![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?
আজ সন্ধায় ছেলেটার বিয়ে, কিন্তু
বাইরে থেকে বুঝার কোন উপায় নাই।
ছেলেটা হাসিমুখে সব কিছুর খোঁজখবর
নিচ্ছে, তার ভেতর কোন নার্ভাসনেস বা
উত্তেজনা কিছুই দেখা যাচ্ছেনা।
.
পারিবারিক ভাবে ঠিক করা বিয়ে।
বিয়ের সময় অযথাই নানাটাইপের
ঝামেলা হতে থাকে, এখন পর্যন্ত সব কিছু
খুব সুন্দর ভাবেই এগোচ্ছে। তবুও ছেলেটার
বাবা মা তাদের ছেলের এই দারুন
সপ্রতিভ ভাব-টাব দেখে কিছুটা
বিস্মিত।
এই ছেলে সামান্য পরীক্ষার আগের
রাত্রেও কি পিনিক তুলে ফেলতো
বাসায়। হৈচৈ করে মাথায় পানিটানি
ঢেলে একাকার অবস্থা!
.
আর সেই ছেলে কিনা বিয়ের আগে এত
ধীর স্থির, যেন এটা কোন ব্যাপারই না।
.
ছেলেটাও নিজের এত শান্ত ভাব দেখে
বেশ অবাক। নিজের উপর সে কিছুটা
খুশিও। যাক, সে আর আগের মত
দুর্বলচিত্তের নেই। এটাকেই নিশ্চয়ই
ম্যাচুরিটি বলে! নো নার্ভাসনেস!
.
তবে কি যেন একটা জিনিস ছেলেটাকে
খুব সূক্ষ্ম ভাবে খোঁচাচ্ছে। খুব জরুরি
কিছু যেন একটা মিসিং। সে কিছুতেই
সেটা ধরতে পারছে না। কিছুক্ষণ চেষ্টা
করে সে হাল ছেড়ে দেয়।
.
.
.
বিশাল কমিনিউটি সেন্টারে স্টেজের
উপর সিঙ্ঘাসনের উপর ছেলেটা তার হবু
কনের পাশে বসে আছে। মেয়েটাকে
কোন মানবী মনে হচ্ছে না।
এমনিতেই কিউট মেয়েটা পার্লারের
কল্যাণে অপ্সরীর কাছাকাছি কিছু
একটা হয়ে গেছে।
.
আর তাদের চারপাশে কনের আগুন সুন্দরী
পার্লারে সেজেটেজে আসা কাজিন-
বান্ধবিদের ভীড়।
তারা বর-কনের সাথে সাথে নানা
টাইপের দুষ্টুমি করছে, সেলফি-ছবি
তোলা হচ্ছে অসংখ্য।
.
ছেলেটা বেশ স্মার্টলি সবার ঠাট্টা-
ফাজলামুর জবাব দিচ্ছে- কেউ কল্পনাও
করতে পারবে না এই ছেলেটাই এত এত
অপরিচিত সুন্দরী মেয়ে তো দুরের কথা,
তার হবু কনের সাথে ফার্স্ট টাইম একা
কথা বলার সময় কি রকম নার্ভাস হয়ে
ঘেমেটেমে একাকার হয়েছিলো।
.
"এই ফাইনাল গ্রুপ ছবি" এই ঘোষণা
দেওয়ার পর সব গুলো মেয়ে এবার বর
কনেকে ঘিরে দাঁড়ালো। মেয়েরা তাদের
এই নতুন দারুন স্মার্ট হ্যান্ডসাম
দুলাভাইয়ের কাছাকাছি রইলো বেশি!
ছেলেটা তার চারপাশে সুন্দরী
শালীদের উষ্ণতা অনুভব করতে করতে
যেইনা মুচকি হাসি দিয়ে ক্যামেরার
দিকে তাকিয়ে পোজ দিতে যাবে, ঠিক
তখনই তার চোখ দুটো বিস্ফারিত হয়ে
বড়বড় হয়ে গেলো!
.
সে হঠাৎ ধরতে পেরেছে কি তাকে
এতক্ষণ ধরে মনে মনে খোঁচাচ্ছে- কোন
জিনস্টা মিসিং
.
সে গত দুইদিন ধরে একবারের জন্যও
টয়লেটে যায় নি!
.
ঠিক এই মুহুর্তে তার পেট ঠেকে ভয়াবহ
বায়বীয় কিছু একটা বের হয়ে আসতে
চাইছে- সেটা থামানোর সাধ্য তার নেই!
.
পরমূহুর্তে স্টেজ থেকে মেয়েদের দলকে
ওয়াক ওয়াক করতে করতে লাফিয়ে
লাফিয়ে পালিয়ে নেমে দৌড়ে
পালাতেতে দেখা গেলো। ইনক্লুডিং হবু
বৌ!
.
শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়ে জানিয়ে
দিয়েছে সে মারা গেলেও এই খারুসকে
বিয়ে করবে না ... আপাতত সে তার
বন্ধবিদের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখা
নিয়ে টেনশিত
.
.
.
writer: আসিফ উর রহমান ( লিংক লাগলে কমেন্ট )
©somewhere in net ltd.