়রে আর্জিন্টিনা! হায়রে ব্রাজিল! যারা আমাদের চিনেই নাহ, তাদের নিয়ে জগড়া করি?
এইডা ভাল কইছেন। ধন্যবাদ

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: ধন্যবাদ একমত পোষনের জন্য

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

গেম চেঞ্জার বলেছেন: আর্জেন্টিনা ব্রাজিলরে যখন পয়লা চিনলাম দুনিয়ার ওপর পিঠের দেশ। তখন আমার আশপাশের আবালদের নিয়ে চিন্তিত হইলাম। অতটুকু হইলেও সত্য ইউরোপিয়ানরা আমাদের তো চিনে।

আমার কু-আনন্দভোগ হয় যখন কোন বড় আসরে এই ২টাই আউট হয়। সত্যিই আমার ভাল লাগে এদের যন্ত্রণায় আর লাফালাফির কারনে। যাইহোক মালু,রাজাকার ইস্যুগুলোও খুব বাজে ব্যাপার। আমরা জাতি হিসেবে যে কতটা হীনমন্যতায় ভুগি সেটা বুঝতে আর বেশি কিছু ঘাটতে হবে না।

পোস্টে প্লাস।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: ....... আজ পর্যন্ত কয়টা বাংলাদেশের পতাকা কিনছেন? প্রশ্নটাই প্রচন্ড চপেটাঘাত।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.