![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?
#ভালবাসা নাকি দেহের লোভ ? :-)
.
জীবনে সত্যিকারের ভালবাসা কত বার আসে জানি নাহ। তবে আমি সত্যি ভালবেসেছিলাম। তোমার দেহ কিংবা শরীর কে নয়।
আমার ভাইরা তোমাকে দেখছ, আমাকে রিলেশন বাদ দিতে বলছে। আমার বোনরা তোমার ছবি দেখছে, বাদ দিতে বলছে। আমার কলেজের ছোট ভাইরা দেখছে বাদ দিতে বলছে। আমার রুমমেট/ বন্ধুরা দেখছে, তোমাকে বাদ দিতে বলছে। বাট আমি একটা বারের জন্যও তোমার হাতটা ছাড়ি নাই।
তোমার দেহের এমন কোন অংশ নেই, যার মাধ্যমে একটা ছেলে হিসেবে আমি শান্তি পেতে পারি। তবুও হাতটা ছাড়িনি।
তুমি বারবার আমার সাথে ছলনা করছ, তবুও ভাবেনি, তোমাকে ছাড়া জীবনে অন্য কেউ আসবে।
সেই তুমি আমাকে বারবার ধুকা দিলে, ছলনা করলে। আচ্ছা, তুমি কি মুসলমান? সত্যি?
তাহলে কোরআন ছুয়েও কথা দিয়ে কিভাবে সেটা নষ্ট করলে???
সত্যিই হয়তো তোমার জীবনে আমার কোন গুরুত্ব নেই। তাই বারবার এমন করতে পারছ। আমি নাহ হয় পর, তাই আমার মাথায় হাত দিয়ে কথা দিয়ে কথা রাখনি। কিন্তু তোমার মা-বাবা তো তোমার জন্মদাতা। তাদের কসম কেটে কিভাবে মিথ্যা বললে?
তুকে তো জানুয়ারের সাথে তুলনা করলেও ভুল হবে। জানুয়ারকে অপমান করা হবে।
আরে যাহ। গেছত ভাল হয়ছে। তর সাথে ব্রেকাপ হয়ছে, সে শুনে সেই খুশি হয়। আমার মা, বোন, ভাই সবাই শুনে খুশি হয়ছে। আমি যদি তুকে বিয়ে করতাম, আমার মুখের দিকে তাকিয়ে সবাই রাজি হত। কিন্তু এখন বুঝতেছি, তাদের কষ্ট দিয়ে তর মত মেয়েকে বিয়ে করলে কোন দিনও সুখি হতাম নাহ।
তুইও তর মায়ের পছন্দের ছেলেকে এখন বিয়ে করতে পারবি। সেটা তর জন্যও ভাল। আর B.S.C, Job করার জন্য আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলি , সেটার সমাধান হল। সে তুকে B.S.C / Job করারে, সুখে থাকবি। থাক সুখে, বাট আমার মত তুই পিছনের সৃতি মনে করিস নাহ। তাহলে, তর নিজের মুখে নিজেই ছ্যাপ দিতে ইচ্ছা হবে।
আজ পর্যন্ত কাউকে বলতে পারেনি, তুমি কেন আমার সাথে ভালবাসার অভিনয় করছিলে! কেন মিথ্যা সম্পর্ক করছিলে??
আজ বলতেছি, সেই মেয়েকে একটা ছেলে খুব পছন্দ করত , বাড়ির সামনে দাড়িয়ে থাকত। ফোন দিয়ে বিরক্ত করত। পরে ছেলেটি বলছিল, "তুমি কোন দিন সম্পর্ক করতে পারবে নাহ। কোন দিনও নাহ । " তখন মেয়েটি রাগ করে বলছিল, "৭ দিনের ভিতর প্রেম করব। "
.
৭ দিন পার হবার পর, ছেলেটি ফোন দিয়ে অপমান করে, "বলছিলাম নাহ পারবে নাহ। ৭ দিন ত হল। রিলেশন করতে পার নাই... "
আর কলেজেও অনেকে বিরক্ত করতে থাকে। রিলেশনের জন্য চাপ দেয়। তখন সে সিন্ধান্ত নেয়, সে রিলেশন রিলেশন খেলা খেলবে। আর তার জন্য বেছে নেয় আমাকে।
©somewhere in net ltd.