![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?
বিঃদ্রঃ কিঞ্চিত ১৮+ শব্দের প্রয়োগ। কারো সাথে কাকতালীয় ভাবে মিলে গেলে বা কেও মনঃক্ষুণ্ণ হলে লেখক কোন মতেই দায়ী নহে।।
ইদানীং রিলেশান গুলো কেমন জানি শরীর কেন্দ্রিক হয়ে গেছে। আগের মতো ভালবাসা এখন আর খুঁজে পাওয়া যায় না। ডলাডলি না করতে পারলে নাকি রিলেশান করে মজা নেই।
আমি কোন একজন কে জিজ্ঞেস করেছিলাম তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন। সে বিয়াল্লিশ খানা দন'ত কেলায়া উত্তর দিল 'চরম মাল মামা। ঠাপায়া সেই মজা পাই। ' আমি উত্তর শুনে সত্তিই বিষম খাইছি। জিজ্ঞেস করেছিলাম সে কি তোর গার্লফ্রেন্ড নাকি টান বাজারে কাজ করে। উত্তর দেয় নি।
কেও একজন বললেন চেহারায় কামুক ভাব না থাকলে নাকি রিলেশান করে মজা নেই। সামনে পিছনে সমান থাকলে সেই মেয়েদের দেখতে বিরক্তি লাগে। সত্তিই আমাদের কতো সৌভাগ্য। সবকিছুতেই আমরা মজা খুঁজি। কামনা না মিটলে আমাদের পেট ভরে না।
রিলেশান করার আগে আমরা মাল খুঁজি। মেয়ের বাপ ও মালদার হতে হবে সাথে মেয়েও মাল হতে হবে। মেয়েরা কি সত্তিই 'মাল '। নাকি এটা আমাদের বিশেষ উৎপত্তি??
এইবার এক আপুর বক্তব্যে যাই। তার ভাষ্যমতে ফিজিক্যাল রিলেশান এর কয়েক মাস পর নাকি মেয়েদের ভার্জিনিটী আগের অবস্থায় চলে যায়। তাই তিনি ফিজিক্যাল রিলেশান সাপোর্ট করেন। এমন কি তার কয়েকজন বান্ধবী কেও বলেছেন করলে প্রব্লেম হবে না। আমি জিজ্ঞেস করেছিলাম এই বিষয় টা কোথা থেকে জানছে? সঠিক কোন উত্তর তার কাছেও ছিলো না।
রিলেশান করার পূর্বশর্ত নাকি আবেদনময়ী হতে হবে। সবকিছুই নাকি গিভ এন্ড টেইক। খুব হাসতে ইচ্ছে করে। এই কি ছিলো রবি বাবু, জীবানন্দের কাব্যে লেখা ভালবাসা? নাকি সেটা ভিন্ন জগত বলে কথা??
এখন নাকি খুব সস্তা জিনিস হচ্ছে ভালবাসা। টাকা থাকলে মোড়ে মোড়ে পাওয়া যায়। আবার তার সাথে রঙ তামাশা ও করা যায়। খালি ফ্লাট থাকলে নাকি সেখানেও ঢু মারা যায়।
আমরা সত্তিই এখন আর কাওকে ভালবাসি না। ভালবাসার অভিনয় করে কামসূত্র রচনা করি।
আবার ভদ্র ছেলেটা আপ্পি সমাজের কাছে আবাল। অন্যদিকে যেই ছেলেটা চার -পাঁচ টা মেয়ের সাথে কামসূত্র রচনা করতে পারে সেই হচ্ছে মহাপুরুষ। আফসোস তাদের জন্য যারা একটু পাশাপাশি হাটার, আলতো করে হাত টা ছুঁয়ে দেয়ার অপেক্ষায় বসে থাকে তারা ভালবাসা পায় না,পায় শুধু করুনা। খুব শুদ্ধ করে তাদের আবার বলতে শুনা যায় 'সিমপ্যাথি '।
দোষ টা কি শুধু ছেলেদের? নাকি উভয়ের? সত্তি কথা বলতে কি কখনো এক হাতে তালি বাজে না ।
ভালবেসে এখন আর কেও কবিতা লেখে না। ফ্ল্যাট এ যাতায়াত করতে করতে জীবন শেষ। কবিতা লেখার সময় কোথায়?
সবাই এখন শরীর খুঁজে। সাইজ খুঁজতে খুঁজতে হয়রান, মন খুঁজার সময় নাই। মন বলে কিছু একটা আছে সেটা দিনদিন আমরা ভুলেই যাচ্ছি। আগে আবেদনময়ী তারপরে ভালবাসা। হয়তো ভালবাসাই আমাদের ক্ষমা করতে পারেনি। তাই হয়তো এ অভিমান।।।
.
.
.
ফেসবুক : স্পর্শ রোজারিও
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
প্রোয়োজনীয় বিষয়ের উপর লিখেছেন; আপনাকে কানে কানে বলতে হয়, বালছাল আপনার মত লোকদের নিয়ে লিখেছেন; বাংলার ছেলেমেয়ে এখনো ভালো ছেলেমেয়ে।
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০০
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: কে কতটা ভাল সে সেটা নিজেই জানে। আপনার মত আবালের কাছ থেকে সেটা জানতে হবে নাহ
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
প্রয়োজনীয় বিষয়ের উপর লিখেছেন; আপনাকে কানে কানে বলতে হয়, বালছাল আপনার মত লোকদের নিয়ে লিখেছেন; বাংলার ছেলেমেয়ে এখনো ভালো ছেলেমেয়ে, আপনার থেকে ভালো
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০১
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: গ্রামের ছেলেমেয়ে / কিংবা শহরের ছেলে মেয়ে কতটা ভাল সেটা আমার খুব ভাল করেই জানা। আপনার মত আবালরা কাঠের চশমা পরতে পারে। আমি পড়ি নাহ
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শিরোনামের উত্তর আমার মতেঃ না।
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০১
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: আমার মতেও নাহ ☺
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
শরীফ ফখরুজ্ জামান বলেছেন: অভিজ্ঞতা পুষ্ট হলাম।
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০২
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: বেশি অভিজ্ঞতা পেট ফোলার কারণ
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: যদি এই পোস্টটি নিয়ম বিরুধি হয়, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। পোস্টটি আমি নিজেই ডিলেট করে দিব